নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেণির ভর্তি সংক্রান্ত রুল দুই মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। একইসঙ্গে বাতিল হওয়া আসনে অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি সংক্রান্ত আদেশে স্থিতাবস্থা জারি করা হয়েছে।
আজ বুধবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। এরফলে আপাতত ভর্তি বাতিল হওয়া শিক্ষার্থীরা ক্লাস করতে পারবে না এবং অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তিও করা যাবে না বলে জানিয়েছেন আইনজীবীরা।
বুধবার ভর্তি বাতিল হওয়া ৩৬ শিক্ষার্থীর অভিভাবকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান ও সাঈদ আহমেদ রাজা। হাইকোর্টে রিট করা শিক্ষার্থীদের অভিভাবকের পক্ষে ছিলেন আইনজীবী শামীম সরদার। আর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের পক্ষে ছিলেন মোহাম্মদ রাফিউল ইসলাম।
আইনজীবী রাফিউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, হাইকোর্টকে দুইমাসের মধ্যে রুল নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। ১৬৯ জনের ভর্তি বাতিল করা হয়েছিল, এগুলো বাতিল অবস্থায়ই থাকবে। আর যাদের অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি করতে বলেছে সেগুলো আর ভর্তি করতে পারবে না। এখন সিদ্ধান্ত আবার হাইকোর্টে চলে গেল।
এর আগে স্কুল কর্তৃপক্ষ ১৬৯ জনের ভর্তি বাতিল করে। বিষয়টি আদালতকে অবহিত করেন ভিকারুননিসার আইনজীবী। এরপর আদালত প্রথম শ্রেণিতে শূন্য আসনে অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি করতে গত ৬ মার্চ নির্দেশ দেন। এক সপ্তাহের মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করে প্রতিবেদন দিতে বলা হয়। পরে ভর্তি বাতিল হওয়াদের মধ্যে ৩৬ শিক্ষার্থীর অভিভাবক চেম্বার আদালতে আবেদন করেন।
চেম্বার বিচারপতি কোনো সিদ্ধান্ত না দিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন।
রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেণির ভর্তি সংক্রান্ত রুল দুই মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। একইসঙ্গে বাতিল হওয়া আসনে অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি সংক্রান্ত আদেশে স্থিতাবস্থা জারি করা হয়েছে।
আজ বুধবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। এরফলে আপাতত ভর্তি বাতিল হওয়া শিক্ষার্থীরা ক্লাস করতে পারবে না এবং অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তিও করা যাবে না বলে জানিয়েছেন আইনজীবীরা।
বুধবার ভর্তি বাতিল হওয়া ৩৬ শিক্ষার্থীর অভিভাবকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান ও সাঈদ আহমেদ রাজা। হাইকোর্টে রিট করা শিক্ষার্থীদের অভিভাবকের পক্ষে ছিলেন আইনজীবী শামীম সরদার। আর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের পক্ষে ছিলেন মোহাম্মদ রাফিউল ইসলাম।
আইনজীবী রাফিউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, হাইকোর্টকে দুইমাসের মধ্যে রুল নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। ১৬৯ জনের ভর্তি বাতিল করা হয়েছিল, এগুলো বাতিল অবস্থায়ই থাকবে। আর যাদের অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি করতে বলেছে সেগুলো আর ভর্তি করতে পারবে না। এখন সিদ্ধান্ত আবার হাইকোর্টে চলে গেল।
এর আগে স্কুল কর্তৃপক্ষ ১৬৯ জনের ভর্তি বাতিল করে। বিষয়টি আদালতকে অবহিত করেন ভিকারুননিসার আইনজীবী। এরপর আদালত প্রথম শ্রেণিতে শূন্য আসনে অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি করতে গত ৬ মার্চ নির্দেশ দেন। এক সপ্তাহের মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করে প্রতিবেদন দিতে বলা হয়। পরে ভর্তি বাতিল হওয়াদের মধ্যে ৩৬ শিক্ষার্থীর অভিভাবক চেম্বার আদালতে আবেদন করেন।
চেম্বার বিচারপতি কোনো সিদ্ধান্ত না দিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন।
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের দর্শনীয় স্থান যোগীর ঘোপায় মাদকবিরোধী অভিযান চালানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশ ও প্রশাসন সেখানে যৌথ অভিযান চালায়।
৪ মিনিট আগেময়মনসিংহের গৌরীপুর উপজেলায় নিজ প্রতিষ্ঠানে ভূটিয়ারকোণা আদর্শ উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ গোলাম মোহাম্মদ লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ ওঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
২২ মিনিট আগেনোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার ২ নম্বর চরবাটা ইউনিয়নের চরমজিদ গ্রামে এ ঘটনা ঘটে। মৃত দুই শিশুর নাম সাইম (৪) ও লাবিব (২)। তারা আপন দুই ভাই। তারা চরমজিদ গ্রামের রেনু বাজারের উত্তর পাশে কুট্টিয়াবাড়ির সাহেদের ছেলে।
১ ঘণ্টা আগেরাজশাহীতে জুলাই অভ্যুত্থানের এক বছরের বেশি সময় পর একটি মামলা হয়েছে। মামলায় ১৩৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে। সময়ের ব্যবধান ছাড়াও এজাহারভুক্ত আসামিদের পরিচয় এ মামলা নিয়ে আলোচনার জন্ম দিয়েছে। আসামিদের অনেকেই ‘পয়সাওয়ালা ব্যক্তি’ হিসেবে পরিচিত হওয়ায় অভিযোগ...
৭ ঘণ্টা আগে