উত্তরা (ঢাকা) প্রতিনিধি
‘গোপন বন্দিশালা’ উন্মোচনের দাবিতে রাজধানীর উত্তরায় র্যাব-১-এর কার্যালয়ের সামনে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি চলছে। আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত ৮টা পর্যন্ত কাউন্সিল অ্যাগেইনস্ট ইনজাস্টিস (সিএআই) একটি সংগঠনের নেতা-কর্মীদের অবস্থান কর্মসূচি পালন করতে দেখা যায়। এর আগে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে এই অবস্থান কর্মসূচি পালন শুরু হয়।
এতে নেতৃত্ব দেন সংগঠনের আহ্বায়ক শের মুহাম্মদ সাঈদ তামিম, যুগ্ম আহ্বায়ক মো. রিজওয়ান ও শাহ জামাল সজীব। গতকাল শুক্রবার গভীর রাতে ১০-১২ জনকে র্যাব কার্যালয়ের ফটকে অবস্থান করতে দেখা যায়। সেখানেই রান্না করে খাওয়া-দাওয়া করেন তাঁরা।
পরবর্তী সময়ে আজ সকালে আরও ২০-২৫ জন যোগ দেন তাঁদের সঙ্গে। এর মধ্যে ১০-১২ জনকে আজ রাত ৮টা পর্যন্ত অবস্থান করতে দেখা গেছে।
অবস্থানকালে একটি বোর্ডে ‘আশার বাণী নয়, উপসংহার চাই’, ‘গুম সেল উন্মোচন কর, স্বৈরাচারের প্রমাণ উন্মুক্ত কর’, ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ হোক’, ‘আলোচনা নয়, সমাধান চাই’, ‘আজ গুম সেল উন্মোচন না হলে, ভবিষ্যতে তারা অস্বীকার করবে’সহ নানা লেখাসংবলিত প্ল্যাকার্ড/পোস্টার দেখা যায়।
এ সময় তাঁরা বিগত সরকারের সব গোপন বন্দিশালা উন্মোচন, গুমের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার ও সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।
এদিকে র্যাব কার্যালয় থেকে কয়েকবার কর্মকর্তারা তাঁদেরকে বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হন। অবস্থানকারীদে দাবি আদায়ে অনড় থাকতে দেখা যায়।
এ বিষয়ে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামীম আহমেদ আজকের পত্রিকাকে বলেন, সিএআই নামের একটি সংগঠনের ২৫-৩০ জন র্যাব কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। তবে এতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
‘গোপন বন্দিশালা’ উন্মোচনের দাবিতে রাজধানীর উত্তরায় র্যাব-১-এর কার্যালয়ের সামনে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি চলছে। আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত ৮টা পর্যন্ত কাউন্সিল অ্যাগেইনস্ট ইনজাস্টিস (সিএআই) একটি সংগঠনের নেতা-কর্মীদের অবস্থান কর্মসূচি পালন করতে দেখা যায়। এর আগে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে এই অবস্থান কর্মসূচি পালন শুরু হয়।
এতে নেতৃত্ব দেন সংগঠনের আহ্বায়ক শের মুহাম্মদ সাঈদ তামিম, যুগ্ম আহ্বায়ক মো. রিজওয়ান ও শাহ জামাল সজীব। গতকাল শুক্রবার গভীর রাতে ১০-১২ জনকে র্যাব কার্যালয়ের ফটকে অবস্থান করতে দেখা যায়। সেখানেই রান্না করে খাওয়া-দাওয়া করেন তাঁরা।
পরবর্তী সময়ে আজ সকালে আরও ২০-২৫ জন যোগ দেন তাঁদের সঙ্গে। এর মধ্যে ১০-১২ জনকে আজ রাত ৮টা পর্যন্ত অবস্থান করতে দেখা গেছে।
অবস্থানকালে একটি বোর্ডে ‘আশার বাণী নয়, উপসংহার চাই’, ‘গুম সেল উন্মোচন কর, স্বৈরাচারের প্রমাণ উন্মুক্ত কর’, ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ হোক’, ‘আলোচনা নয়, সমাধান চাই’, ‘আজ গুম সেল উন্মোচন না হলে, ভবিষ্যতে তারা অস্বীকার করবে’সহ নানা লেখাসংবলিত প্ল্যাকার্ড/পোস্টার দেখা যায়।
এ সময় তাঁরা বিগত সরকারের সব গোপন বন্দিশালা উন্মোচন, গুমের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার ও সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।
এদিকে র্যাব কার্যালয় থেকে কয়েকবার কর্মকর্তারা তাঁদেরকে বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হন। অবস্থানকারীদে দাবি আদায়ে অনড় থাকতে দেখা যায়।
এ বিষয়ে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামীম আহমেদ আজকের পত্রিকাকে বলেন, সিএআই নামের একটি সংগঠনের ২৫-৩০ জন র্যাব কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। তবে এতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
নারী শিক্ষার্থীকে অশালীন প্রস্তাব ও যৌন সম্পর্কের ইঙ্গিতের অভিযোগে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বাংলা বিভাগের অধ্যাপক ড. রুবেলের সব ক্লাস বর্জন করেছেন ডিসিপ্লিনের শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার ডিসিপ্লিনের শিক্ষার্থীরা লিখিত বিবৃতিতে এ কথা জানান।
২ মিনিট আগেপ্রধান উপদেষ্টার উদ্দেশে ফরহাদ মজহার বলেন, ‘আমি ড. ইউনূসকে প্রশ্ন করব, আপনি জুলাই ঘোষণাপত্র দিতে দেননি কেন? জুলাই ঘোষণাপত্র দেওয়া জনগণের অধিকার। সেই অধিকার কেড়ে নিলেন কেন? ছাত্ররা গত বছর ও এই বছরের প্রথমে ঘোষণাপত্র দেওয়ার চেষ্টা করেছে। মিথ্যা কথা বলে আপনি তাদের ঘোষণাপত্র দিতে দেননি।’
৫ মিনিট আগেনওগাঁ সদর উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারশিপে অযোগ্যদের নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে। এ নিয়ে সংবাদ সম্মেলন করে নিয়োগ স্থগিত ও পুনঃতদন্তের দাবি জানিয়েছেন ভুক্তভোগী আবেদনকারীরা।
৯ মিনিট আগেকুমিল্লার তিতাসে নিহত নজরুল ইসলাম ভূঁইয়ার (৩৮) খণ্ডিত দুই হাত উদ্ধারের পর এবার দুই পায়ের চারটি টুকরো পাওয়া গেছে। গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে বালুয়াকান্দি পশ্চিমপাড়ায় মাইঠ্যা নদীতে ভাসমান অবস্থায় একটি বস্তা থেকে টুকরোগুলো উদ্ধার করে পুলিশ। এ নিয়ে মোট ছয়টি টুকরো উদ্ধার করা গেলেও এখনো মাথা ও মূল
১৩ মিনিট আগে