Ajker Patrika

বিমানবন্দরে এক কেজি স্বর্ণসহ গ্রেপ্তার ১

উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি
বিমানবন্দরে এক কেজি স্বর্ণসহ গ্রেপ্তার ১

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক কেজি স্বর্ণসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন। গ্রেপ্তারের নাম মো. রুস্তম আলী (৩৮)। আজ শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে বিমানবন্দরের টাওয়ার বিল্ডিংয়ের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

মো. রুস্তম আলী ঢাকার কেরানীগঞ্জের দক্ষিণ বাঘাপুর গ্রামের বাসিন্দা। গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে ৬৯৬ গ্রাম ওজনের ছয়টি স্বর্ণের বার ও ৩৫৫ গ্রাম ওজনের স্বর্ণালংকার জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের মোট ওজন ১ কেজি ৫১ গ্রাম। 

এ বিষয়ে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বলেন, বিমানবন্দরের টাওয়ার বিল্ডিংয়ের সামনে রহস্যজনকভাবে ঘোরাঘুরি করতে থাকেন রুস্তম আলী। পরে এপিবিএনের গোয়েন্দা দল সাদা পোশাকে তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে অপ্রাসঙ্গিক উত্তর দেয়। পরে বিমানবন্দরের এপিবিএন অফিসে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করলে তাঁর সঙ্গে থাকা স্বর্ণের কথা স্বীকার করে। 

গ্রেপ্তার মো. রুস্তম আলীতিনি বলেন, জিজ্ঞাসাবাদের পর তার সঙ্গে থাকা ব্যাগ থেকে রুস্তম নিজ হাতে ছয়টি গোল্ডবার (ওজন ৬৯৬) এবং ৩৫৫ গ্রাম স্বর্ণালংকার বের করে দেন। এ সময় তিনি এসব স্বর্ণের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। তাঁর বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হবে। 

জিয়াউল হক বলেন, পবিত্র ঈদ উপলক্ষে কুচক্রী মহলের চোরাচালানের চেষ্টা নস্যাৎ করার জন্য এপিবিএন চোরাচালান প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। এপ্রিল মাসব্যাপী পরিচালিত এই বিশেষ অভিযানে এখন পর্যন্ত প্রায় ছয় কেজি স্বর্ণ, মোবাইল ফোন, মদ, কসমেটিকস এবং বিপুল পরিমাণ অন্যান্য শুল্কযোগ্য পণ্য আটক করে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

১৯৪৭ থেকে ২০২৫: ভারত-পাকিস্তান যুদ্ধ ও ফলাফল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত