ঢাবি প্রতিনিধি
প্রায় দুই মাস পর জামিনে কারামুক্ত হয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের সভাপতি মো. খোরশেদ আলম সোহেল। আজ শুক্রবার দুপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।
বিষয়টি খোরশেদ আলম সোহেল নিজেই আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
নির্বাচন বানচালের চেষ্টার অভিযোগে গত ২৭ ডিসেম্বর খোরশেদ আলম সোহেল এবং কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মেহেদি হাসান পলাশসহ ১১ জনকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরবর্তী সময়ে নাশকতার মামলা দিয়ে তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।
খোরশেদ আলম সোহেল আজকের পত্রিকাকে বলেন, ‘গণতান্ত্রিক আন্দোলন কখনো শেষ হয় না। ফ্যাসিবাদের পতন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত জেল-জুলুম, মামলা-হামলা, ভয়-ভীতি দিয়ে জাতীয়তাবাদী আদর্শকে দমানো যাবে না। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা এই ফ্যাসিবাদের পতন নিশ্চিত করব ইনশাআল্লাহ।’
নেতা-কর্মীরা ফুল দিয়ে বরণ করার বিষয়ে সোহেল বলেন, ‘নেতা-কর্মীরা আমাকে ফুল দিয়ে বরণ করতে চেয়েছে। তবে আমি ফুল নিই নাই। আমার বাকি সহযোদ্ধাদের ফুল দিয়ে আমি বরণ করার পর ফুল গ্রহণ করব।’
এ ছাড়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করা ও নাশকতার অভিযোগে বিভিন্ন সময় গ্রেপ্তার হন ঢাবি ছাত্রদলের আর ৭ নেতা। তাঁরাও বিভিন্ন সময়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বলে জানান শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম। আরিফুল বলেন, ‘আমাদের ৮ জন সহযোদ্ধা কারাগারে ছিলেন। তাঁরা এখন মুক্ত আছেন। সর্বশেষ সোহেল ভাই আজকে মুক্তি পেয়েছেন।’
কারাগার থেকে মুক্ত হওয়া বাকি নেতারা হলে—ঢাবি ছাত্রদলের যুগ্ম সাধারণ ফারহান মো. আরিফুর রহমান, গাজী মো. সাদ্দাম হোসেন, প্রচার সম্পাদক ইমাম আল নাসের মিশুক, আন্তর্জাতিক সম্পাদক জসিম খান, যুগ্ম-সম্পাদক তানভীর হাসান, হাজী মোহাম্মদ মুহসীন হলের সভাপতি মো. ওমর ফারুক মামুন ও সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রদল যুগ্ম সম্পাদক মেহেদী হাসান।
প্রায় দুই মাস পর জামিনে কারামুক্ত হয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের সভাপতি মো. খোরশেদ আলম সোহেল। আজ শুক্রবার দুপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।
বিষয়টি খোরশেদ আলম সোহেল নিজেই আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
নির্বাচন বানচালের চেষ্টার অভিযোগে গত ২৭ ডিসেম্বর খোরশেদ আলম সোহেল এবং কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মেহেদি হাসান পলাশসহ ১১ জনকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরবর্তী সময়ে নাশকতার মামলা দিয়ে তাঁদের গ্রেপ্তার দেখানো হয়।
খোরশেদ আলম সোহেল আজকের পত্রিকাকে বলেন, ‘গণতান্ত্রিক আন্দোলন কখনো শেষ হয় না। ফ্যাসিবাদের পতন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত জেল-জুলুম, মামলা-হামলা, ভয়-ভীতি দিয়ে জাতীয়তাবাদী আদর্শকে দমানো যাবে না। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা এই ফ্যাসিবাদের পতন নিশ্চিত করব ইনশাআল্লাহ।’
নেতা-কর্মীরা ফুল দিয়ে বরণ করার বিষয়ে সোহেল বলেন, ‘নেতা-কর্মীরা আমাকে ফুল দিয়ে বরণ করতে চেয়েছে। তবে আমি ফুল নিই নাই। আমার বাকি সহযোদ্ধাদের ফুল দিয়ে আমি বরণ করার পর ফুল গ্রহণ করব।’
এ ছাড়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করা ও নাশকতার অভিযোগে বিভিন্ন সময় গ্রেপ্তার হন ঢাবি ছাত্রদলের আর ৭ নেতা। তাঁরাও বিভিন্ন সময়ে কারাগার থেকে মুক্তি পেয়েছেন বলে জানান শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম। আরিফুল বলেন, ‘আমাদের ৮ জন সহযোদ্ধা কারাগারে ছিলেন। তাঁরা এখন মুক্ত আছেন। সর্বশেষ সোহেল ভাই আজকে মুক্তি পেয়েছেন।’
কারাগার থেকে মুক্ত হওয়া বাকি নেতারা হলে—ঢাবি ছাত্রদলের যুগ্ম সাধারণ ফারহান মো. আরিফুর রহমান, গাজী মো. সাদ্দাম হোসেন, প্রচার সম্পাদক ইমাম আল নাসের মিশুক, আন্তর্জাতিক সম্পাদক জসিম খান, যুগ্ম-সম্পাদক তানভীর হাসান, হাজী মোহাম্মদ মুহসীন হলের সভাপতি মো. ওমর ফারুক মামুন ও সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রদল যুগ্ম সম্পাদক মেহেদী হাসান।
রাজশাহী নগরীর শ্রীরামপুর এলাকায় পদ্মা নদীর একটি বাঁধ সংস্কারের উদ্যোগ নিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। ১১০ মিটার দৈর্ঘ্যের ওই বাঁধ সংস্কারে বরাদ্দ দেওয়া হয়েছে ১ কোটি ৬২ লাখ টাকা। সে হিসাবে প্রতি মিটারে খরচ ১ লাখ ৪৭ হাজার ২৭৩ টাকা। আর প্রতি ফুটে খরচ পড়ছে ৪৪ হাজার ৪৮১ টাকা। অভিযোগ উঠেছে...
২ মিনিট আগেচট্টগ্রামের প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে জীববৈচিত্র্য রক্ষায় মৎস্য বিভাগের নেওয়া ৪৬ কোটি টাকার একটি প্রকল্প চলছে। এরপরও মৎস্য বিভাগের ছয়টি হ্যাচারির মধ্যে মাত্র দুটি সচল। বাকিগুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। সেগুলোয় ডিম ফোটানোর সাকুলার ও সিস্টেন ট্রাংকের অবস্থা করুণ।
১৮ মিনিট আগেকক্সবাজারে সমন্বিত মানবিক সহায়তা জোরদার করার লক্ষ্যে ব্র্যাক ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সোমবার (৫ মে) রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টারে ‘হিউম্যানিটারিয়ান-ডেভেলপমেন্ট কোএক্সিসটেন্স নেক্সাস টু অ্যাড্রেস রোহিঙ্গা ক্রাইসিস ইন কক্সবাজার’ শীর্ষক একটি প্রকল্পের যাত্রা...
৩ ঘণ্টা আগেঢাকা উত্তর সিটি করপোরেশনের বাড্ডা ইস্টার্ন হাউজিংয়ের আফতাবনগরের দুটি ব্লক এবং স্যানভ্যালির আংশিক জায়গায় অস্থায়ী পশুর হাট বসানোর ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট।
৩ ঘণ্টা আগে