সাভার (ঢাকা) প্রতিনিধি
ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সড়ক বিভাজকের ওপর উঠে গেলে সেখান থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন তাঁরা। পরে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
আজ সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল হক। এর আগে রোববার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেটের সামনের ইউ-টার্নে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন টাঙ্গাইল জেলার নাগরপুর থানার পাইসানা গ্রামের শহীদুল শাহের ছেলে সৈয়দ এনামুল শাহ (৩৬)। তিনি আশুলিয়ার ডেন্ডাবর পল্লী বিদ্যুৎ এলাকায় পরিবারসহ ভাড়া থেকে ব্যবসা করতেন।
অপরজন হলেন আল মামুন (২৬)। তিনি বরিশাল জেলার হিজলা থানার নিজাম উদ্দিনের ছেলে। আশুলিয়ার জিরানী এলাকায় বসবাস করে একটি আসবাবপত্রের দোকানে চাকরি করতেন মামুন।
পুলিশ বলছে, নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডের ওপর মোটরসাইকেল উঠে পড়লে মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন তাঁরা। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসা শুরু করার আগেই মারা যান তাঁরা।
নিহত এনামুল শাহর ছোট ভাই এমদাদুল শাহ বলেন, ‘আমরা প্রাথমিকভাবে জেনেছি মোটরসাইকেল আইল্যান্ডের ওপর উঠে গেলে সেখানে দুর্ঘটনায় আমার ভাই মারা গিয়েছে। আমরা খবর পেয়ে থানায় যাই। টাঙ্গাইলেই আমাদের গ্রামের বাড়িতে আমার ভাইকে দাফনের ব্যবস্থা করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘পল্লী বিদ্যুৎ এলাকায় চাল, হলুদ, মরিচ গুঁড়া করার ব্যবসা করত আমার ভাই। সঙ্গে মামুন নামে একজন ছিল। উনি আমার ভাইয়ের বন্ধু।’
নিহত আল মামুনের মামা জহিরুল আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা পরে শুনেছি। রাতে আশুলিয়া পল্লী বিদ্যুৎ থেকে সাভারে যাওয়ার পথে মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে মামুন ও তাঁর বন্ধু এনামুল গুরুতর আহত হয়। পরে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে মামুনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আর এনামুলকে সেখানে থেকে পঙ্গু হাসপাতালে রেফার করেন। সেখানে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সকালে এনামুলও মারা যান। যেহেতু পরিবারের অভিযোগ নেই, তাই মামুনের মরদেহ নিয়ে এসেছি।’
এ বিষয়ে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেন, খবর পেয়ে নিহতদের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। জাহাঙ্গীরনগরের প্রান্তিক গেটের সামনের ইউ টার্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে মনে হচ্ছে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়েছিল।
ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সড়ক বিভাজকের ওপর উঠে গেলে সেখান থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন তাঁরা। পরে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
আজ সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল হক। এর আগে রোববার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেটের সামনের ইউ-টার্নে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন টাঙ্গাইল জেলার নাগরপুর থানার পাইসানা গ্রামের শহীদুল শাহের ছেলে সৈয়দ এনামুল শাহ (৩৬)। তিনি আশুলিয়ার ডেন্ডাবর পল্লী বিদ্যুৎ এলাকায় পরিবারসহ ভাড়া থেকে ব্যবসা করতেন।
অপরজন হলেন আল মামুন (২৬)। তিনি বরিশাল জেলার হিজলা থানার নিজাম উদ্দিনের ছেলে। আশুলিয়ার জিরানী এলাকায় বসবাস করে একটি আসবাবপত্রের দোকানে চাকরি করতেন মামুন।
পুলিশ বলছে, নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডের ওপর মোটরসাইকেল উঠে পড়লে মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন তাঁরা। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসা শুরু করার আগেই মারা যান তাঁরা।
নিহত এনামুল শাহর ছোট ভাই এমদাদুল শাহ বলেন, ‘আমরা প্রাথমিকভাবে জেনেছি মোটরসাইকেল আইল্যান্ডের ওপর উঠে গেলে সেখানে দুর্ঘটনায় আমার ভাই মারা গিয়েছে। আমরা খবর পেয়ে থানায় যাই। টাঙ্গাইলেই আমাদের গ্রামের বাড়িতে আমার ভাইকে দাফনের ব্যবস্থা করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘পল্লী বিদ্যুৎ এলাকায় চাল, হলুদ, মরিচ গুঁড়া করার ব্যবসা করত আমার ভাই। সঙ্গে মামুন নামে একজন ছিল। উনি আমার ভাইয়ের বন্ধু।’
নিহত আল মামুনের মামা জহিরুল আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা পরে শুনেছি। রাতে আশুলিয়া পল্লী বিদ্যুৎ থেকে সাভারে যাওয়ার পথে মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে মামুন ও তাঁর বন্ধু এনামুল গুরুতর আহত হয়। পরে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে মামুনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আর এনামুলকে সেখানে থেকে পঙ্গু হাসপাতালে রেফার করেন। সেখানে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সকালে এনামুলও মারা যান। যেহেতু পরিবারের অভিযোগ নেই, তাই মামুনের মরদেহ নিয়ে এসেছি।’
এ বিষয়ে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেন, খবর পেয়ে নিহতদের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। জাহাঙ্গীরনগরের প্রান্তিক গেটের সামনের ইউ টার্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে মনে হচ্ছে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়েছিল।
খাগড়াছড়িতে মৃত নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে খাগড়াছড়ি পৌরসভার ব্রিজসংলগ্ন ময়লা-আবর্জনার জায়গায় মৃতদেহটি পাওয়া যায়। খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা এ তথ্য নিশ্চিত করেন।
১ মিনিট আগেচট্টগ্রামে গ্রেপ্তার কনস্টেবল অমি দাশের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার (১৯ আগস্ট) চট্টগ্রাম ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন মাহমুদের আদালত এই আদেশ দেন। এর আগে পুলিশ অমি দাশের সাত দিনের রিমান্ড আবেদন করেছিল। আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট রিয়াদ
২৪ মিনিট আগেচিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, কারাগারে অসুস্থ হয়ে পড়লে কারারক্ষীরা কিরণ পরিতোষ চন্দ্রকে হাসপাতালে নিয়ে আসেন। এরপর চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
১ ঘণ্টা আগেনাটোরের বাগাতিপাড়া উপজেলার লোকমানপুর রেলস্টেশন সংলগ্ন এলাকায় রেললাইন ভেঙে গেছে। এ কারণে দুর্ঘটনা এড়াতে ওই অংশে পাটের বস্তা গুঁজে সীমিত গতিতে ট্রেন চলাচল করছে।
২ ঘণ্টা আগে