Ajker Patrika

পিএসসি সংস্কার ও ৪৪তম বিসিএসের ফলাফলের প্রতিবাদে শাহবাগ অবরোধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৪ জুলাই ২০২৫, ২০: ১৭
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আজ শুক্রবার পিএসসি সংস্কার আন্দোলনের ব্যানারে সমাবেশ হয়। ছবি: আজকের পত্রিকা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আজ শুক্রবার পিএসসি সংস্কার আন্দোলনের ব্যানারে সমাবেশ হয়। ছবি: আজকের পত্রিকা

সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সংস্কার দাবিতে ও ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফলের প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন চাকরিপ্রত্যাশী শিক্ষার্থীরা। তাঁরা বলেছেন, গত ৩০ জুন ৪৪তম বিসিএসের যে ফলাফল প্রকাশ করা হয়েছে, তা ‌‌‘প্রহসনমূলক’।

আজ শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে পিএসসি সংস্কার আন্দোলনের ব্যানারে সমাবেশ করেন চাকরিপ্রত্যাশীরা।

সমাবেশ শেষে সেখান থেকে তাঁরা মিছিল নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেন। এ সময় তাঁদের ‘পিএসসির কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘সংস্কার সংস্কার, পিএসসি সংস্কার’, ‘ইন্টেরিম না রাজপথ, রাজপথ রাজপথ’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

একপর্যায়ে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে দু’পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে।

পিএসসি সংস্কার দাবিতে ও ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফলের প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন চাকরিপ্রত্যাশী শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা
পিএসসি সংস্কার দাবিতে ও ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফলের প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন চাকরিপ্রত্যাশী শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

চাকরিপ্রত্যাশীদের অভিযোগ, ৪৪, ৪৫ ও ৪৬তম বিসিএসের প্রশ্নপত্র ফাঁসের খবর সংবাদমাধ্যমে এলেও সরকার এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।

এসব পরীক্ষার ফলাফলের সঙ্গে প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষার নম্বরসহ পূর্ণাঙ্গ ফল প্রকাশের দাবি জানান তাঁরা।

শাহবাগ অবরোধের একপর্যায়ে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাক্কাধাক্কি হয়। ছবি: আজকের পত্রিকা
শাহবাগ অবরোধের একপর্যায়ে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাক্কাধাক্কি হয়। ছবি: আজকের পত্রিকা

৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফলকে ‌‌‘প্রহসনমূলক’ উল্লেখ করে এর পরীক্ষার্থী রাশেদ রাজ বলেন, ‘গত ৩০ জুন গভীর রাতে যে ফলাফল প্রকাশ করা হয়, তা আমাদের সঙ্গে রাষ্ট্রীয় প্রতারণার শামিল। আমরা এই প্রহসনমূলক ফলাফল ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।’

পিএসসি সংস্কার আন্দোলনের মুখপাত্র বিন ইয়ামিন মোল্লা বলেন, ‘বিভিন্ন রাজনৈতিক দল যখন সংস্কারের কথা বলছে, তখন সরকারি চাকরির ব্যবস্থায় সংস্কার জরুরি নয়? যে রাজনৈতিক দল তরুণদের অধিকার নিয়ে উদাসীন থাকবে, তারা আগামী জাতীয় নির্বাচনে তরুণদের প্রত্যাখ্যানের মুখে পড়বে।’

দাবি মানা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান আন্দোলনকারীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘অপারেশন সিঁদুরে’ তিন শত্রুর মোকাবিলা করেছে ভারত, অন্য দেশের নাম জানালেন সেনা কর্মকর্তা

যুবলীগ নেতাকে ধরতে নয়, বাসাটি ঘেরাওয়ের নেপথ্যে অন্য কারণ

‘একটা মার্ডার করেছি, আরও ১০০টা মার্ডার করব’, ভিডিও ভাইরাল

মহাকাশে হারিয়ে গেল ৯ কোটি ডলারের স্যাটেলাইট, জলবায়ু গবেষণায় বড় ধাক্কা

ভুল করার পর জাদেজাকে কী বলে সতর্ক করেছেন বাংলাদেশের আম্পায়ার

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত