Ajker Patrika

রাতে জগন্নাথ হলে মারামারির জেরে মধুর ক্যানটিনে হাতাহাতিতে জড়াল ছাত্রলীগ

ঢাবি প্রতিনিধি
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ২২: ৩০
রাতে জগন্নাথ হলে মারামারির জেরে মধুর ক্যানটিনে হাতাহাতিতে জড়াল ছাত্রলীগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের সরস্বতী পূজার সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান ও ঢাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের অনুসারীদের মাঝে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এর জেরে আজ শুক্রবার বিকেলে মধুর ক্যানটিনে হাতাহাতিতে জড়িয়ে পড়ে ইনান-সৈকত গ্রুপের নেতা-কর্মীরা। 

ঘটনার একাধিক প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা হয় আজকের পত্রিকার এ প্রতিবেদকের। তাঁরা জানান, বিকেলে শেখ ওয়ালী আসিফ ইনান ও তানভীর হাসান সৈকত মধুর ক্যানটিনে এলে গত রাতে জগন্নাথ হলে সংঘর্ষের ঘটনার বিচার দিতে আসেন নেতা-কর্মীরা। এ সময় আবার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে। 

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, বিচার দেওয়ার সময় পলাশ রায় সৌরভ নামে সৈকতের এক অনুসারী ইনানের সঙ্গে উচ্চ স্বরে কথা বলায় ইনানের অনুসারী কিছুসংখ্যক নেতা-কর্মী খেপে যান এবং কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। এ ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। 

আহত পলাশ রায় সৌরভ বলেন, ‘মধুর ক্যানটিনে গতকাল রাতের ঘটনা ইনান ভাইকে জানাতে এবং বিচার দিতে গেলে তাঁর সমর্থকেরা আমাদের ওপর হামলা করেছে। তারা একদম অতর্কিত হামলা করেছে। আমাদের দুজন জুনিয়রের হাতে মারাত্মক আঘাত পায়। তারা হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছে।’

এ বিষয়ে তানভীর হাসান সৈকত আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল রাতের ঘটনার বিস্তারিত জানিয়ে আমার কর্মীরা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের কাছে বিচার দিতে এলে আবারও তাদের ওপর হামলা করে। গতকাল যারা হামলা করেছে, তারাই আবার হামলা করেছে।’ 

অভিযোগের বিষয়ে শেখ ওয়ালী আসিফ ইনান আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল রাতের ঘটনায় জগন্নাথ হলের নেতা-কর্মীরা বিষয়টি সম্পর্কে অবগত করতে এসেছে। পরে শুনলাম তাদের মাঝে হাতাহাতির ঘটনা ঘটেছে। খোঁজ নিচ্ছি, কী ঘটেছে, কারা ঘটিয়েছে—বিস্তারিত খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত