প্রতিনিধি
শিবচর (মাদারীপুর): টানা বৃষ্টিতে শিবচরের বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। বৃষ্টির কারণে লঞ্চে উঠতে গেলে বৃষ্টির কবলে পড়তে হচ্ছে যাত্রীদের। মূল টার্মিনাল থেকে লঞ্চঘাটের পন্টুনে পৌঁছানোর পথের দূরত্বটুকুতে ভিজতে হয় যাত্রীদের। তা ছাড়া বৃষ্টিতে ঘাট এলাকায় কাদাপানি থাকায় বেড়েছে দুর্ভোগ।
ঢাকাগামী যাত্রী মো. হাসান বলেন, 'সকাল থেকে টানা বৃষ্টি। তা ছাড়া নদীর পাড়ে বৃষ্টির সঙ্গে বাতাসের বেগও রয়েছে। লঞ্চে উঠতে গিয়ে ভিজে গিয়েছি। ছাতাতেও বৃষ্টি ঠেকানো সম্ভব হয়নি। ঘাটের টার্মিনালের ভেতর বেশ কিছু সময় অপেক্ষা করেছিলাম বৃষ্টি কমার। কিন্তু কমেনি। পরে ভিজেই লঞ্চঘাটে পৌঁছাই।'
তিনি আরও বলেন, 'গাড়িতে এসে টার্মিনালে নামা যায়। ফলে বৃষ্টিতে ভিজতে হয় না। কিন্তু টার্মিনাল থেকে লঞ্চ ঘাটে যেতে কিছু অংশ খোলা জায়গা। ওই পথটুকুতেই ভিজতে হচ্ছে যাত্রীদের।'
এদিকে বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, গত তিন দিন ধরে টানা বৃষ্টির কারণে নৌরুটে যানবাহন কমে গেছে। ফেরি পারাপারের জন্য ঘাটে তেমন কোন যানবাহন নেই। গাড়ির জন্য ফেরিকে অপেক্ষা করতে হচ্ছে ঘাটে। নৌরুটে ৪টি রোরো ফেরিসহ মোট ১৬টি ফেরি চলাচল করছে। পদ্মায় পানি বাড়লেও ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।
বিআইডব্লিউটিএর বাংলাবাজার লঞ্চঘাট সূত্রে জানা গেছে, নৌরুটে ৮৭টি লঞ্চ রয়েছে। ঘাটে যাত্রী চাপ নেই। বৃষ্টির কারণে যাত্রী কমে গেছে। অল্প যাত্রী নিয়েই লঞ্চ ঘাট ছেড়ে যাচ্ছে।
সূত্রটি আরও জানায়, 'বৃষ্টির কারণে ঘাট এলাকায় যাত্রীদের কষ্ট কিছুটা বেড়েছে। বৃষ্টিতে ভিজে লঞ্চঘাটে পৌঁছাতে হচ্ছে। টার্মিনাল ঘাট থেকে একটু দূরে। বর্ষায় নদীর পার ডুবে যাওয়ার কারণে পন্টুন পর্যন্ত টার্মিনাল করা সম্ভব নয়। এদিকে পদ্মায় পানি বৃদ্ধি পাওয়ায় স্রোত কিছুটা বেড়েছে। তা ছাড়া বৃষ্টি ও হালকা বাতাসের কারণে মাঝ পদ্মায় ঢেউ রয়েছে। অপেক্ষাকৃত বড় লঞ্চগুলো বৈরী আবহাওয়ার মধ্যে চলাচল করে থাকে।
বিআইডব্লিউটিসির বাংলাবাজার ফেরিঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন আহমেদ জানান, 'ঘাটে পর্যাপ্ত ফেরি রয়েছে কিন্তু যানবাহন নেই। ফেরির কর্মচারীরা অনেকটাই অলস সময় পার করছে। গাড়ির জন্য অপেক্ষায় থাকছে ফেরি। বৃষ্টির কারণে মানুষের চলাচল সীমিত হয়েছে। ঘাট এলাকায় যানবাহন ও যাত্রী শূন্যতা রয়েছে।'
বিআইডব্লিউটিএর বাংলাবাজার লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, 'বৃষ্টির কারণে যাত্রী কম রয়েছে। লঞ্চ চলাচল স্বাভাবিক আছে। বৃষ্টিতে যাত্রীদের দুর্ভোগ বেড়েছে। ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে লঞ্চ চলাচল করলেও বৃষ্টির কারণে তেমন যাত্রী হচ্ছে না। তারপরও নির্দিষ্ট সময় পর পর লঞ্চ ছেড়ে যাচ্ছে।'
শিবচর (মাদারীপুর): টানা বৃষ্টিতে শিবচরের বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। বৃষ্টির কারণে লঞ্চে উঠতে গেলে বৃষ্টির কবলে পড়তে হচ্ছে যাত্রীদের। মূল টার্মিনাল থেকে লঞ্চঘাটের পন্টুনে পৌঁছানোর পথের দূরত্বটুকুতে ভিজতে হয় যাত্রীদের। তা ছাড়া বৃষ্টিতে ঘাট এলাকায় কাদাপানি থাকায় বেড়েছে দুর্ভোগ।
ঢাকাগামী যাত্রী মো. হাসান বলেন, 'সকাল থেকে টানা বৃষ্টি। তা ছাড়া নদীর পাড়ে বৃষ্টির সঙ্গে বাতাসের বেগও রয়েছে। লঞ্চে উঠতে গিয়ে ভিজে গিয়েছি। ছাতাতেও বৃষ্টি ঠেকানো সম্ভব হয়নি। ঘাটের টার্মিনালের ভেতর বেশ কিছু সময় অপেক্ষা করেছিলাম বৃষ্টি কমার। কিন্তু কমেনি। পরে ভিজেই লঞ্চঘাটে পৌঁছাই।'
তিনি আরও বলেন, 'গাড়িতে এসে টার্মিনালে নামা যায়। ফলে বৃষ্টিতে ভিজতে হয় না। কিন্তু টার্মিনাল থেকে লঞ্চ ঘাটে যেতে কিছু অংশ খোলা জায়গা। ওই পথটুকুতেই ভিজতে হচ্ছে যাত্রীদের।'
এদিকে বিআইডব্লিউটিসির বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, গত তিন দিন ধরে টানা বৃষ্টির কারণে নৌরুটে যানবাহন কমে গেছে। ফেরি পারাপারের জন্য ঘাটে তেমন কোন যানবাহন নেই। গাড়ির জন্য ফেরিকে অপেক্ষা করতে হচ্ছে ঘাটে। নৌরুটে ৪টি রোরো ফেরিসহ মোট ১৬টি ফেরি চলাচল করছে। পদ্মায় পানি বাড়লেও ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।
বিআইডব্লিউটিএর বাংলাবাজার লঞ্চঘাট সূত্রে জানা গেছে, নৌরুটে ৮৭টি লঞ্চ রয়েছে। ঘাটে যাত্রী চাপ নেই। বৃষ্টির কারণে যাত্রী কমে গেছে। অল্প যাত্রী নিয়েই লঞ্চ ঘাট ছেড়ে যাচ্ছে।
সূত্রটি আরও জানায়, 'বৃষ্টির কারণে ঘাট এলাকায় যাত্রীদের কষ্ট কিছুটা বেড়েছে। বৃষ্টিতে ভিজে লঞ্চঘাটে পৌঁছাতে হচ্ছে। টার্মিনাল ঘাট থেকে একটু দূরে। বর্ষায় নদীর পার ডুবে যাওয়ার কারণে পন্টুন পর্যন্ত টার্মিনাল করা সম্ভব নয়। এদিকে পদ্মায় পানি বৃদ্ধি পাওয়ায় স্রোত কিছুটা বেড়েছে। তা ছাড়া বৃষ্টি ও হালকা বাতাসের কারণে মাঝ পদ্মায় ঢেউ রয়েছে। অপেক্ষাকৃত বড় লঞ্চগুলো বৈরী আবহাওয়ার মধ্যে চলাচল করে থাকে।
বিআইডব্লিউটিসির বাংলাবাজার ফেরিঘাটের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন আহমেদ জানান, 'ঘাটে পর্যাপ্ত ফেরি রয়েছে কিন্তু যানবাহন নেই। ফেরির কর্মচারীরা অনেকটাই অলস সময় পার করছে। গাড়ির জন্য অপেক্ষায় থাকছে ফেরি। বৃষ্টির কারণে মানুষের চলাচল সীমিত হয়েছে। ঘাট এলাকায় যানবাহন ও যাত্রী শূন্যতা রয়েছে।'
বিআইডব্লিউটিএর বাংলাবাজার লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, 'বৃষ্টির কারণে যাত্রী কম রয়েছে। লঞ্চ চলাচল স্বাভাবিক আছে। বৃষ্টিতে যাত্রীদের দুর্ভোগ বেড়েছে। ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে লঞ্চ চলাচল করলেও বৃষ্টির কারণে তেমন যাত্রী হচ্ছে না। তারপরও নির্দিষ্ট সময় পর পর লঞ্চ ছেড়ে যাচ্ছে।'
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, রাধানগর গ্রামের রাখাল চন্দ্র রায় নামে এক ব্যক্তি ১৯৭৩ সালে ৩৩ শতাংশ জমি বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য দান করেন। পরবর্তীতে ১৯৮৮ সালে তার নাতি অরূপ রায় ওই জমিতে বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। অবশিষ্ট ৫৫ শতাংশ জমি সরকারি নথিতে খেলার মাঠ হিসেবে উল্লেখ করা আছে। ২০১৩ সালে বিদ্যালয়টি জাতীয়কর
৯ মিনিট আগেজানা যায়, জনদুর্ভোগ কমাতে গত ১৬ এপ্রিল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সেতুর দুই পাশে দুটি সাইনবোর্ড লাগানো হয়। এতে সেতুর ওপর সব ধরনের দোকানপাট ও যানবাহন রাখা নিষেধ বলে সতর্ক করা হয়। ২০১১ সালে নির্মিত এই নতুন সেতুতে যানজট এড়াতে একসময় ট্রাফিক পুলিশ রাখা হলেও কয়েক মাস পর তাদের তুলে নেওয়া হয়।
২৫ মিনিট আগে২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগে পর্যন্ত রফিকুল আলমকে বিএনপির কোনো কর্মসূচিতে দেখা যায়নি। সেই সময় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আবু রেজা মোহাম্মদ নদভীর সঙ্গে তার ঘনিষ্ঠতা ও ব্যবসা ছিল। অভিযোগ আছে, গত ১৬ বছর আওয়ামী লীগের শাসনামলে তিনি ওইসব নেতাদের সঙ্গে মিলে নির্বিঘ্নে ব্যবসা চালিয়ে
১ ঘণ্টা আগেচট্টগ্রামের সীতাকুণ্ডে একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুরানো জাহাজের সরঞ্জাম বিক্রির দুটি দোকান ও একটি অক্সিজেন সিলিন্ডারের দোকানসহ মোট তিনটি দোকান পুড়ে গেছে। এ ছাড়া, মার্কেটের আরও কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মাদামবিবিরহাট চেয়ারম্যান
২ ঘণ্টা আগে