নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর মিরপুর বোটানিক্যাল গার্ডেনের লেকে সাঁতার কাটতে নেমে এক যুবকের মৃত্যু হয়েছে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল গিয়ে মরদেহ উদ্ধার করে। আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম।
নিহতের নাম—মো. হামজা (১৯)। তিনি পরিবারের সঙ্গে রুপনগর এলাকায় থাকতেন। তাঁর গ্রামের বাড়ি টাঙ্গাইলের ধনবাড়ি এলাকায়।
ওসি আমিনুল ইসলাম বলেন, ‘আজ সকালে জাতীয় বোটানিক্যাল গার্ডেনের লেকে চাচা-ভাতিজা গোসল করতে নামে। কিন্তু ভাতিজা হামজা ভালোভাবে সাঁতার না জানার কারণে ডুবে যায়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল গিয়ে মরদেহ উদ্ধার করে।’
এত সকালে কীভাবে তাঁরা গার্ডেনে প্রবেশ করলেন, জানতে চাইলে ওসি বলেন, ‘নিহত হামজা রুপনগর এলাকায় থাকেন। বোটানিক্যাল গার্ডেনের পেছনের দিকে একটা গেট আছে। তাঁরা সেই গেট দিয়ে প্রবেশ করেছে। পরে লেকে সাঁতার কাটতে নামে। আশপাশের এলাকার অনেকেই এখানে সাঁতার কাটতে নামে। গত বছরও এভাবে একজন মারা গেছে।’
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান এ কর্মকর্তা।
রাজধানীর মিরপুর বোটানিক্যাল গার্ডেনের লেকে সাঁতার কাটতে নেমে এক যুবকের মৃত্যু হয়েছে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল গিয়ে মরদেহ উদ্ধার করে। আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম।
নিহতের নাম—মো. হামজা (১৯)। তিনি পরিবারের সঙ্গে রুপনগর এলাকায় থাকতেন। তাঁর গ্রামের বাড়ি টাঙ্গাইলের ধনবাড়ি এলাকায়।
ওসি আমিনুল ইসলাম বলেন, ‘আজ সকালে জাতীয় বোটানিক্যাল গার্ডেনের লেকে চাচা-ভাতিজা গোসল করতে নামে। কিন্তু ভাতিজা হামজা ভালোভাবে সাঁতার না জানার কারণে ডুবে যায়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল গিয়ে মরদেহ উদ্ধার করে।’
এত সকালে কীভাবে তাঁরা গার্ডেনে প্রবেশ করলেন, জানতে চাইলে ওসি বলেন, ‘নিহত হামজা রুপনগর এলাকায় থাকেন। বোটানিক্যাল গার্ডেনের পেছনের দিকে একটা গেট আছে। তাঁরা সেই গেট দিয়ে প্রবেশ করেছে। পরে লেকে সাঁতার কাটতে নামে। আশপাশের এলাকার অনেকেই এখানে সাঁতার কাটতে নামে। গত বছরও এভাবে একজন মারা গেছে।’
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান এ কর্মকর্তা।
চিকিৎসকেরা জানিয়েছেন, তাকে সুস্থ করতে জরুরিভাবে অপারেশন দরকার। অপারেশন করাতে ছয় লাখ টাকা প্রয়োজন। কিন্তু সেই টাকা পরিবারের নেই। প্রায় পাঁচ বছর ধরে শিশুটিকে চিকিৎসা করাতে গিয়ে নিঃস্ব হয়ে পড়েছে পরিবারটি। এখন একসঙ্গে এতগুলো টাকা জোগাড় করতে পরিবারের পক্ষে প্রায় অসম্ভব।
১১ মিনিট আগেইটিসি প্রযুক্তি ব্যবহারের কারণে পদ্মা সেতুতে স্বয়ংক্রিয় ক্যামেরা যানবাহনের নম্বর শনাক্ত করে টোল কেটে নিয়ে তাৎক্ষণিক গেট খুলে দিচ্ছে। এতে সাশ্রয় হচ্ছে কর্মঘণ্টা ও জ্বালানি খরচ। আর ইটিসি পদ্ধতিতে নগদ টোল আদায়ের পরিবর্তে গাড়ির উইন্ডশিল্ডে সংযুক্ত রেডিও ফ্রিকোয়েন্সি আইডেনটিফিকেশন ডিভাইস (আরএফআইডি) ট্যাগ
৩৫ মিনিট আগেপরিশোধন ক্ষমতা বাড়ানো ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ১৫ বছর আগে ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের (ইআরএল) ইউনিট-২ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু প্রকল্পটি দফায় দফায় সংশোধন করা হয়। এতে ব্যয় ১৩ হাজার কোটি থেকে বেড়ে দাঁড়ায় ৪২ হাজার কোটি টাকায়।
৫ ঘণ্টা আগেনজরদারির অভাবে সুন্দরবনে আবারও বেড়েছে বনদস্যুদের তৎপরতা। বনের ২০টি পয়েন্টে বেপরোয়া ১০টি বাহিনী। জেলে ও বাওয়ালিদের জিম্মি করে এই বাহিনীর সদস্যরা লাখ লাখ টাকা আদায় করছে। মুক্তিপণ ছাড়া মিলছে না কারও মুক্তি। চলে নির্যাতনও। আতঙ্কিত বনজীবীদের অনেকেই ভয়ে পেশা বদলাচ্ছেন। এই পরিস্থিতিতে জনবল ও অস্ত্র সংকটের
৫ ঘণ্টা আগে