ঢাবি প্রতিনিধি
প্রায় দুই মাস পর জামিনে কারামুক্ত হয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের সভাপতি মো. খোরশেদ আলম সোহেল। আজ শুক্রবার দুপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।
বিষয়টি খোরশেদ আলম সোহেল নিজেই আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
নির্বাচন বানচালের চেষ্টার অভিযোগে গত ২৭ ডিসেম্বর খোরশেদ আলম সোহেল এবং কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মেহেদি হাসান পলাশসহ ১১ জনকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরবর্তী সময়ে নাশকতার মামলা দিয়ে তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।
খোরশেদ আলম সোহেল আজকের পত্রিকাকে বলেন, ‘গণতান্ত্রিক আন্দোলন কখনো শেষ হয় না। ফ্যাসিবাদের পতন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত জেল-জুলুম, মামলা-হামলা, ভয়-ভীতি দিয়ে জাতীয়তাবাদী আদর্শকে দমানো যাবে না। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা এই ফ্যাসিবাদের পতন নিশ্চিত করব ইনশাআল্লাহ।’
নেতা-কর্মীরা ফুল দিয়ে বরণ করার বিষয়ে সোহেল বলেন, ‘নেতা-কর্মীরা আমাকে ফুল দিয়ে বরণ করতে চেয়েছে। তবে আমি ফুল নিই নাই। আমার বাকি সহযোদ্ধাদের ফুল দিয়ে আমি বরণ করার পর ফুল গ্রহণ করব।’
এ ছাড়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করা ও নাশকতার অভিযোগে বিভিন্ন সময় গ্রেপ্তার হন ঢাবি ছাত্রদলের আর ৭ নেতা। তাঁরাও বিভিন্ন সময়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বলে জানান শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম। আরিফুল বলেন, ‘আমাদের ৮ জন সহযোদ্ধা কারাগারে ছিলেন। তাঁরা এখন মুক্ত আছেন। সর্বশেষ সোহেল ভাই আজকে মুক্তি পেয়েছেন।’
কারাগার থেকে মুক্ত হওয়া বাকি নেতারা হলে—ঢাবি ছাত্রদলের যুগ্ম সাধারণ ফারহান মো. আরিফুর রহমান, গাজী মো. সাদ্দাম হোসেন, প্রচার সম্পাদক ইমাম আল নাসের মিশুক, আন্তর্জাতিক সম্পাদক জসিম খান, যুগ্ম-সম্পাদক তানভীর হাসান, হাজী মোহাম্মদ মুহসীন হলের সভাপতি মো. ওমর ফারুক মামুন ও সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রদল যুগ্ম সম্পাদক মেহেদী হাসান।
প্রায় দুই মাস পর জামিনে কারামুক্ত হয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের সভাপতি মো. খোরশেদ আলম সোহেল। আজ শুক্রবার দুপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।
বিষয়টি খোরশেদ আলম সোহেল নিজেই আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
নির্বাচন বানচালের চেষ্টার অভিযোগে গত ২৭ ডিসেম্বর খোরশেদ আলম সোহেল এবং কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মেহেদি হাসান পলাশসহ ১১ জনকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরবর্তী সময়ে নাশকতার মামলা দিয়ে তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।
খোরশেদ আলম সোহেল আজকের পত্রিকাকে বলেন, ‘গণতান্ত্রিক আন্দোলন কখনো শেষ হয় না। ফ্যাসিবাদের পতন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত জেল-জুলুম, মামলা-হামলা, ভয়-ভীতি দিয়ে জাতীয়তাবাদী আদর্শকে দমানো যাবে না। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা এই ফ্যাসিবাদের পতন নিশ্চিত করব ইনশাআল্লাহ।’
নেতা-কর্মীরা ফুল দিয়ে বরণ করার বিষয়ে সোহেল বলেন, ‘নেতা-কর্মীরা আমাকে ফুল দিয়ে বরণ করতে চেয়েছে। তবে আমি ফুল নিই নাই। আমার বাকি সহযোদ্ধাদের ফুল দিয়ে আমি বরণ করার পর ফুল গ্রহণ করব।’
এ ছাড়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করা ও নাশকতার অভিযোগে বিভিন্ন সময় গ্রেপ্তার হন ঢাবি ছাত্রদলের আর ৭ নেতা। তাঁরাও বিভিন্ন সময়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বলে জানান শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম। আরিফুল বলেন, ‘আমাদের ৮ জন সহযোদ্ধা কারাগারে ছিলেন। তাঁরা এখন মুক্ত আছেন। সর্বশেষ সোহেল ভাই আজকে মুক্তি পেয়েছেন।’
কারাগার থেকে মুক্ত হওয়া বাকি নেতারা হলে—ঢাবি ছাত্রদলের যুগ্ম সাধারণ ফারহান মো. আরিফুর রহমান, গাজী মো. সাদ্দাম হোসেন, প্রচার সম্পাদক ইমাম আল নাসের মিশুক, আন্তর্জাতিক সম্পাদক জসিম খান, যুগ্ম-সম্পাদক তানভীর হাসান, হাজী মোহাম্মদ মুহসীন হলের সভাপতি মো. ওমর ফারুক মামুন ও সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রদল যুগ্ম সম্পাদক মেহেদী হাসান।
শেখ মুজিবুর রহমানকে হত্যার ৫০তম বার্ষিকী উপলক্ষে নরসিংদীর রায়পুরায় শোকসভা করার অভিযোগে আওয়ামী লীগের এক নেতাকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার উপজেলার পলাশতলী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
২১ মিনিট আগেদগ্ধ ব্যক্তিরা হলেন ওই ভবনের বাসাভাড়া নিয়ে থাকা গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলার বান্ধাবাড়ী গ্রামের সবুজ শেখ (৪২), দুই ছেলে রবিউল শেখ (১৯), রমজান শেখ (১৩), দুই মেয়ে তাসনিয়া (৬) তাসফিয়া (২) ও বোন ঝুমুর বেগম (৩৮) এবং ভোলা জেলার চরফ্যাশন উপজেলার চরনাজিমউদ্দিন গ্রামের আব্বাস উদ্দীন (৩৯)।
৩০ মিনিট আগেভোলাগঞ্জের পর জাফলংয়েও লুট হওয়া পাথর উদ্ধারে কঠোর পদক্ষেপ নিয়েছে উপজেলা প্রশাসন। গত দুই দিন উপজেলা প্রশাসনের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স অভিযান চালিয়ে সাড়ে ৮ হাজার ঘনফুট পাথর উদ্ধার করেছে। পরে সেগুলো জাফলং জিরো পয়েন্টে প্রতিস্থাপন করা হয়।
৩৫ মিনিট আগেসিলেটের ভোলাগঞ্জের সাদাপাথর লুটপাটের পর সেগুলো ভোলাগঞ্জ ও ধোপাগুল এলাকায় ক্রাশার মেশিনে ভাঙার জন্য স্তূপ করে রাখা হয়। পরে যখন অভিযান শুরু হয়, তখন সেগুলো ওই ব্যবসায়ীরা বালু ও মাটি দিয়ে ঢেকে ফেলেন। আজ শুক্রবার সেখানে অভিযান চালিয়ে পথরগুলো উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে