Ajker Patrika

নারীবিদ্বেষী বক্তব্যের অভিযোগ: ফখরুলের কুশপুত্তলিকা পোড়ালেন ছাত্রলীগের নারীনেত্রীরা 

ঢাবি প্রতিনিধি
আপডেট : ১১ জুলাই ২০২৩, ১৮: ০৩
নারীবিদ্বেষী বক্তব্যের অভিযোগ: ফখরুলের কুশপুত্তলিকা পোড়ালেন ছাত্রলীগের নারীনেত্রীরা 

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে ঢাকা উত্তর সিটি করপোরেশনের চিফ হিট অফিসার বুশরা আফরিনকে নিয়ে নারীবিদ্বেষী, শালীনতাবহির্ভূত, অসভ্য ও অশ্লীল মন্তব্যের অভিযোগ তুলেছে ছাত্রলীগ। ফখরুলের মন্তব্যের প্রতিবাদে তাঁর কুশপুত্তলিকা পুড়িয়েছেন ছাত্রলীগের নারীনেত্রীরা।

আজ মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতির কাছে নিঃশর্ত ক্ষমাপ্রার্থনার দাবিতে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে ছাত্রলীগ। এ সময় তাঁরা ফখরুলের কুশপুত্তলিকা পোড়ান। আজ এই কর্মসূচিতে ঢাবি, ইডেন কলেজ, বদরুন্নেসা কলেজ, হোম ইকোনমিকস কলেজসহ শাখা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নারীনেত্রী ও কর্মীরা ‘বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নারী শিক্ষার্থীবৃন্দ’র ব্যানারে এই আয়োজন করে।

সমাবেশে ঢাবির কুয়েত-মৈত্রী হল ছাত্রলীগের সভাপতি রাজিয়া সুলতানা বলেন, ‘আপনি (ফখরুল) বয়স্ক মানুষ, আপনার মেয়ের বয়সী একজন নারীকে নিয়ে এমন কথা গুরুত্বপূর্ণ পদে থেকে বলাটা বেমানান। আপনি জাতির কাছে ক্ষমা প্রার্থনা করুন। অন্যথায় আপনাকে সারা দেশের ছাত্রসমাজ আন্দোলনের মাধ্যমে ক্ষমা প্রার্থনা করতে বাধ্য করবে।’

ঢাবির বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব হল ছাত্রলীগের সভাপতি কোহিনূর আক্তার রাখী বলেন, ‘মির্জা ফখরুল যে বক্তব্য দিয়েছেন, তাতে বোঝা যায়, তাঁর দল নারীকে কত ছোট করে দেখে। আমাদের দাবি, তিনি (ফখরুল) নিজের দায় স্বীকার করে যেন জাতির কাছে ক্ষমা চান। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, নারীরা ফুটবলে সাফ চ্যাম্পিয়ন হচ্ছে, সে জায়গায় মির্জা ফখরুল নারীদের নিয়ে এমন কথা বলছেন, যা আমাদের চিন্তাভাবনায় আসে না। তাঁকে বলতে চাই, তিনি যেন আরও সাবধান হয়ে কথা বলেন।’

প্রতিবাদ সমাবেশ ছাত্রলীগের নারীনেত্রী ও কর্মীরা ‘বিএনপি বয়কট, বয়কট বয়কট’, ‘মির্জা ফখরুলের দুই গালে, জুতা মারো তালে তালে’, ‘সন্ত্রাসীদের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’  ইত্যাদি স্লোগান দেন।

প্রতিবাদ সমাবেশে ইডেন কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা, বদরুন্নেসা কলেজের সাধারণ সম্পাদক হাবিবা আক্তার সাইমন, গভর্নমেন্ট অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স কলেজের (হোম ইকোনমিকস) সাধারণ সম্পাদক আকলিমা আক্তার প্রভাতী, ঢাবির বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব হলের শীর্ষ পদপ্রত্যাশী তানিয়া আক্তার তাপসী, রোকেয়া হলের শীর্ষ পদপ্রত্যাশী সাজিয়া রহমান সিলভীসহ ঢাবির বিভিন্ন হল, ইডেন কলেজ, বদরুন্নেসা কলেজ ও হোম ইকোনমিকস কলেজ শাখা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। 

৮ জুলাই ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রতিষ্ঠাবার্ষিকীর এক আলোচনা সভায় মির্জা ফখরুল বলেছিলেন, ‘শুনলাম, বিদেশ থেকে ছেলে-মেয়েদেরকে নিয়ে এসে সিটি করপোরেশনে চাকরি দেয়। কী একটা পদের নাম জানি হিট অফিসার। এখন আমরা যে হিটেড হয়ে গেলাম, আমরা এখন এই ডেঙ্গু-চিকুনগুনিয়া-করোনাভাইরাস—এসবে আক্রান্ত হয়ে আমরা কোনো স্বাস্থ্যসেবা না পেয়ে পেয়ে আমরা সব ‘হিটেড-বুটেড’ হয়ে যাচ্ছি। এখান থেকে আমাদের বেরোতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত