গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে উল্টো পথে মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় ট্রাকচাপায় দুজনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার উপজেলার ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের তেলিরচালা এলাকায় এ ঘটনা ঘটে।
নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন–কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকার শামিম কাজীর ছেলে মো. সিয়াম কাজী (১৮) ও তার বন্ধু সিরাজগঞ্জের শাহজাদপুর গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে রুবেল হোসেন (১৭)।
এর মধ্যে সিয়াম কাজী স্থানীয় হলি মডেল পাবলিক স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়ে অকৃতকার্য হয়েছেন। আর রুবেল দুই বছর আগে লেখাপড়া বাদ দিয়ে স্থানীয় একটি কারখানায় চাকরি শুরু করে।
স্থানীয়রা জানায়, সোমবার সন্ধ্যার দিকে সিয়াম কাজী তার বন্ধু রুবেলকে নিয়ে তেলিরচালা এলাকার নিজ বাড়ি থেকে ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের উল্টো পথে মোটরসাইকেলে করে মৌচাক যাচ্ছিল। পথে তেলিরচালা জেনারেল ফার্মাসিউটিক্যাল কারখানা সামনে পৌঁছালে বিপরীতগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। আশপাশের লোকজন তাদের উদ্ধার করে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালে নিয়ে গেছে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
তেলিরচালা হলি মডেল পাবলিক স্কুলের প্রধান শিক্ষক আব্দুল আজিজ বলেন, ‘নিহত দুজনই তার স্কুলের শিক্ষার্থী ছিলেন। তবে রুবেল লেখাপড়া বাদ দিয়ে স্থানীয় একটি কারখানায় কাজ করত। তারা দুজন বন্ধু। একসঙ্গে চলাফেরা করত।’
ওসি শাহাদাত হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘উল্টো পথে মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় ট্রাকচাপায় দুজনের মৃত্যুর খবর জানতে পেরেছি। তবে আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই নিহতদের স্বজনরা লাশ বাড়িতে নিয়ে গেছেন। দুর্ঘটনার পর ট্রাক নিয়ে চালক পালিয়ে যায়।’
গাজীপুরের কালিয়াকৈরে উল্টো পথে মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় ট্রাকচাপায় দুজনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার উপজেলার ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের তেলিরচালা এলাকায় এ ঘটনা ঘটে।
নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন–কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকার শামিম কাজীর ছেলে মো. সিয়াম কাজী (১৮) ও তার বন্ধু সিরাজগঞ্জের শাহজাদপুর গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে রুবেল হোসেন (১৭)।
এর মধ্যে সিয়াম কাজী স্থানীয় হলি মডেল পাবলিক স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়ে অকৃতকার্য হয়েছেন। আর রুবেল দুই বছর আগে লেখাপড়া বাদ দিয়ে স্থানীয় একটি কারখানায় চাকরি শুরু করে।
স্থানীয়রা জানায়, সোমবার সন্ধ্যার দিকে সিয়াম কাজী তার বন্ধু রুবেলকে নিয়ে তেলিরচালা এলাকার নিজ বাড়ি থেকে ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের উল্টো পথে মোটরসাইকেলে করে মৌচাক যাচ্ছিল। পথে তেলিরচালা জেনারেল ফার্মাসিউটিক্যাল কারখানা সামনে পৌঁছালে বিপরীতগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। আশপাশের লোকজন তাদের উদ্ধার করে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালে নিয়ে গেছে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
তেলিরচালা হলি মডেল পাবলিক স্কুলের প্রধান শিক্ষক আব্দুল আজিজ বলেন, ‘নিহত দুজনই তার স্কুলের শিক্ষার্থী ছিলেন। তবে রুবেল লেখাপড়া বাদ দিয়ে স্থানীয় একটি কারখানায় কাজ করত। তারা দুজন বন্ধু। একসঙ্গে চলাফেরা করত।’
ওসি শাহাদাত হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘উল্টো পথে মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় ট্রাকচাপায় দুজনের মৃত্যুর খবর জানতে পেরেছি। তবে আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই নিহতদের স্বজনরা লাশ বাড়িতে নিয়ে গেছেন। দুর্ঘটনার পর ট্রাক নিয়ে চালক পালিয়ে যায়।’
গাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে শ্রমিক বিক্ষোভ করছেন। আজ বুধবার সকাল ১০টা থেকে টঙ্গীর খাঁ-পাড়া এলাকার সিজন্স ড্রেসেস লিমিটেড নামক কারখানার শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে এ বিক্ষোভ করেন।
৫ মিনিট আগেকুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে টর্নেডো সৃষ্টি হয়ে পানি আকাশে উঠে যাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার বিকেলের দিকে উপজেলার মরিচা ইউনিয়নের কোলদিয়াড় এলাকায় পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। ইতিমধ্যে এ দৃশ্যের বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া...
৪২ মিনিট আগে২০০৭ সালে আমান দম্পতির বিরুদ্ধে মামলা করে দুদক। ওই বছরের ২১ জুন রায় দেন বিচারিক আদালত। রায়ে আমানকে ১৩ বছরের ও তাঁর স্ত্রীকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়। পরে রায়ের বিরুদ্ধে তাঁরা হাইকোর্টে আপিল করেন। ২০১০ সালে হাইকোর্ট তাঁদের খালাস দেন। পরবর্তীতে দুদক আপিল করলে ২০১৪ সালে হাইকোর্টের দেওয়া রায় বাতিল কর
১ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর পূবাইলে ধর্ষণের অভিযোগে মসজিদের এক ইমামকে গত ২০ এপ্রিল সকালে গণপিটুনি দেন স্থানীয়রা। পরে পুলিশ ইমামকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ধর্ষণের ঘটনায় তার বিরুদ্ধে মামলা হলে পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। কারাগারে অসুস্থ হয়ে ওই ইমামের মৃত্যু হয়। ইমামের এই মৃত্যুকে পরিকল্পিত...
১ ঘণ্টা আগে