নিজস্ব প্রতিবেদক ও সাভার (ঢাকা) প্রতিনিধি
অনেকটাই স্বাভাবিক অবস্থায় ফিরেছে ঢাকার সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চল। আজ শনিবার প্রায় সব পোশাক কারখানাই খুলে দেওয়া হয়েছে। তবে কয়েকটি কারখানার ভেতরে শ্রমিকেরা হাজিরা বোনাস বৃদ্ধি, শ্রমিক ছাঁটাই বন্ধ, টিফিন বিল বৃদ্ধিসহ নানা দাবি জানাতে থাকেন। বিষয়টি জানাজানি হওয়ার পর আশপাশের ১৫টি কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
কয়েক দিন ধরে শ্রমিক বিক্ষোভের কারণে পুরো শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ সারা দিন কোথায় কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের দুই পাশের বিভিন্ন কারখানার সামনে পুলিশের কড়া নজরদারি দেখা যায়। সড়কে টহল দিচ্ছিলেন সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের সদস্যরা।
শিল্প পুলিশ ও কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকাল থেকেই শ্রমিকেরা কর্মস্থলে উপস্থিত হতে থাকেন। নির্দিষ্ট সময়ের মধ্যে সব কারখানার শ্রমিকেরা কাজে যোগদান করেন। কয়েকটি কারখানার শ্রমিকেরা ভেতরে ঢোকার পর কাজ না করে তাঁদের হাজিরা বোনাস বৃদ্ধি, শ্রমিক ছাঁটাই বন্ধ, টিফিন বিল বৃদ্ধিসহ নানা দাবি জানায়। পরে পরিস্থিতি বুঝে আশপাশের ১৫টি কারখানা ছুটি ঘোষণা করে দেয় কর্তৃপক্ষ। এ সময় পুলিশ তিন বহিরাগতকে আটক করেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক পোশাক কারখানার এক মালিক আজকের পত্রিকাকে বলেন, ‘আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপি ও অঙ্গসংগঠনের অনেক নেতা–কর্মী ঝুটের ব্যবসা দখলে নেওয়ার প্রতিযোগিতায় নেমেছেন। এ ছাড়া বর্তমান পরিস্থিতিতে অনেক শ্রমিক অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করে তাঁদের অযৌক্তিক দাবি আদায়ের চেষ্টা করেছেন। মূলত এই দুই কারণেই পোশাক কারখানায় অসন্তোষ দেখা দেয়।’
তিনি আরও বলেন, ‘শ্রমিকদের তাদের দাবি আদায়ের নামে উচ্ছৃঙ্খল করে তোলার পেছনে কোনো কোনো শ্রমিক সংগঠনের ইন্ধন থাকতে পারে। প্রতিটি কারখানাতেই বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রতিনিধি রয়েছে। কিন্তু তারা প্রকাশ্যে আসে না। যেসব কারখানায় গোলযোগ হয় প্রথমে তা ওই কারখানার ভেতরে কর্মরত বিভিন্ন শ্রমিক সংগঠনে প্রতিনিধিরা সাধারণ শ্রমিকদের ব্যানারে শুরু হয়। এরপর তা ছড়িয়ে পড়ে আশপাশের কারখানায়।’
শ্রমিক সংগঠনের নেতারা অবশ্য ওই মালিকের দাবি অযৌক্তিক বলে উড়িয়ে দিয়েছেন। তাঁরা বলেন, ‘শ্রমিকেরা বঞ্চনার শিকার হয়েই আন্দোলন করেন। সংগঠনের পক্ষ থেকে তাঁদের ইন্ধন দেওয়া হয় না।’
এ বিষয়ে শিল্পাঞ্চল পুলিশ-১–এর পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম আজকের পত্রিকাকে বলেন, ‘আজ সকালে কারখানাগুলোতে কাজ শুরু হয় এবং পরিবেশ ছিল শান্তিপূর্ণ। কিন্তু কিছু কারখানায় মালিকদের সঙ্গে বনিবনা না হওয়ায় শ্রমিকেরা কাজ করেননি। পরে সেগুলো ছুটি দিয়ে দেওয়া হয়।’
মোহাম্মদ সারোয়ার আলম জানান, আজ কারখানার সামনে অবস্থানরত সন্দেহভাজন হিসেবে তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
অনেকটাই স্বাভাবিক অবস্থায় ফিরেছে ঢাকার সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চল। আজ শনিবার প্রায় সব পোশাক কারখানাই খুলে দেওয়া হয়েছে। তবে কয়েকটি কারখানার ভেতরে শ্রমিকেরা হাজিরা বোনাস বৃদ্ধি, শ্রমিক ছাঁটাই বন্ধ, টিফিন বিল বৃদ্ধিসহ নানা দাবি জানাতে থাকেন। বিষয়টি জানাজানি হওয়ার পর আশপাশের ১৫টি কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
কয়েক দিন ধরে শ্রমিক বিক্ষোভের কারণে পুরো শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ সারা দিন কোথায় কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের দুই পাশের বিভিন্ন কারখানার সামনে পুলিশের কড়া নজরদারি দেখা যায়। সড়কে টহল দিচ্ছিলেন সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের সদস্যরা।
