কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরে কাপাসিয়ায় আসাদ উল্যা (৪০) নামের এক ব্যক্তিকে হত্যার মামলায় তাঁর স্ত্রীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে গ্রেপ্তারের পর আজ শনিবার দুপুরে আদালতে সোপর্দ করে তাঁদের রিমান্ড চাওয়া হয়। আসাদ উপজেলার দেওনা গ্রামের মৃত আহমদ আলী ভূঁইয়ার ছেলে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, আসাদের স্ত্রী মোছা. তানিয়া আক্তার (২৮), তানিয়ার ভাই মো. সাদ্দাম (৩০) ও তাঁদের বাবা মো. আবদুল বাতেন (৬০)। তাঁরা উপজেলার দরদরিয়া গ্রামের বাসিন্দা।
মামলার বাদী ও নিহতের ভাগনে অহিদুল ইসলাম শ্যামল বলেন, ‘আমার একমাত্র মামা আসাদ উল্যা সিঙ্গাপুরপ্রবাসী ছিলেন। তাঁর সঙ্গে নয় বছর আগে তানিয়া আক্তারের বিয়ে হয়। তাঁদের সাত ও চার বছরের দুই সন্তান রয়েছে। মামা বিদেশে থাকার সময় তাঁর স্ত্রী পরকীয়ায় জড়িয়ে পড়েন। এ খবর মামা জানতে পারেন। এ নিয়ে তাঁদের মধ্যে ফোনে ঝগড়া হয়। পরে দুই সন্তানসহ ঘরে থাকা জিনিসপত্র, নগদ টাকা ও দুই ভরি স্বর্ণালংকার নিয়ে মামার বাড়ি থেকে চলে যান।’
অহিদুল ইসলাম আরও বলেন, ‘এই খবর পেয়ে গত ১৮ এপ্রিল দুই মাসের ছুটি নিয়ে দেশে আসেন মামা। বিষয়টি নিষ্পত্তির জন্য মামির বাড়িতে সালিস হয়। কিন্তু সালিসে কোনো সমাধান না হওয়ায় মামা বাড়ি চলে আসেন। কিছুদিন পর গত ৭ মে রাতে মামাকে ফোন করে মামি তাঁদের বাড়ি যেতে বলেন। বিষয়টি মেম্বার আবু সায়েমকে জানালে তিনি যেতে বলেন। পরে মামা তাঁর শ্বশুরবাড়ি যান। রাত সাড়ে ১২টার দিকে মামি আমাকে ফোন করে বলেন যে, মামা গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। মামিকে বলি, মামাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যেতে। সেখানে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মামাকে মৃত ঘোষণা করেন।’
এ বিষয়ে জানতে চাইলে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর মিয়া আজকের পত্রিকাকে বলেন, আসাদের লাশের ময়নাতদন্ত প্রতিবেদনে হত্যার আলামত পাওয়া গেছে। তাই অপমৃত্যু মামলাটি হত্যা মামলা হয়েছে। নিহতের ভাগনে ছয়জনের নাম উল্লেখসহ মামলাটি করেছেন। ইতিমধ্যে তিনজনকে গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করে রিমান্ড চাওয়া হয়েছে। বাকি আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
গাজীপুরে কাপাসিয়ায় আসাদ উল্যা (৪০) নামের এক ব্যক্তিকে হত্যার মামলায় তাঁর স্ত্রীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে গ্রেপ্তারের পর আজ শনিবার দুপুরে আদালতে সোপর্দ করে তাঁদের রিমান্ড চাওয়া হয়। আসাদ উপজেলার দেওনা গ্রামের মৃত আহমদ আলী ভূঁইয়ার ছেলে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, আসাদের স্ত্রী মোছা. তানিয়া আক্তার (২৮), তানিয়ার ভাই মো. সাদ্দাম (৩০) ও তাঁদের বাবা মো. আবদুল বাতেন (৬০)। তাঁরা উপজেলার দরদরিয়া গ্রামের বাসিন্দা।
মামলার বাদী ও নিহতের ভাগনে অহিদুল ইসলাম শ্যামল বলেন, ‘আমার একমাত্র মামা আসাদ উল্যা সিঙ্গাপুরপ্রবাসী ছিলেন। তাঁর সঙ্গে নয় বছর আগে তানিয়া আক্তারের বিয়ে হয়। তাঁদের সাত ও চার বছরের দুই সন্তান রয়েছে। মামা বিদেশে থাকার সময় তাঁর স্ত্রী পরকীয়ায় জড়িয়ে পড়েন। এ খবর মামা জানতে পারেন। এ নিয়ে তাঁদের মধ্যে ফোনে ঝগড়া হয়। পরে দুই সন্তানসহ ঘরে থাকা জিনিসপত্র, নগদ টাকা ও দুই ভরি স্বর্ণালংকার নিয়ে মামার বাড়ি থেকে চলে যান।’
অহিদুল ইসলাম আরও বলেন, ‘এই খবর পেয়ে গত ১৮ এপ্রিল দুই মাসের ছুটি নিয়ে দেশে আসেন মামা। বিষয়টি নিষ্পত্তির জন্য মামির বাড়িতে সালিস হয়। কিন্তু সালিসে কোনো সমাধান না হওয়ায় মামা বাড়ি চলে আসেন। কিছুদিন পর গত ৭ মে রাতে মামাকে ফোন করে মামি তাঁদের বাড়ি যেতে বলেন। বিষয়টি মেম্বার আবু সায়েমকে জানালে তিনি যেতে বলেন। পরে মামা তাঁর শ্বশুরবাড়ি যান। রাত সাড়ে ১২টার দিকে মামি আমাকে ফোন করে বলেন যে, মামা গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। মামিকে বলি, মামাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যেতে। সেখানে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মামাকে মৃত ঘোষণা করেন।’
এ বিষয়ে জানতে চাইলে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর মিয়া আজকের পত্রিকাকে বলেন, আসাদের লাশের ময়নাতদন্ত প্রতিবেদনে হত্যার আলামত পাওয়া গেছে। তাই অপমৃত্যু মামলাটি হত্যা মামলা হয়েছে। নিহতের ভাগনে ছয়জনের নাম উল্লেখসহ মামলাটি করেছেন। ইতিমধ্যে তিনজনকে গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করে রিমান্ড চাওয়া হয়েছে। বাকি আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আদালত পরিদর্শক বলেন, শাহজালাল তাঁর জবানবন্দিতে তুহিন হত্যাকাণ্ডে নিজে জড়িত ছিলেন এবং অন্য কে কে জড়িত, সেসব বিষয় উল্লেখ করে বক্তব্য দিয়েছেন। তবে অন্য আসামিরা স্বীকারোক্তি দিতে রাজি হননি। তা ছাড়া পুলিশও তাঁদের আর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করেনি। এ কারণে আদালত সব আসামিকে কারাগারে পাঠানোর...
৭ মিনিট আগেবরগুনার পাথরঘাটায় স্কুলে কোচিং শেষে নিজের ক্লাসে যায় ছাত্রীরা। এ সময় একজন পানির বোতল থেকে পানি পান করে। পানিতে দুর্গন্ধ পেয়ে সে বিষয়টি সহপাঠীদের জানায়। এরপর আরও চার ছাত্রী ওই পানি খেয়ে অসুস্থবোধ করতে থাকে।
৭ মিনিট আগেবান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারের তমব্রু রাইট ক্যাম্প এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘুমধুমের তমব্রু সীমান্তে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্ক পাহারায় রয়েছে।
১৩ মিনিট আগেরংপুরের বদরগঞ্জে স্কুলছাত্রীদের অশ্লীল ভিডিও দেখানোর অভিযোগ উঠেছে রবিউল ইসলাম নামের এক দপ্তরির বিরুদ্ধে। এ ঘটনায় অভিভাবকেরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। ওই দপ্তরির শাস্তি না হওয়া পর্যন্ত সন্তানদের স্কুলে পাঠাবেন না বলে অভিভাবকেরা হুমকি দিয়েছেন। এদিকে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে এক অভিভাবক গত বৃহস্পতিবার ইউএন
১৬ মিনিট আগে