প্রতিনিধি, উত্তরা (ঢাকা)
রাজধানীর উত্তরার শিন-শিন জাপান হাসপাতালের নার্সসহ তিনজনকে ছুরিকাঘাত করা সবুজ পিরিজ (৩৫) মারা গেছেন। গতকাল সোমবার রাত ১১টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তাঁর মৃত্যু হয়। সবুজ পিরিজ মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার গুলপুর গ্রামের মৃত সেন্টি পিরিজের ছেলে।
এর আগে গত ১৭ জুলাই রাতে সবুজ পিরিজ শিন-শিন জাপান হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ভর্তি হন। পরে হাসপাতালের চিকিৎসকেরা তাঁকে আইসিইউতে রেখে চিকিৎসা দিলে তিনি মোটামুটি সুস্থ হন। এ কারণে সবুজ পিরিজ আইসিইউতে থাকতে অসম্মতি জানান। এরপর গত বৃহস্পতিবার (২২ জুলাই) রাতে তিনি আইসিইউতে থাকতে না চাওয়ার কারণে হাসপাতালের কর্তব্যরত নার্স ও ওয়ার্ডবয়দের সঙ্গে তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে ওই দিন দিবাগত রাত দেড়টার দিকে হাসপাতালের স্টাফরা তাঁকে জোরপূর্বক আইসিইউতে রাখার চেষ্টা করলে নার্সসহ তিনজনকে ছুরিকাঘাত করেন তিনি।
এদিকে হাসপাতালের স্টাফদের মারধরে সবুজের অবস্থাও আশঙ্কাজনক হয়। পরবর্তীতে গত শুক্রবার (২৩ জুলাই) দুপুরে গুরুতর আহত অবস্থায় উত্তরা পশ্চিম থানা-পুলিশ সবুজকে উদ্ধার করে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করেন। সেখানেই তাঁকে লাইফ সাপোর্টে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল।
এ ঘটনায় আহত তিনজনের চিকিৎসার জন্য সবুজের শ্বশুর জ্যোতি কস্তা হাসপাতাল কর্তৃপক্ষকে ৬১ হাজার ৭০০ টাকা জরিমানাও দিয়েছিলেন। তারপর চিকিৎসা বাবদ যা খরচ হয়, তাও দেবেন বলে আশ্বাস দেন তিনি।
এদিকে হাসপাতালের স্টাফদের মারধরে সবুজের অবস্থাও আশঙ্কাজনক হয়। পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় উত্তরা পশ্চিম থানা–পুলিশ সবুজকে উদ্ধার করে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করেন। সেখানেই তাঁকে লাইফ সাপোর্টে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল।
অন্যদিকে এ ঘটনায় শিন-শিন জাপান হাসপাতালের ম্যানেজার শরীফুল ইসলাম বাদী হয়ে শুক্রবার (২৩ জুলাই) উত্তরা পশ্চিম থানায় একটি মামলা করেন।
এ বিষয়ে নিহত সবুজের শ্বশুর জ্যোতি কস্তা আজকের পত্রিকাকে বলেন, 'শিন-শিন জাপান হাসপাতালের লোকজন আমার সুস্থ জামাইকে মারধর করে লাইফ সাপোর্টে পাঠিয়েছে। ইউনাইটেড হাসপাতালে আজ তিনি মারা গেছেন। আমি এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই। আমি এ ঘটনায় বুধবার সকালে মামলা করব।'
নিহত সবুজের স্ত্রী লাবনী পিডি বলেন, 'আমার স্বামীকে শিন-শিন জাপান হাসপাতাল করোনা চিকিৎসার জন্য নিয়ে গিয়েছিলাম। সেখানে তিনি সুস্থ হয়ে গিয়েছিলেন। কিন্তু আমার স্বামীকে হাসপাতালে লোকজন পিটিয়ে মেরে ফেলেছে। তারা আমার দুই অবুঝ শিশু সন্তানকে পিতৃহারা করেছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।'
করোনা রোগীকে মারধর করে নিহতের ঘটনায় উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আক্তারুজ্জামান ইলিয়াস আজকের পত্রিকাকে বলেন, নিহতের স্বজনরা এখনো পর্যন্ত থানায় কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।'
রাজধানীর উত্তরার শিন-শিন জাপান হাসপাতালের নার্সসহ তিনজনকে ছুরিকাঘাত করা সবুজ পিরিজ (৩৫) মারা গেছেন। গতকাল সোমবার রাত ১১টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তাঁর মৃত্যু হয়। সবুজ পিরিজ মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার গুলপুর গ্রামের মৃত সেন্টি পিরিজের ছেলে।
এর আগে গত ১৭ জুলাই রাতে সবুজ পিরিজ শিন-শিন জাপান হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ভর্তি হন। পরে হাসপাতালের চিকিৎসকেরা তাঁকে আইসিইউতে রেখে চিকিৎসা দিলে তিনি মোটামুটি সুস্থ হন। এ কারণে সবুজ পিরিজ আইসিইউতে থাকতে অসম্মতি জানান। এরপর গত বৃহস্পতিবার (২২ জুলাই) রাতে তিনি আইসিইউতে থাকতে না চাওয়ার কারণে হাসপাতালের কর্তব্যরত নার্স ও ওয়ার্ডবয়দের সঙ্গে তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে ওই দিন দিবাগত রাত দেড়টার দিকে হাসপাতালের স্টাফরা তাঁকে জোরপূর্বক আইসিইউতে রাখার চেষ্টা করলে নার্সসহ তিনজনকে ছুরিকাঘাত করেন তিনি।
এদিকে হাসপাতালের স্টাফদের মারধরে সবুজের অবস্থাও আশঙ্কাজনক হয়। পরবর্তীতে গত শুক্রবার (২৩ জুলাই) দুপুরে গুরুতর আহত অবস্থায় উত্তরা পশ্চিম থানা-পুলিশ সবুজকে উদ্ধার করে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করেন। সেখানেই তাঁকে লাইফ সাপোর্টে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল।
এ ঘটনায় আহত তিনজনের চিকিৎসার জন্য সবুজের শ্বশুর জ্যোতি কস্তা হাসপাতাল কর্তৃপক্ষকে ৬১ হাজার ৭০০ টাকা জরিমানাও দিয়েছিলেন। তারপর চিকিৎসা বাবদ যা খরচ হয়, তাও দেবেন বলে আশ্বাস দেন তিনি।
এদিকে হাসপাতালের স্টাফদের মারধরে সবুজের অবস্থাও আশঙ্কাজনক হয়। পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় উত্তরা পশ্চিম থানা–পুলিশ সবুজকে উদ্ধার করে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করেন। সেখানেই তাঁকে লাইফ সাপোর্টে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল।
অন্যদিকে এ ঘটনায় শিন-শিন জাপান হাসপাতালের ম্যানেজার শরীফুল ইসলাম বাদী হয়ে শুক্রবার (২৩ জুলাই) উত্তরা পশ্চিম থানায় একটি মামলা করেন।
এ বিষয়ে নিহত সবুজের শ্বশুর জ্যোতি কস্তা আজকের পত্রিকাকে বলেন, 'শিন-শিন জাপান হাসপাতালের লোকজন আমার সুস্থ জামাইকে মারধর করে লাইফ সাপোর্টে পাঠিয়েছে। ইউনাইটেড হাসপাতালে আজ তিনি মারা গেছেন। আমি এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই। আমি এ ঘটনায় বুধবার সকালে মামলা করব।'
নিহত সবুজের স্ত্রী লাবনী পিডি বলেন, 'আমার স্বামীকে শিন-শিন জাপান হাসপাতাল করোনা চিকিৎসার জন্য নিয়ে গিয়েছিলাম। সেখানে তিনি সুস্থ হয়ে গিয়েছিলেন। কিন্তু আমার স্বামীকে হাসপাতালে লোকজন পিটিয়ে মেরে ফেলেছে। তারা আমার দুই অবুঝ শিশু সন্তানকে পিতৃহারা করেছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।'
করোনা রোগীকে মারধর করে নিহতের ঘটনায় উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আক্তারুজ্জামান ইলিয়াস আজকের পত্রিকাকে বলেন, নিহতের স্বজনরা এখনো পর্যন্ত থানায় কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।'
রাজধানীর উত্তরায় ছাত্র সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে চক্রের হোতা ও তাঁর দুই সহযোগীকে আটক করেছে সেনাবাহিনী। দক্ষিণখানের আজমপুর রেলগেটসংলগ্ন এলাকার একটি বহুতল ভবন থেকে আজ শনিবার (৪ অক্টোবর) ভোরে তাঁদের আটক করেন সেনা কর্মকর্তারা।
৯ মিনিট আগেচট্টগ্রামের কর্ণফুলী টানেলের ভেতর দ্রুতগতিতে আসা একটি যাত্রীবাহী মিনিবাস উল্টে একই পরিবারের নারী-শিশুসহ ৬ জন আহত হয়েছেন। আজ শনিবার (৪ অক্টোবর) বেলা ২টার দিকে টানেলের পতেঙ্গা প্রান্ত থেকে আনোয়ারা আসার পথে এ দুর্ঘটনা ঘটে।
১৬ মিনিট আগেছাত্র-জনতার অভ্যুত্থানের পর আন্তরিকতার অভাবে থানাগুলোতে পুলিশি সেবা বন্ধ ছিল বলে মনে করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব নাসিমুল গনি। তিনি বলেছেন, ‘১৮৭৮ সালে থানা-পুলিশ প্রতিষ্ঠার পর ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়ও ২৪ ঘণ্টা থানাগুলো সার্ভিস দিয়ে গেছে। কিন্তু ’২৪-এর আন্দোলনের সময়...
১৯ মিনিট আগেরংপুর নগরীর বালাপাড়ায় শ্বশুরের যৌন নির্যাতনের পর গৃহবধূ মিতু আক্তারকে (১৯) হত্যার অভিযোগে তাঁর স্বামী সোহান ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পর থেকে পলাতক থাকা সোহানকে শুক্রবার দিবাগত রাতে পঞ্চগড় জেলার মিলগেট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্য ছড়িয়ে
৩৭ মিনিট আগে