Ajker Patrika

কার্জন হল থেকে সন্দেহভাজন দুজন আটক

ঢাবি প্রতিনিধি
আপডেট : ১০ জুন ২০২২, ১৩: ৪৯
কার্জন হল থেকে সন্দেহভাজন দুজন আটক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালে কার্জন হল থেকে দুজন সন্দেহভাজনকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। আজ শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে তাঁদের আটক করা হয়।

প্রাথমিক তথ্যে জানা যায়, আটককৃতরা ভর্তিচ্ছুদের সঙ্গে এসেছেন। তাঁদের একজনের নাম সিয়াম, বাড়ি কুষ্টিয়ায়। অপরজনের নাম মাশরাফি। তাঁর বাড়ি ফেনীতে।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড এ কে এম গোলাম রব্বানী বলেন, ‘ভর্তি পরীক্ষার নিরাপত্তা ও স্বচ্ছতার জন্য যা যা করা লাগে, সে বিষয়ে আমরা সর্বোচ্চ সচেষ্ট আছি। আমরা সবার সহযোগিতা চাই। আজকে ভর্তি পরীক্ষার সবচেয়ে বড় পরীক্ষাটি অনুষ্ঠিত হচ্ছে। এই পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করছে। আমাদের গত পরীক্ষাগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আমরা চাই বাকি পরীক্ষাগুলোও সুষ্ঠুভাবে সম্পন্ন হোক। আমরা জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন দুজনকে আটক করেছি। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানানো হবে।’ 

এ বিষয়ে প্রক্টরিয়াল বডির একাধিক সদস্য বলেন, ‘উপাচার্য স্যার কার্জন হল পরিদর্শনে এলে শিক্ষকদের সঙ্গে ভেতরে প্রবেশ করে মোবাইলে ছবি তুলছিলেন দুজন। যেহেতু পরীক্ষার সময় হলে প্রবেশ সম্পূর্ণ নিষেধ এবং এই পরীক্ষায় গণিতসহ নানা বিষয় আছে। তাই দায়িত্বপ্রাপ্ত অন্য শিক্ষকদের বিষয়টি নজরে এলে তাঁদের আটক করা হয়। রমনা জোনের এডিসিকে বিষয়টি জানানো হয়েছে। তিনি আসছেন। এসেই দ্রুত পদক্ষেপ নেবেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত