Ajker Patrika

সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ১৭ সংবাদকর্মী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৮ অক্টোবর ২০২৩, ২৩: ০৪
সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ১৭ সংবাদকর্মী

রাজধানীতে রাজনৈতিক দলগুলোর সমাবেশের সংবাদ সংগ্রহের সময় হামলার শিকার হয়েছেন একাধিক সংবাদকর্মী। আজ শনিবার সকাল থেকে বিজয়নগর, কাকরাইল, ফকিরাপুল ও পল্টন এলাকায় এসব হামলার ঘটনা ঘটে। এ সময় সাংবাদিকদের কয়েকটি মোটরসাইকেলেও আগুন দেওয়া হয়। 

আহত সংবাদকর্মীরা হলেন নিউ এজের আহমেদ ফয়েজ, বাংলা ট্রিবিউনের প্রধান প্রতিবেদক সালমান তারেক শাকিল, ফটোসাংবাদিক সাজ্জাদ হোসেন ও নিজস্ব প্রতিবেদক জোবায়ের আহমেদ, দৈনিক কালবেলার অপরাধ প্রতিবেদক রাফসান জানি, মাল্টিমিডিয়া রিপোর্টার জনি রায়হান, আবু সালেহ মুসা, রবিউল ইসলাম রুবেল ও তৌহিদুল ইসলাম তারেক, ঢাকা টাইমসের প্রতিবেদক সালেকিন তারিন, ব্রেকিং নিউজের ক্রাইম রিপোর্টার কাজী ইহসান বিন দিদার, দৈনিক ইনকিলাবের ফটোসাংবাদিক এফ এ মাসুম, দৈনিক ইত্তেফাকের মাল্টিমিডিয়ার রিপোর্টার তানভীর আহাম্মেদ, একুশে টিভির রিপোর্টার তৌহিদুর রহমান ও ক্যামেরাপারসন আরিফুর রহমান, দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সাংবাদিক আরিফুর রহমান রাব্বি, ইত্তেফাকের সাংবাদিক শেখ নাছের এবং ফ্রিল্যান্সার মারুফ।

সংবাদকর্মীরা জানান, আহতদের বেশির ভাগই বিএনপির নেতা-কর্মীদের হামলার শিকার হয়েছেন। কয়েকজন পুলিশের ছোড়া কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেটের আঘাতেও আহত হয়েছেন। 

হামলার শিকার কালবেলার সাংবাদিক রাফসান জানি জানান, সকাল থেকে তিনি বিএনপির সমাবেশের সংবাদ সংগ্রহ করছিলেন। বেলা ১টার দিকে কাকরাইল মসজিদের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ শুরু হয়। এ সময় হঠাৎ তাঁর ওপর হামলা চালান বিএনপির নেতা-কর্মীরা। পরে আহতাবস্থায় অন্য সাংবাদিকেরা গিয়ে তাঁকে উদ্ধার করেন। 

অন্যদিকে বিকেল সোয়া ৪টার দিকে নাইটিঙ্গেল মোড়ে দৈনিক আজকের পত্রিকার আলোকচিত্রী ওমর ফারুকের মোটরসাইকেলে (ঢাকা মেট্রো-হ ৫৫-৪৯৮৮) আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। 

এ বিষয়ে ওমর ফারুক বলেন, ‘আমি নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে ছিলাম। পরে গাড়িটা যেখানে রেখেছিলাম সেখানে গেলাম। জাতীয় স্কাউট ভবনের সামনে, রাস্তার পাশে আমার মোটরসাইকেলটা রাখা ছিল। এসে দেখি পুড়ে শেষ, শুধু ধোঁয়া বেরোচ্ছে। অসহায়ের মতো কিছুক্ষণ থেকে পুরান পল্টনের দিকে আবার নিউজ কাভার করতে রওনা দিলাম।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

ইতিহাস গড়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআইপ্রধান

সাবেক ‘র’-এর প্রধানের নেতৃত্বে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পরিষদ পুনর্গঠন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত