নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড-১৬ নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মাউশির শিক্ষা কর্মকর্তা চন্দ্র শেখর হালদার মিলটনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের তেজগাঁও বিভাগ।
আজ সোমবার দুপুরে বিসিএস শিক্ষা ক্যাডারের এই কর্মকর্তাকে গ্রেপ্তারের বিষয়টি আজকের পত্রিকা’কে নিশ্চিত করেছেন গোয়েন্দা পুলিশের তেজগাঁও জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) শাহাদাত হোসেন সোমা।
শাহাদাত হোসেন সোমা বলেন, চলতি বছরের গত ১৩ মে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ৫১৩টি অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড-১৬) শূন্য পদে নিয়োগের জন্য ঢাকার বিভিন্ন কেন্দ্রে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই পরীক্ষায় মোট ১ লাখ ৮৩ হাজার পরীক্ষার্থী অংশ নেয়। মোট পরীক্ষার্থী ও পদের সংখ্যার বিবেচনায় প্রতিটি শূন্য পদের বিপরীতে ৩৫৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। লালবাগ থানার ইডেন মহিলা কলেজ কেন্দ্রে এমসিকিউ পরীক্ষা চলার সময়ে একজন পরীক্ষার্থীর প্রবেশপত্রের পেছনে লেখা উত্তর দেখে তাঁর উত্তরপত্র পূরণ করছিল। পরীক্ষার হলে দায়িত্বরত শিক্ষিকা পরীক্ষার্থীর কাছে থাকা দুটি প্রবেশপত্র যাচাইকালে দেখেন যে, প্রবেশপত্রের পেছনে নিয়োগ পরীক্ষায় আসা প্রশ্নের উত্তর হুবহু ছোট ছোট আকারে লেখা। প্রাথমিকভাবে কর্তৃপক্ষ বুঝতে পারেন যে প্রশ্ন ফাঁস হয়েছে।
সোমা বলেন, তেজগাঁও বিভাগের তেজগাঁও জোনাল টিম পরীক্ষার্থীকে গ্রেপ্তার করে। পরীক্ষা কেন্দ্রের কর্তৃপক্ষ এবং পুলিশের উপস্থিতিতে পরীক্ষার্থীকে জিজ্ঞাসাবাদে তিনি তাঁর নাম মো. সুমন জমাদ্দার (৩১) বলেন। পরীক্ষার্থীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, পূর্বে থেকে ঠিক করে রাখা একটি মোবাইল নম্বর থেকে পরীক্ষা শুরুর ৪২ মিনিট পূর্বে তাঁর Whatsapp-এ প্রশ্নের উত্তর আসে।
গ্রেপ্তার পরীক্ষার্থী জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে সোমা আরও জানান, পাঁচ থেকে ছয়জনের একটি চক্র এই প্রশ্নফাঁস, উত্তর তৈরি ও পাঠানোর কাজে জড়িত। পরীক্ষার্থীর কাছ থেকে দুটি প্রবেশপত্র, একটি উত্তরপত্র, একটি প্রশ্নপত্র (ক-সেট) এবং পরীক্ষার্থীর ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করে ডিবি পুলিশ। গ্রেপ্তারকৃত পরীক্ষার্থী প্রশ্নপত্র ফাঁস চক্রের সক্রিয় সদস্য। এই চক্রের সঙ্গে জড়িত আসামিরা তাদের অন্য সহযোগীদের সহায়তায় উক্ত নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস করে অসংখ্য পরীক্ষার্থীর কাছে পাঠিয়েছেন।
সোমা জানান, গ্রেপ্তার পরীক্ষার্থীর দেওয়া তথ্যের ভিত্তিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের শিক্ষা কর্মকর্তা (মাধ্যমিক-১) হিসেবে কর্মরত আসামি চন্দ্র শেখর হালদার মিলটনকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই পরীক্ষার প্রশ্নের উত্তর গ্রেপ্তার হওয়া আসামি সাইফুল ইসলামের কাছে পাঠায় মর্মে মৌখিকভাবে জানা গেছে।
এ ছাড়া প্রাথমিক তদন্তে গ্রেপ্তারকৃত আসামি মো. আহসানুল হাদি, উচ্চমান সহকারী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং অপর গ্রেপ্তারকৃত আসামি মো. নওশাদুল ইসলাম, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর দ্বয়ের সম্পৃক্ততার তথ্য পাওয়া গিয়েছে। পলাতক আসামি মো. মকবুল হোসেন, ক্যাশিয়ার বদরুননেসা কলেজ এবং পলাতক আসামি আব্দুল খালেক, সরকারি তিতুমীর কলেজের বুক সেন্টারের কর্মকর্তাসহ বেশ কয়েকজনের নাম পাওয়া গেছে। তাঁদের গ্রেপ্তারে চেষ্টা চলমান রয়েছে বলে জানান এ কর্মকর্তা।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড-১৬ নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মাউশির শিক্ষা কর্মকর্তা চন্দ্র শেখর হালদার মিলটনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের তেজগাঁও বিভাগ।
আজ সোমবার দুপুরে বিসিএস শিক্ষা ক্যাডারের এই কর্মকর্তাকে গ্রেপ্তারের বিষয়টি আজকের পত্রিকা’কে নিশ্চিত করেছেন গোয়েন্দা পুলিশের তেজগাঁও জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) শাহাদাত হোসেন সোমা।
শাহাদাত হোসেন সোমা বলেন, চলতি বছরের গত ১৩ মে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ৫১৩টি অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড-১৬) শূন্য পদে নিয়োগের জন্য ঢাকার বিভিন্ন কেন্দ্রে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই পরীক্ষায় মোট ১ লাখ ৮৩ হাজার পরীক্ষার্থী অংশ নেয়। মোট পরীক্ষার্থী ও পদের সংখ্যার বিবেচনায় প্রতিটি শূন্য পদের বিপরীতে ৩৫৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। লালবাগ থানার ইডেন মহিলা কলেজ কেন্দ্রে এমসিকিউ পরীক্ষা চলার সময়ে একজন পরীক্ষার্থীর প্রবেশপত্রের পেছনে লেখা উত্তর দেখে তাঁর উত্তরপত্র পূরণ করছিল। পরীক্ষার হলে দায়িত্বরত শিক্ষিকা পরীক্ষার্থীর কাছে থাকা দুটি প্রবেশপত্র যাচাইকালে দেখেন যে, প্রবেশপত্রের পেছনে নিয়োগ পরীক্ষায় আসা প্রশ্নের উত্তর হুবহু ছোট ছোট আকারে লেখা। প্রাথমিকভাবে কর্তৃপক্ষ বুঝতে পারেন যে প্রশ্ন ফাঁস হয়েছে।
সোমা বলেন, তেজগাঁও বিভাগের তেজগাঁও জোনাল টিম পরীক্ষার্থীকে গ্রেপ্তার করে। পরীক্ষা কেন্দ্রের কর্তৃপক্ষ এবং পুলিশের উপস্থিতিতে পরীক্ষার্থীকে জিজ্ঞাসাবাদে তিনি তাঁর নাম মো. সুমন জমাদ্দার (৩১) বলেন। পরীক্ষার্থীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, পূর্বে থেকে ঠিক করে রাখা একটি মোবাইল নম্বর থেকে পরীক্ষা শুরুর ৪২ মিনিট পূর্বে তাঁর Whatsapp-এ প্রশ্নের উত্তর আসে।
গ্রেপ্তার পরীক্ষার্থী জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে সোমা আরও জানান, পাঁচ থেকে ছয়জনের একটি চক্র এই প্রশ্নফাঁস, উত্তর তৈরি ও পাঠানোর কাজে জড়িত। পরীক্ষার্থীর কাছ থেকে দুটি প্রবেশপত্র, একটি উত্তরপত্র, একটি প্রশ্নপত্র (ক-সেট) এবং পরীক্ষার্থীর ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করে ডিবি পুলিশ। গ্রেপ্তারকৃত পরীক্ষার্থী প্রশ্নপত্র ফাঁস চক্রের সক্রিয় সদস্য। এই চক্রের সঙ্গে জড়িত আসামিরা তাদের অন্য সহযোগীদের সহায়তায় উক্ত নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস করে অসংখ্য পরীক্ষার্থীর কাছে পাঠিয়েছেন।
সোমা জানান, গ্রেপ্তার পরীক্ষার্থীর দেওয়া তথ্যের ভিত্তিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের শিক্ষা কর্মকর্তা (মাধ্যমিক-১) হিসেবে কর্মরত আসামি চন্দ্র শেখর হালদার মিলটনকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই পরীক্ষার প্রশ্নের উত্তর গ্রেপ্তার হওয়া আসামি সাইফুল ইসলামের কাছে পাঠায় মর্মে মৌখিকভাবে জানা গেছে।
এ ছাড়া প্রাথমিক তদন্তে গ্রেপ্তারকৃত আসামি মো. আহসানুল হাদি, উচ্চমান সহকারী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং অপর গ্রেপ্তারকৃত আসামি মো. নওশাদুল ইসলাম, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর দ্বয়ের সম্পৃক্ততার তথ্য পাওয়া গিয়েছে। পলাতক আসামি মো. মকবুল হোসেন, ক্যাশিয়ার বদরুননেসা কলেজ এবং পলাতক আসামি আব্দুল খালেক, সরকারি তিতুমীর কলেজের বুক সেন্টারের কর্মকর্তাসহ বেশ কয়েকজনের নাম পাওয়া গেছে। তাঁদের গ্রেপ্তারে চেষ্টা চলমান রয়েছে বলে জানান এ কর্মকর্তা।
প্রায় ১৭০ বছর আগে বাংলাদেশে চায়ের চাষ শুরু হয়। পরে সময় যত পেরিয়েছে, চা-বাগানের সংখ্যা ও পরিধি বেড়েছে। কিন্তু বাগানের শ্রমিকদের জীবনমানের তেমন কোনো উন্নতি হয়নি। এখন বেকারত্বে জর্জরিত হয়ে আছে শ্রমিকদের পরিবারগুলো।
৩৩ মিনিট আগেশ্রমিকের হাতুড়ির আঘাতে ভাঙছে ইট, গড়ে উঠছে দালান, সেতু, রাস্তা। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে এই পরিশ্রমের কাজ করেও জোড়া লাগেনি তাঁদের ভাগ্য। এখান থেকে পাওয়া সামান্য আয়ে তাঁরা কোনোরকমে ধরে রেখেছেন সংসারের হাল।
১ ঘণ্টা আগেসড়কের গর্তে আটকে গেছে সিএনজিচালিত অটোরিকশা। পেছনে তৈরি হয়েছে যানজট। পেছন থেকে কেউ জোরে হর্ন দিচ্ছে, আবার কেউ করছে গালাগাল। শেষমেশ কয়েকজন মিলে ধাক্কা দিয়ে ওঠাতে হয়েছে রিকশাটিকে। গত রোববার সকালে এমনটাই দেখা যায় রাজধানীর কারওয়ান বাজার থেকে হাতিরঝিল যাওয়ার সড়কে। সড়কটি পান্থপথ-তেজগাঁও লিংক রোড নামেও...
৯ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে মাসব্যাপী শুরু হয়েছে কুটিরশিল্প মেলা। ১৮ এপ্রিল শুরু হওয়া এ মেলায় হস্ত ও কুটিরশিল্পের কোনো পণ্য নেই। রয়েছে দুটি মিষ্টির দোকান, কয়েকটি ফুচকার স্টল, ভূতের বাড়ি জাদু প্রদর্শনী, সার্কাস, নাগরদোলা, স্লিপার, ওয়াটার বোট, লটারির টিকিট বিক্রির ১০-১২টি কাউন্টার ও লটারির ড্র...
৯ ঘণ্টা আগে