Ajker Patrika

সাংবাদিকের ওপর হামলার অভিযোগে গ্রেপ্তার ২ 

নারায়ণগঞ্জ প্রতিনিধি
সাংবাদিকের ওপর হামলার অভিযোগে গ্রেপ্তার ২ 

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বাংলা টিভির প্রতিনিধি সোহেল কিরণের ওপর হামলার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ সোমবার সকালে নারায়ণগঞ্জের ফতুল্লার চাঁদমারি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, হামলাকারী আফজাল ও তার সহযোগী সাজু। আজ বিকেলে গণমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেন ডিবি পুলিশের পরিদর্শক নজরুল ইসলাম।

পুলিশ জানায়, রূপগঞ্জ থানায় মামলা দায়েরের পর থেকেই আসামিদের গ্রেপ্তার করার জন্য তৎপর ছিল আইনশৃঙ্খলা বাহিনী। আসামিরা আত্মগোপনে থাকায় তাদের খুঁজে পেতে সময় হয়। সোমবার সকালে গোপন তথ্যের ভিত্তিতে চাঁদমারী এলাকায় অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।

ডিবি পরিদর্শক নজরুল ইসলাম বলেন, আসামিদের বিকেলে সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। এই ঘটনার পেছনে আরও কেউ জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে।

এর আগে, গত ৩ এপ্রিল রাতে রূপগঞ্জ উপজেলার কাঞ্চন বাজারে সোহেলের ওপর হামলা চালায় আফজাল ও তার সহযোগীরা। গুরুতর অবস্থায় স্থানীয়রা সোহেলকে হাসপাতালে ভর্তি করে। ঘটনার পরদিন সোহেলের ছোট ভাই সাংবাদিক শাহেল মাহমুদ রূপগঞ্জ থানায় মামলা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

যুক্তরাষ্ট্র বাংলাদেশের সেনাবাহিনীকে আরেকটি প্রক্সি ওয়ারে জড়াতে চায়: ফরহাদ মজহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত