নিজস্ব প্রতিবেদক, ঢাকা
খালগুলো দখল ও দূষণমুক্ত হলে ঢাকার শহর ইতালির ভেনিসের মতো নান্দনিক হয়ে উঠবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, ‘আপনারা খাল ক্লিন (পরিষ্কার) করে দিলে ঢাকা শহরকে ভেনিস বানিয়ে দেব। খাল দিয়ে ভেনিসের মতো নৌকা চলবে।’
আজ শনিবার রাজধানীর মোহাম্মদপুরে রামচন্দ্রপুর খাল পরিদর্শনে গিয়ে ডিএনসিসির মেয়র এ কথা বলেন।
মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘সবাই খালে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলছে। সেপটিক ট্যাংকের লাইন খাল দিয়ে দিচ্ছে। ছয় মাসের সময় দিলাম। যেসব বাসায় ওয়াসার সুয়ারেজ লাইন নেই, তারা নিজেরা সুয়ারেজ ব্যবস্থাপনা করতে হবে। আজকে আমরা সতর্ক করার জন্য এসেছি। পরে জরিমানা করব।’
খালে কারা ময়লা ফেলছে, তা সিসি ক্যামেরায় পর্যবেক্ষণ করা হবে জানিয়ে ডিএনসিসির মেয়র বলেন, ‘সবাই মিলে একটি সুন্দর নগরী গড়তে হবে। আমরা পর্যবেক্ষণ করার জন্য সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছি বিভিন্ন বাড়ির ছাদে। কেউ খালে ময়লা ফেললে জেল জরিমানা হবে। ঢাকার অন্য এলাকায়ও সিসি ক্যামেরা বসানো হবে।’
খালের সীমানা নির্ধারণে সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে জানিয়ে মেয়র আতিক বলেন, ‘আমরা ঢাকা ওয়াসা থেকে খাল পেয়েছি, কিন্তু খালের সীমানা পাইনি। সেনাবাহিনীর সঙ্গে কথা বলেছি, তারা সীমানা নির্ধারণ করে দেবে। যাঁরা খাল দখল করেছেন, তাঁরা নিজেরা সরে যান। সীমানা নির্ধারণ ও খালের পাড় তৈরির জন্য এবারের বাজেটে ২০ কোটি টাকা বরাদ্দ করেছি। সবার প্রচেষ্টায় খাল দখলমুক্ত হলে আমরা সুন্দর নগরী গড়ে তুলব।’
রামচন্দ্রপুর খাল পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন এস এম শরীফ উল ইসলাম, ডিএনসিসির ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আসিফ আহমেদ প্রমুখ।
খালগুলো দখল ও দূষণমুক্ত হলে ঢাকার শহর ইতালির ভেনিসের মতো নান্দনিক হয়ে উঠবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, ‘আপনারা খাল ক্লিন (পরিষ্কার) করে দিলে ঢাকা শহরকে ভেনিস বানিয়ে দেব। খাল দিয়ে ভেনিসের মতো নৌকা চলবে।’
আজ শনিবার রাজধানীর মোহাম্মদপুরে রামচন্দ্রপুর খাল পরিদর্শনে গিয়ে ডিএনসিসির মেয়র এ কথা বলেন।
মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘সবাই খালে রাস্তায় যত্রতত্র ময়লা ফেলছে। সেপটিক ট্যাংকের লাইন খাল দিয়ে দিচ্ছে। ছয় মাসের সময় দিলাম। যেসব বাসায় ওয়াসার সুয়ারেজ লাইন নেই, তারা নিজেরা সুয়ারেজ ব্যবস্থাপনা করতে হবে। আজকে আমরা সতর্ক করার জন্য এসেছি। পরে জরিমানা করব।’
খালে কারা ময়লা ফেলছে, তা সিসি ক্যামেরায় পর্যবেক্ষণ করা হবে জানিয়ে ডিএনসিসির মেয়র বলেন, ‘সবাই মিলে একটি সুন্দর নগরী গড়তে হবে। আমরা পর্যবেক্ষণ করার জন্য সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছি বিভিন্ন বাড়ির ছাদে। কেউ খালে ময়লা ফেললে জেল জরিমানা হবে। ঢাকার অন্য এলাকায়ও সিসি ক্যামেরা বসানো হবে।’
খালের সীমানা নির্ধারণে সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে জানিয়ে মেয়র আতিক বলেন, ‘আমরা ঢাকা ওয়াসা থেকে খাল পেয়েছি, কিন্তু খালের সীমানা পাইনি। সেনাবাহিনীর সঙ্গে কথা বলেছি, তারা সীমানা নির্ধারণ করে দেবে। যাঁরা খাল দখল করেছেন, তাঁরা নিজেরা সরে যান। সীমানা নির্ধারণ ও খালের পাড় তৈরির জন্য এবারের বাজেটে ২০ কোটি টাকা বরাদ্দ করেছি। সবার প্রচেষ্টায় খাল দখলমুক্ত হলে আমরা সুন্দর নগরী গড়ে তুলব।’
রামচন্দ্রপুর খাল পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন এস এম শরীফ উল ইসলাম, ডিএনসিসির ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আসিফ আহমেদ প্রমুখ।
শনিবার রাতে ঘোষেরহাট বাজারে স্থানীয় লোকজন হিরণকে দেখতে পেয়ে আটক করে। প্রথমে তাঁরা তাঁকে মিষ্টি খাওয়ান, পরে গণধোলাই দেন। খবর পেয়ে ইন্দুরকানী থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
১ মিনিট আগেচিকিৎসকের পরামর্শে স্বজনেরা সন্ধ্যা পৌনে ৭টার দিকে হাসপাতালের সামনে থেকে কম টাকায় ঢাকাফেরত একটি অ্যাম্বুলেন্স ভাড়া করেন। ঢাকায় যাওয়ার উদ্দেশে স্বজনেরা নবজাতককে নিয়ে অ্যাম্বুলেন্সে ওঠেন। রোগী নিয়ে অ্যাম্বুলেন্সেটি ছেড়ে যাবে, এ মুহূর্তে শরীয়তপুরের সিভিল সার্জনের গাড়িচালক আবু তাহের দেওয়ান ও তাঁর ছেলে
৫ মিনিট আগেকুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষকদের বহনকারী একটি মিনিবাসের সঙ্গে একটি যাত্রীবাহী লোকাল বাসের ধাক্কা লেগেছে। আজ রোববার (১৭ আগস্ট) সকালে সদর উপজেলার এগারো মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে অন্তত সাত-আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
১০ মিনিট আগেশতভাগ আবাসন, আবাসিক হলে অবৈধভাবে অবস্থানরত শিক্ষার্থীদের সিট বাতিলসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ ও প্রশাসনিক ভবনে তালা দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা। আজ রোববার বেলা ১টার দিকে প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ হয়। পরে বেলা আড়াইটার দিকে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের ফটকে
১৩ মিনিট আগে