নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেনকে জয়ী ঘোষণা করেছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার নির্বাচনী ট্রাইব্যুনাল-১৫ এর (যুগ্ম জেলা জজ প্রথম আদালত) বিচারক মো. নুরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
আদালতের সেরেস্তাদার শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ইশরাক হোসেনকে মেয়র ঘোষণার পাশাপাশি ২০২০ সালের ১ ফেব্রুয়ারি নির্বাচনে নির্বাচন কমিশন কর্তৃক ব্যারিস্টার ফজলে নূর তাপসকে মেয়র ঘোষণা করার প্রজ্ঞাপন বাতিল ঘোষণা করেছেন।
ইশরাক হোসেন বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও অবিভক্ত ঢাকার প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকার ছেলে।
রায় ঘোষণার সময় ইশরাক হোসেন তাঁর দলীয় নেতা-কর্মীদের নিয়ে আদালতে উপস্থিত ছিলেন। রায় শেষে তাঁরা আদালত প্রাঙ্গণে মিছিল করেন।
এ সময় ইশরাক হোসেন সাংবাদিকদের বলেন, ‘আমি ন্যায়বিচার পেয়েছি। মেয়র হিসেবে শপথ নেব কি না, সেটা দলীয় সিদ্ধান্তের বিষয়। তবে ২০২০ সালের ১ ফেব্রুয়ারি নির্বাচনে ব্যাপক অনিয়ম এবং ভোট কারচুপির মাধ্যমে প্রতিপক্ষ ব্যারিস্টার ফজলে নূর তাপস নির্বাচিত হয়েছিলেন। আজ রায়ের মাধ্যমে তা প্রমাণিত হলো।’
২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী ইশরাক অংশ নিয়ে পরাজিত হয়েছিলেন। সে সময় নির্বাচন কমিশন আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপসকে ডিএসসিসির মেয়র ঘোষণা করেন।
একই বছর ৩ মার্চ নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেছিলেন মেয়র প্রার্থী ইশরাক হোসেন।
মামলায় তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা, রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসসহ মোট আটজনকে বিবাদী করা হয়।
এর আগে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের ১৯ আগস্ট শেখ ফজলে নূর তাপস ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামসহ ১২টি সিটি করপোরেশনের মেয়রকে তাদের পদ থেকে অপসারণ করে সরকার।
এ দিকে আতিকুল ইসলামকে জয়ী ঘোষণা করায় নির্বাচন কমিশনের প্রজ্ঞাপনকে চ্যালেঞ্জ করেও মামলা দায়ের করেছিলেন বিএনপি প্রার্থীর তাবিথ আউয়াল। ওই মামলার রায়ের জন্য আগামী ৭ এপ্রিল দিন ধার্য রয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেনকে জয়ী ঘোষণা করেছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার নির্বাচনী ট্রাইব্যুনাল-১৫ এর (যুগ্ম জেলা জজ প্রথম আদালত) বিচারক মো. নুরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
আদালতের সেরেস্তাদার শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ইশরাক হোসেনকে মেয়র ঘোষণার পাশাপাশি ২০২০ সালের ১ ফেব্রুয়ারি নির্বাচনে নির্বাচন কমিশন কর্তৃক ব্যারিস্টার ফজলে নূর তাপসকে মেয়র ঘোষণা করার প্রজ্ঞাপন বাতিল ঘোষণা করেছেন।
ইশরাক হোসেন বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও অবিভক্ত ঢাকার প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকার ছেলে।
রায় ঘোষণার সময় ইশরাক হোসেন তাঁর দলীয় নেতা-কর্মীদের নিয়ে আদালতে উপস্থিত ছিলেন। রায় শেষে তাঁরা আদালত প্রাঙ্গণে মিছিল করেন।
এ সময় ইশরাক হোসেন সাংবাদিকদের বলেন, ‘আমি ন্যায়বিচার পেয়েছি। মেয়র হিসেবে শপথ নেব কি না, সেটা দলীয় সিদ্ধান্তের বিষয়। তবে ২০২০ সালের ১ ফেব্রুয়ারি নির্বাচনে ব্যাপক অনিয়ম এবং ভোট কারচুপির মাধ্যমে প্রতিপক্ষ ব্যারিস্টার ফজলে নূর তাপস নির্বাচিত হয়েছিলেন। আজ রায়ের মাধ্যমে তা প্রমাণিত হলো।’
২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী ইশরাক অংশ নিয়ে পরাজিত হয়েছিলেন। সে সময় নির্বাচন কমিশন আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপসকে ডিএসসিসির মেয়র ঘোষণা করেন।
একই বছর ৩ মার্চ নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেছিলেন মেয়র প্রার্থী ইশরাক হোসেন।
মামলায় তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা, রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন ও দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসসহ মোট আটজনকে বিবাদী করা হয়।
এর আগে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের ১৯ আগস্ট শেখ ফজলে নূর তাপস ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামসহ ১২টি সিটি করপোরেশনের মেয়রকে তাদের পদ থেকে অপসারণ করে সরকার।
এ দিকে আতিকুল ইসলামকে জয়ী ঘোষণা করায় নির্বাচন কমিশনের প্রজ্ঞাপনকে চ্যালেঞ্জ করেও মামলা দায়ের করেছিলেন বিএনপি প্রার্থীর তাবিথ আউয়াল। ওই মামলার রায়ের জন্য আগামী ৭ এপ্রিল দিন ধার্য রয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলা ও হত্যাচেষ্টার দুই মামলায় রংপুর মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আতাউর জামান বাবুকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত ১২টার দিকে নগরীর নিউ ইঞ্জিনিয়ার পাড়ার এক আত্মীয়ের বাসা থেকে তাঁকে কোতোয়ালি থানার পুলিশ আটক করে।
১ ঘণ্টা আগেপটুয়াখালীর বাউফলে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা মান্না হাওলাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এতে এক পুলিশ কর্মকর্তা ও গাড়িচালক আহত হয়েছেন বলে জানা গেছে।
১ ঘণ্টা আগেঝালকাঠির নলছিটি উপজেলার কুলকাঠি, মগড়সরই, খোজাখালী, দরিরচর, তিমিরকাঠি, সিকদারপাড়া, কাঠিপাড়া, বহরমপুরসহ ১০ টিরও বেশি গ্রামে ভয়াবহভাবে ভাঙছে সুগন্ধা নদী। ভাঙনে হাজার হাজার মানুষ হারিয়েছে বসতভিটা, ফসলি জমি, পান বরজ ও কোটি কোটি টাকার সম্পদ।
১ ঘণ্টা আগেটাঙ্গাইলের সখীপুর উপজেলার চকচকিয়া শ্রীপুর গ্রামের ঘনবসতিপূর্ণ এলাকায় পোলট্রি খামারের বর্জ্যে দূষিত হচ্ছে পরিবেশ। ফসলি জমির মাঝে গড়ে ওঠা খামার থেকে ছড়ানো তীব্র দুর্গন্ধে ওই এলাকার বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
৩ ঘণ্টা আগে