নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আগামী ১০ ডিসেম্বর গণসমাবেশের অনুমতি দেওয়া হবে কিনা সে বিষয়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
আজ মঙ্গলবার দুপুরে মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে ডিএমপির মিডিয়া বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এ কথা বলেন। নিজস্ব গোয়েন্দা সংস্থাসহ সকল সংস্থার তথ্য বিশ্লেষণ করে অনুমতি দেওয়া হবে বলেও জানান তিনি।
তবে অনুমতি দিতে কত সময় লাগবে সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলেননি মো. ফারুক হোসেন। তিনি বলেছেন, ‘বিএনপি ঢাকা বিভাগে যে গণসমাবেশ করবে সেটার অনুমতির জন্য দলটির নেতারা ডিএমপি কমিশনারের সঙ্গে দেখা করেন। তাঁরা সমাবেশের অনুমতি চেয়ে একটি আবেদন করেছেন।’
বিএনপির গণসমাবেশের অনুমতি পেতে কত দিন লাগবে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মো. ফারুক হোসেন বলেন, ‘তাঁরা আজকে আবেদন করেছেন, আমরা বিবেচনা করব। আমাদের নিজস্ব গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে ঝুঁকি বিশ্লেষণ করে আলোচনা করে সিদ্ধান্ত নেব। আমাদের অফিশিয়াল আলোচনা করে তাদের সিদ্ধান্ত জানানো হবে।
মো. ফারুক হোসেন আরও বলেছেন, ‘আমরা লিখিত দরখাস্ত পেয়েছি। এখন সেটি বিবেচনা করে দেখব, অনুমতি দেওয়া যায় কি না। আমাদের যে গোয়েন্দা সংস্থা রয়েছে তাদের তথ্য বিশ্লেষণ করে দেখব, কোনো ধরনের ঝুঁকি রয়েছে কিনা।’
সমাবেশের অনুমতির প্রসঙ্গ ছাড়া ডিএমপি কমিশনারের সঙ্গে আর কি কি বিষয়ে বিএনপি নেতারা আলোচনা করেছেন জানতে চাইলে ফারুক হোসেন বলেন, ‘অনুমতির বাইরে বিএনপির পক্ষ থেকে সমাবেশে নিরাপত্তা দেওয়ার জন্য ডিএমপিকে অনুরোধ করেছেন তাঁরা। আলোচনায় ডিএমপি কমিশনার আশ্বস্ত করেছেন, অনুমতি পেলে তাদের সমাবেশ স্থলের যত ধরনের নিরাপত্তা দরকার তা ডিএমপির পক্ষ থেকে দেওয়া হবে।’
মামলা বা অভিযোগের বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তারের অভিযোগের বিষয়টি অস্বীকার করে ফারুক হোসেন বলেন, ‘তাঁরা (বিএনপির নেতারা) কমিশনারকে এমন একটি বিষয় বলেছেন। তবে আমরা ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে এ রকম কাউকে গ্রেপ্তার করিনি। যাদের বিরুদ্ধে মামলা নেই তাদের বিরুদ্ধে এ রকম কোনো গ্রেপ্তার অভিযানও চলছে না। তবে যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা আছে, তাদের অবশ্যই আইনের আওতায় নিয়ে আসব, গ্রেপ্তার করব।’
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আগামী ১০ ডিসেম্বর গণসমাবেশের অনুমতি দেওয়া হবে কিনা সে বিষয়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
আজ মঙ্গলবার দুপুরে মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে ডিএমপির মিডিয়া বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এ কথা বলেন। নিজস্ব গোয়েন্দা সংস্থাসহ সকল সংস্থার তথ্য বিশ্লেষণ করে অনুমতি দেওয়া হবে বলেও জানান তিনি।
তবে অনুমতি দিতে কত সময় লাগবে সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলেননি মো. ফারুক হোসেন। তিনি বলেছেন, ‘বিএনপি ঢাকা বিভাগে যে গণসমাবেশ করবে সেটার অনুমতির জন্য দলটির নেতারা ডিএমপি কমিশনারের সঙ্গে দেখা করেন। তাঁরা সমাবেশের অনুমতি চেয়ে একটি আবেদন করেছেন।’
বিএনপির গণসমাবেশের অনুমতি পেতে কত দিন লাগবে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মো. ফারুক হোসেন বলেন, ‘তাঁরা আজকে আবেদন করেছেন, আমরা বিবেচনা করব। আমাদের নিজস্ব গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে ঝুঁকি বিশ্লেষণ করে আলোচনা করে সিদ্ধান্ত নেব। আমাদের অফিশিয়াল আলোচনা করে তাদের সিদ্ধান্ত জানানো হবে।
মো. ফারুক হোসেন আরও বলেছেন, ‘আমরা লিখিত দরখাস্ত পেয়েছি। এখন সেটি বিবেচনা করে দেখব, অনুমতি দেওয়া যায় কি না। আমাদের যে গোয়েন্দা সংস্থা রয়েছে তাদের তথ্য বিশ্লেষণ করে দেখব, কোনো ধরনের ঝুঁকি রয়েছে কিনা।’
সমাবেশের অনুমতির প্রসঙ্গ ছাড়া ডিএমপি কমিশনারের সঙ্গে আর কি কি বিষয়ে বিএনপি নেতারা আলোচনা করেছেন জানতে চাইলে ফারুক হোসেন বলেন, ‘অনুমতির বাইরে বিএনপির পক্ষ থেকে সমাবেশে নিরাপত্তা দেওয়ার জন্য ডিএমপিকে অনুরোধ করেছেন তাঁরা। আলোচনায় ডিএমপি কমিশনার আশ্বস্ত করেছেন, অনুমতি পেলে তাদের সমাবেশ স্থলের যত ধরনের নিরাপত্তা দরকার তা ডিএমপির পক্ষ থেকে দেওয়া হবে।’
মামলা বা অভিযোগের বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তারের অভিযোগের বিষয়টি অস্বীকার করে ফারুক হোসেন বলেন, ‘তাঁরা (বিএনপির নেতারা) কমিশনারকে এমন একটি বিষয় বলেছেন। তবে আমরা ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে এ রকম কাউকে গ্রেপ্তার করিনি। যাদের বিরুদ্ধে মামলা নেই তাদের বিরুদ্ধে এ রকম কোনো গ্রেপ্তার অভিযানও চলছে না। তবে যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা আছে, তাদের অবশ্যই আইনের আওতায় নিয়ে আসব, গ্রেপ্তার করব।’
‘স্বপ্ন দেখি বই পড়ি’ স্লোগান সামনে রেখে রাজধানীর হাজারীবাগ গার্লস স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে প্রথম বাংলাদেশ বুক অলিম্পিয়াড। এটি নারীদের জন্য বিশেষভাবে আয়োজিত একটি উদ্যোগ। এই আয়োজনে বক্তারা বই পড়ে কেবল জ্ঞান অর্জনের পরিবর্তে অনুধাবনচর্চার ওপর জোর দেন।
১ ঘণ্টা আগেকক্সবাজারে সরকারি সফরে এসে ‘অসুস্থ হয়ে পড়ায়’ সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীকে এয়ার অ্যাম্বুলেন্স যোগে ঢাকায় পাঠানো হয়েছে। শনিবার রাত সাড়ে ১০ টার পরপরই তাকে নিয়ে কক্সবাজার বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়।
২ ঘণ্টা আগেরবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) আগামী একনেক সভায় অনুমোদনের দাবিতে অনশন করছেন শিক্ষার্থীরা। অনশনে অংশ নেওয়া দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন।
৩ ঘণ্টা আগেরংপুরের গঙ্গাচড়ায় নিখোঁজের এক দিন পর অবৈধ বালু পয়েন্টে দুই শিশুর লাশ উদ্ধারের ঘটনায় এজাহারনামীয় এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৩। গ্রেপ্তার মনু মিয়া (২৮) উপজেলার সিটপাইকন এলাকার আনোয়ারুল ইসলামের ছেলে।
৩ ঘণ্টা আগে