আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সিগঞ্জ প্রতিনিধি
দেশের দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার পদ্মা সেতুতে চালু হওয়ার ১৪ দিনে ইলেকট্রনিক টোল কালেকশন তথা ইটিসি পদ্ধতিতে টোল দিয়ে ৯৩টি যানবাহন পারাপার হয়েছে। যানবাহনগুলো ৩৩৬ বার পদ্মা সেতু পাড়ি দিয়েছে। আর এ থেকে গতকাল রোববার বেলা ২টা পর্যন্ত টোল আদায় হয়েছে ৬ লাখ ১৯ হাজার ৩৫০ টাকা। উদ্বোধনের ৩ বছর পর চলতি মাসের ১৫ সেপ্টেম্বর এ সেতুতে ইলেকট্রনিক টোল কালেকশন চালু হয়। এর মধ্য দিয়ে সেতু অবকাঠামোয় প্রথমবারের মতো যুগান্তকারী প্রযুক্তি যুক্ত হয়।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পদ্মা সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী (টোল, ব্রিজ অ্যান্ড বিইএফ ও রোড আরটিডব্লিউ অ্যান্ড বিল্ডিং) আবু সায়াদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্তোষজনক ফলাফল হওয়ায় পদ্মা সেতুর ইটিসি লেনে এ পদ্ধতি অব্যাহতভাবে চলতে থাকবে। তা ছাড়া এ পদ্ধতিতে সেতু পারাপারে এখন পর্যন্ত ইমাদ পরিবহনের বাসসহ ৯৩টি যানবাহনের সফল রেজিস্ট্রেশন হয়েছে।
এদিকে, ইটিসি প্রযুক্তি ব্যবহারের কারণে পদ্মা সেতুতে স্বয়ংক্রিয় ক্যামেরা যানবাহনের নম্বর শনাক্ত করে টোল কেটে নিয়ে তাৎক্ষণিক গেট খুলে দিচ্ছে। এতে সাশ্রয় হচ্ছে কর্মঘণ্টা ও জ্বালানি খরচ। আর ইটিসি পদ্ধতিতে নগদ টোল আদায়ের পরিবর্তে গাড়ির উইন্ডশিল্ডে সংযুক্ত রেডিও ফ্রিকোয়েন্সি আইডেনটিফিকেশন ডিভাইস (আরএফআইডি) ট্যাগ। এর সঙ্গে টোল প্লাজায় স্থাপিত ইটিসি ডিভাইস ব্যবহার করে স্বয়ংক্রিয় পদ্ধতিতে টোল আদায় করা হচ্ছে।
সংশ্লিষ্ট সেতু বিভাগের একাধিক সূত্রে জানা গেছে, ইটিসি সিস্টেমে আগ্রহী ব্যবহারকারীদের প্রথমে ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ‘ট্যাপ’ অ্যাপে গিয়ে ‘ডি-টোল’ অপশনে গাড়ি রেজিস্ট্রেশন ও রিচার্জ সম্পন্ন করতে হবে। এরপর পদ্মা সেতুর রেডিও ফ্রিকোয়েন্সি আইডেনটিফিকেশন বুথে শুধু প্রথমবারের মতো আরএফআইডি ট্যাগ চেক ও রেজিস্ট্রেশন কার্যক্রম শেষ করতে হবে। প্রক্রিয়াটি সম্পন্ন হলে গাড়ি ব্যবহারকারীরা ঘণ্টায় ৩০ কিলোমিটার গতিতে ইটিসি লেন ব্যবহার করতে পারবেন। এ সময় স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীর অ্যাকাউন্ট থেকে নির্ধারিত টোল কাটা হবে।
তবে মোটরসাইকেল দিয়ে পদ্মা সেতু ব্যবহারকারীরা এর আওতায় পড়েনি। ভবিষ্যতে ট্রাস্ট ব্যাংক লিমিটেড ট্যাপের পাশাপাশি অন্যান্য ফাইন্যান্সিয়াল অ্যাপও এই সেবার সঙ্গে যুক্ত হবে বলে আশা করছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। একই সঙ্গে ট্যাপসহ বিভিন্ন ফাইন্যান্সিয়াল অ্যাপের সঙ্গে যুক্ত হওয়ার জন্য কাজ করছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এটুআই।
প্রসঙ্গত, ২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করা হয়। পরদিন ২৬ জুন থেকে যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয় এ সেতু।
দেশের দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার পদ্মা সেতুতে চালু হওয়ার ১৪ দিনে ইলেকট্রনিক টোল কালেকশন তথা ইটিসি পদ্ধতিতে টোল দিয়ে ৯৩টি যানবাহন পারাপার হয়েছে। যানবাহনগুলো ৩৩৬ বার পদ্মা সেতু পাড়ি দিয়েছে। আর এ থেকে গতকাল রোববার বেলা ২টা পর্যন্ত টোল আদায় হয়েছে ৬ লাখ ১৯ হাজার ৩৫০ টাকা। উদ্বোধনের ৩ বছর পর চলতি মাসের ১৫ সেপ্টেম্বর এ সেতুতে ইলেকট্রনিক টোল কালেকশন চালু হয়। এর মধ্য দিয়ে সেতু অবকাঠামোয় প্রথমবারের মতো যুগান্তকারী প্রযুক্তি যুক্ত হয়।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পদ্মা সেতুর সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী (টোল, ব্রিজ অ্যান্ড বিইএফ ও রোড আরটিডব্লিউ অ্যান্ড বিল্ডিং) আবু সায়াদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্তোষজনক ফলাফল হওয়ায় পদ্মা সেতুর ইটিসি লেনে এ পদ্ধতি অব্যাহতভাবে চলতে থাকবে। তা ছাড়া এ পদ্ধতিতে সেতু পারাপারে এখন পর্যন্ত ইমাদ পরিবহনের বাসসহ ৯৩টি যানবাহনের সফল রেজিস্ট্রেশন হয়েছে।
এদিকে, ইটিসি প্রযুক্তি ব্যবহারের কারণে পদ্মা সেতুতে স্বয়ংক্রিয় ক্যামেরা যানবাহনের নম্বর শনাক্ত করে টোল কেটে নিয়ে তাৎক্ষণিক গেট খুলে দিচ্ছে। এতে সাশ্রয় হচ্ছে কর্মঘণ্টা ও জ্বালানি খরচ। আর ইটিসি পদ্ধতিতে নগদ টোল আদায়ের পরিবর্তে গাড়ির উইন্ডশিল্ডে সংযুক্ত রেডিও ফ্রিকোয়েন্সি আইডেনটিফিকেশন ডিভাইস (আরএফআইডি) ট্যাগ। এর সঙ্গে টোল প্লাজায় স্থাপিত ইটিসি ডিভাইস ব্যবহার করে স্বয়ংক্রিয় পদ্ধতিতে টোল আদায় করা হচ্ছে।
সংশ্লিষ্ট সেতু বিভাগের একাধিক সূত্রে জানা গেছে, ইটিসি সিস্টেমে আগ্রহী ব্যবহারকারীদের প্রথমে ট্রাস্ট ব্যাংক লিমিটেডের ‘ট্যাপ’ অ্যাপে গিয়ে ‘ডি-টোল’ অপশনে গাড়ি রেজিস্ট্রেশন ও রিচার্জ সম্পন্ন করতে হবে। এরপর পদ্মা সেতুর রেডিও ফ্রিকোয়েন্সি আইডেনটিফিকেশন বুথে শুধু প্রথমবারের মতো আরএফআইডি ট্যাগ চেক ও রেজিস্ট্রেশন কার্যক্রম শেষ করতে হবে। প্রক্রিয়াটি সম্পন্ন হলে গাড়ি ব্যবহারকারীরা ঘণ্টায় ৩০ কিলোমিটার গতিতে ইটিসি লেন ব্যবহার করতে পারবেন। এ সময় স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীর অ্যাকাউন্ট থেকে নির্ধারিত টোল কাটা হবে।
তবে মোটরসাইকেল দিয়ে পদ্মা সেতু ব্যবহারকারীরা এর আওতায় পড়েনি। ভবিষ্যতে ট্রাস্ট ব্যাংক লিমিটেড ট্যাপের পাশাপাশি অন্যান্য ফাইন্যান্সিয়াল অ্যাপও এই সেবার সঙ্গে যুক্ত হবে বলে আশা করছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। একই সঙ্গে ট্যাপসহ বিভিন্ন ফাইন্যান্সিয়াল অ্যাপের সঙ্গে যুক্ত হওয়ার জন্য কাজ করছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এটুআই।
প্রসঙ্গত, ২০২২ সালের ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করা হয়। পরদিন ২৬ জুন থেকে যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয় এ সেতু।
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার আলকিরহাট গ্রামে কিস্তির টাকা পরিশোধ করতে না পারায় মো. চান মিয়া নামে এক দরিদ্র চা-দোকানির বসতবাড়িসহ দোকানঘরসংলগ্ন জমি লিখে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। ওই গ্রামের ‘আলকিরহাট ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লি.’-এর পরিচালক, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী...
১ ঘণ্টা আগেট্রেন যাত্রীরা জানান, রোববার রাত সাড়ে ১১টায় ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি আজ সোমবার ভোর চারটার দিকে ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া রেল স্টেশনের কাছাকাছি পৌঁছালে বিকট শব্দে এর তিনটি বগি লাইনচ্যুত হয়। এসময় ট্রেনের সহস্রাধিক যাত্রী আতঙ্কে ট্রেন থেকে লাফিয়ে নিচে নেমে আসেন।
১ ঘণ্টা আগেমুন্সিগঞ্জের লৌহজংয়ে অন্তত আটটি দোকান ভস্মীভূত হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার পশ্চিম কুমারভোগ জামে মসজিদসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেচিকিৎসকেরা জানিয়েছেন, তাকে সুস্থ করতে জরুরিভাবে অপারেশন দরকার। অপারেশন করাতে ছয় লাখ টাকা প্রয়োজন। কিন্তু সেই টাকা পরিবারের নেই। প্রায় পাঁচ বছর ধরে শিশুটিকে চিকিৎসা করাতে গিয়ে নিঃস্ব হয়ে পড়েছে পরিবারটি। এখন একসঙ্গে এতগুলো টাকা জোগাড় করতে পরিবারের পক্ষে প্রায় অসম্ভব।
২ ঘণ্টা আগে