শিল্প পুলিশ ও কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকাল থেকেই শ্রমিকেরা কর্মস্থলে উপস্থিত হতে থাকেন। নির্দিষ্ট সময়ের মধ্যে সব কারখানার শ্রমিকেরা কাজে যোগদান করেন। কয়েকটি কারখানার শ্রমিকেরা ভেতরে ঢোকার পর কাজ না করে তাঁদের হাজিরা বোনাস বৃদ্ধি, শ্রমিক ছাঁটাই বন্ধ, টিফিন বিল বৃদ্ধিসহ নানা দাবি জানায়। পরে পরিস্থিতি বুঝে আশপাশের ১৫টি কারখানা ছুটি ঘোষণা করে দেয় কর্তৃপক্ষ। এ সময় পুলিশ তিন বহিরাগতকে আটক করেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক পোশাক কারখানার এক মালিক আজকের পত্রিকাকে বলেন, ‘আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপি ও অঙ্গসংগঠনের অনেক নেতা–কর্মী ঝুটের ব্যবসা দখলে নেওয়ার প্রতিযোগিতায় নেমেছেন। এ ছাড়া বর্তমান পরিস্থিতিতে অনেক শ্রমিক অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করে তাঁদের অযৌক্তিক দাবি আদায়ের চেষ্টা করেছেন। মূলত এই দুই কারণেই পোশাক কারখানায় অসন্তোষ দেখা দেয়।’
তিনি আরও বলেন, ‘শ্রমিকদের তাদের দাবি আদায়ের নামে উচ্ছৃঙ্খল করে তোলার পেছনে কোনো কোনো শ্রমিক সংগঠনের ইন্ধন থাকতে পারে। প্রতিটি কারখানাতেই বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রতিনিধি রয়েছে। কিন্তু তারা প্রকাশ্যে আসে না। যেসব কারখানায় গোলযোগ হয় প্রথমে তা ওই কারখানার ভেতরে কর্মরত বিভিন্ন শ্রমিক সংগঠনে প্রতিনিধিরা সাধারণ শ্রমিকদের ব্যানারে শুরু হয়। এরপর তা ছড়িয়ে পড়ে আশপাশের কারখানায়।’
শ্রমিক সংগঠনের নেতারা অবশ্য ওই মালিকের দাবি অযৌক্তিক বলে উড়িয়ে দিয়েছেন। তাঁরা বলেন, ‘শ্রমিকেরা বঞ্চনার শিকার হয়েই আন্দোলন করেন। সংগঠনের পক্ষ থেকে তাঁদের ইন্ধন দেওয়া হয় না।’
এ বিষয়ে শিল্পাঞ্চল পুলিশ-১–এর পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম আজকের পত্রিকাকে বলেন, ‘আজ সকালে কারখানাগুলোতে কাজ শুরু হয় এবং পরিবেশ ছিল শান্তিপূর্ণ। কিন্তু কিছু কারখানায় মালিকদের সঙ্গে বনিবনা না হওয়ায় শ্রমিকেরা কাজ করেননি। পরে সেগুলো ছুটি দিয়ে দেওয়া হয়।’
মোহাম্মদ সারোয়ার আলম জানান, আজ কারখানার সামনে অবস্থানরত সন্দেহভাজন হিসেবে তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
জাতীয়তাবাদী মহিলা দল খুলনা মহানগর শাখার ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। আজ শনিবার কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। এ ছাড়া অতিসত্বর খুলনা মহানগর শাখা কমিটি গঠন করা হবে বলে...
৯ মিনিট আগেইসলামী আন্দোলন বাংলাদেশের সহ সভাপতি ও বিসিসি নির্বাচনে হাতপাখার মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, ‘দেশে বিচার পাওয়ার সুযোগ ছিল না। ৫ আগস্টের পর পরিস্থিতি পরিবর্তন হয়েছে। তাই বরিশাল সিটি নির্বাচনে ফলাফল বাতিল ও তাকে নির্বাচিত করার জন্য আদালতে মামলা দায়ের করেছি।
১ ঘণ্টা আগেবরগুনার তালতলীতে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলার প্রধান আসামি ইব্রাহীম ওরফে জসিমকে (২২) গ্রেপ্তার করেছে তালতলী থানা-পুলিশ। শুক্রবার তাকে গ্রেপ্তার করা হয়। পরে বরগুনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হলৈ তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ইব্রাহীম ওরফে জসিম পাথরঘাটা উপজেলার...
২ ঘণ্টা আগেরাজবাড়ীর পদ্মা নদীতে জেলের জালে ধরা পরেছে ২৮ কেজি ওজনের একটি কাতল মাছ। যা বিক্রি হয়েছে ৫০ হাজার টাকায়। আজ শনিবার ভোরে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাটের অদূরে পদ্মা-যমুনার মোহনায় জালাল প্রামানিকের জালে মাছটি ধরা পড়ে। জেলে জালাল প্রামানিক জানায়, ভোরে তিনিসহ কয়েকজন জেলে...
২ ঘণ্টা আগে