Ajker Patrika

চাঁদাবাজির মামলায় রিমান্ডে আউয়াল   

নিজস্ব প্রতিবেদক
চাঁদাবাজির মামলায় রিমান্ডে আউয়াল   

ঢাকা: রাজধানীর পল্লবী থানায় চাঁদাবাজির একটি মামলায় লক্ষ্মীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এম এ আউয়ালের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আজ বুধবার ঢাকার মুখ্য মহানগর হাকিম হাসিবুল হকের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। তিনি আউয়ালকে গ্রেপ্তার দেখিয়ে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। অন্যদিকে রিমান্ডের আবেদন বাতিলসহ আইনজীবীর করা জামিনের আবেদন নামঞ্জুর করেন। সাংসদ আউয়াল পল্লবীর ব্যবসায়ী সাহিনুদ্দিন হত্যা মামলায় কারাগারে আছেন। কারাগার থেকে তাঁকে রিমান্ডে নেওয়া হবে।

গত মাসে পল্লবীর এক ব্যবসায়ী মেজর (অব.) মোস্তফা কামাল চাঁদাবাজির এই মামলা করেন। তাঁর কাছে আউয়াল ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন বলে মামলার অভিযোগে বলা হয়েছে। পল্লবী থানা-পুলিশ পাঁচ দিনের রিমান্ডের আবেদনসহ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন জানান।  

গত ১৬ মে পল্লবীতে খুন হন ব্যবসায়ী সাহিনুদ্দিন। এই ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি আউয়াল। তাঁকে ২০ মে কিশোরগঞ্জের ভৈরব থেকে গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরদিন চার দিনের রিমান্ডে নেওয়া হয়। ২৬ মে তাঁকে কারাগারে পাঠানো হয়।
 
মিরপুর পল্লবী এলাকায় ব্যাপক চাঁদাবাজি ও জমি দখলের অভিযোগ রয়েছে এম এ আউয়ালের বিরুদ্ধে। ডেভেলপার কোম্পানির নামে তিনি ভূমি দখল করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন বলে মামলার পুলিশ প্রতিবেদনে উল্লেখ করা হয়। সন্ত্রাসীদের ভাড়া করে তিনি এসব কাজ করতেন বলেও প্রতিবেদনে বলা হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত