Ajker Patrika

ফরিদপুরে করোনায় আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২২, ১৩: ৪১
ফরিদপুরে করোনায় আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় ফরিদপুরে করোনায় আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে এ পর্যন্ত জেলায় করোনা মহামারিতে মোট মারা গেছেন ৫৪৩ জন। এ ছাড়া নতুন করে শনাক্ত হয়েছেন ১১৯ জন। ফরিদপুর জেলা সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। 

সিভিল সার্জন বলেন, গত ২৪ ঘণ্টায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনজন মারা গেছেন। জেলায় পিসিআর ল্যাবে এবং উপজেলা পর্যায়ের র‍্যাপিড অ্যান্টিজেন টেস্টে করানো শনাক্ত হয়েছে ২৮৯ জনের। এর মধ্যে করোনা রোগী নতুন করে শনাক্ত হয়েছেন আরও ১১৯ জন। পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৪১ দশমিক ১৭। এ নিয়ে জেলায় এ পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ২৩ হাজার ৮৯৭। এর মধ্যে সুস্থ হয়েছেন ২২ হাজার ৫১৩ জন। আর মারা গেছেন ৫৪৩ জন। 

ফরিদপুরের জেলা সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান জানিয়েছেন, গত কয়েক দিন ধরে প্রতিদিনই বাড়ছে করোনা রোগী শনাক্তের হার। আজ বুধবার পর্যন্ত হোম আইসোলেশনে রয়েছেন ৪৬২ জন রোগী এবং হাসপাতালে ভর্তি রয়েছেন আরও ২৮ জন। 

ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার জানিয়েছেন, ‘সরকারি নির্দেশনা অনুযায়ী জেলা শহর ও উপজেলা পর্যায়ে করোনা প্রতিরোধ বিষয়ে মাইকিং করা হচ্ছে। জনসাধারণকে আমরা স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানিয়েছি। এ ছাড়া ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে পূর্বের ন্যায় মাস্ক ব্যবহার ও নিরাপদ দূরত্বে থেকে প্রার্থনা করার জন্য বলা হয়েছে। এ ছাড়া হোটেলগুলোতে অধিকসংখ্যক জনসমাগমের বিষয়ে নিরুৎসাহী করা হচ্ছে।’ 

তিনি বলেন, এই নির্দেশনা মানা না হলে প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত