সাভার (ঢাকা) প্রতিনিধি
পরিবারের সঙ্গে ঈদ উদ্যাপন করে নাটোর থেকে মোটরসাইকেলে ঢাকার আশুলিয়ায় ফিরছিলেন স্বামী-স্ত্রী। কিন্তু বাসায় পৌঁছার আগেই দ্রুতগতির একটি ট্রাক কেড়ে নেয় তাঁদের প্রাণ। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে আশুলিয়ার বিশমাইল-জিরাব সড়কের বড় রাঙ্গামাটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আশুলিয়া থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) আরাফাত উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
নিহতরা হলেন দেলোয়ার হোসেন ও তাঁর স্ত্রী হাসি বেগম। তাঁদের গ্রামের বাড়ি নাটোরের সিংড়ায়। দেলোয়ার হোসেন আশুলিয়ার রাতুল নিটওয়্যার লিমিটেড নামের পোশাক কারখানায় লাইন চিফ পদে চাকরি করতেন এবং তাঁর স্ত্রী গৃহিণী ছিলেন। তাঁদের দুটি কন্যাসন্তান আছে। আশুলিয়ার পুকুরপাড় বাগানবাড়ি এলাকায় ভাড়া বাসায় থাকতেন তাঁরা।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, জিরাব-বিশমাইল সড়ক দিয়ে মোটরসাইকেল আরোহী দম্পতি জিরাব এলাকার দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি বড় রাঙ্গামাটিয়া এলাকার ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল ওষুধ কারখানার সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। এ সময় একটি ট্রাক তাদের চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে স্থানীয় পিএমকে হাসপাতালে নিলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করে।
নিহত দেলোয়ারের বড় ভাই জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আজকেই তাঁরা গ্রামের বাড়ি থেকে এসেছে। আমি তাঁদের লাশ নিয়ে যেতে চাই। আমরা কোনো মামলা মোকদ্দমা চাই না। আমরা লাশ ময়নাতদন্ত করাতেও চাই না।’
আশুলিয়া থানার পুলিশের উপপরিদর্শক আরাফাত উদ্দিন বলেন, ‘খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আমরা ঘটনাস্থলও পরিদর্শন করেছি। নিহতদের স্বজনেরা এসেছেন। তাঁদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
পরিবারের সঙ্গে ঈদ উদ্যাপন করে নাটোর থেকে মোটরসাইকেলে ঢাকার আশুলিয়ায় ফিরছিলেন স্বামী-স্ত্রী। কিন্তু বাসায় পৌঁছার আগেই দ্রুতগতির একটি ট্রাক কেড়ে নেয় তাঁদের প্রাণ। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে আশুলিয়ার বিশমাইল-জিরাব সড়কের বড় রাঙ্গামাটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আশুলিয়া থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) আরাফাত উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
নিহতরা হলেন দেলোয়ার হোসেন ও তাঁর স্ত্রী হাসি বেগম। তাঁদের গ্রামের বাড়ি নাটোরের সিংড়ায়। দেলোয়ার হোসেন আশুলিয়ার রাতুল নিটওয়্যার লিমিটেড নামের পোশাক কারখানায় লাইন চিফ পদে চাকরি করতেন এবং তাঁর স্ত্রী গৃহিণী ছিলেন। তাঁদের দুটি কন্যাসন্তান আছে। আশুলিয়ার পুকুরপাড় বাগানবাড়ি এলাকায় ভাড়া বাসায় থাকতেন তাঁরা।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, জিরাব-বিশমাইল সড়ক দিয়ে মোটরসাইকেল আরোহী দম্পতি জিরাব এলাকার দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি বড় রাঙ্গামাটিয়া এলাকার ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল ওষুধ কারখানার সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। এ সময় একটি ট্রাক তাদের চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে স্থানীয় পিএমকে হাসপাতালে নিলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করে।
নিহত দেলোয়ারের বড় ভাই জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আজকেই তাঁরা গ্রামের বাড়ি থেকে এসেছে। আমি তাঁদের লাশ নিয়ে যেতে চাই। আমরা কোনো মামলা মোকদ্দমা চাই না। আমরা লাশ ময়নাতদন্ত করাতেও চাই না।’
আশুলিয়া থানার পুলিশের উপপরিদর্শক আরাফাত উদ্দিন বলেন, ‘খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আমরা ঘটনাস্থলও পরিদর্শন করেছি। নিহতদের স্বজনেরা এসেছেন। তাঁদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাগর আহমেদ লাভলুকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) রাতে বাঁশতৈল বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সাগর আহমেদ লাভলু বাঁশতৈল ইউনিয়নের গাইরাবেতিল গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
১০ মিনিট আগে৫৫ হাজার টাকার মোবাইল কেনার বায়না ধরে সাব্বির মোল্লা (১৬) নামের এক স্কুলছাত্র কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেছে। টের পেয়ে স্বজনেরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের চিকিৎসাসেবায় সে প্রাণে বেঁচে যায়। তার এমন কর্মকাণ্ডে পরিবার ও এলাকাবাসী হতবাক।
১২ মিনিট আগেপুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পোড়াগাছা গ্রামের মিলন মাদবর দীর্ঘদিন ধরে ওমানপ্রবাসী। গ্রামের বাড়িতে কেউ না থাকায় মিলন মাদবরের বসতঘরটি পরিত্যক্ত অবস্থায় আছে। গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে সেখানে অভিযান চালায় পুলিশ। অভিযানে পাঁচটি বালতিতে রাখা ৩০টি তাজা হাতবোমা উদ্ধার করা হয়।
১৫ মিনিট আগেগাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তা এলাকায় ৭ আগস্ট যে স্থানে সন্ত্রাসীরা প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যা করেছিল, সেই একই স্থানে বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে এক শরবত বিক্রেতাকে ছুরিকাঘাত করা হয়েছে। গুরুতর আহত ওই ব্যক্তিকে পরে হাসপাতালে ভর্তি করা হয়।
২৯ মিনিট আগে