Ajker Patrika

ফাল্গুনীকে মারধর: ছাত্রলীগের পাঁচ নেতার বিরুদ্ধে অভিযোগ গঠন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ জুন ২০২২, ১৬: ২৫
ফাল্গুনীকে মারধর: ছাত্রলীগের পাঁচ নেতার বিরুদ্ধে অভিযোগ গঠন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফাল্গুনী দাস তন্বীকে মারধরের ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম মোহনা আলমগীর অভিযোগ গঠন করেন।

যাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে তাঁরা হলেন কেন্দ্রীয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বেনজির হোসেন নিশি, সহসভাপতি জিয়াসমিন শান্তা, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহজালাল, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি মো. এনামুল হক ও ঢাবির জাতির পিতা বঙ্গবন্ধু হল ছাত্রলীগের সাংস্কৃতিকবিষয়ক উপসম্পাদক শেখ তানসেন। 

অভিযোগ গঠনের সময় ছাত্রলীগের পাঁচ নেতা আদালতে উপস্থিত ছিলেন। প্রত্যেকে নিজেদের নির্দোষ দাবি করেন। 

গত বছরের ২৪ জানুয়ারি এই পাঁচজন ও অজ্ঞাত চার-পাঁচজনকে আসামি করে ফাল্গুনী মামলা দায়ের করেন। মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন আদালত। তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, ছাত্রলীগের পাঁচ নেতা-কর্মী ফাল্গুনী দাস তন্বীকে মারধর করেছেন, এর সত্যতা পাওয়া গেছে। 

গত বছরের ২২ ডিসেম্বর মারধরের ঘটনা ঘটে। মামলায় তন্বী অভিযোগ করেন, বেনজির হোসেন নিশি ও জিয়াসমিন শান্তা তাঁকে ফোন দিয়ে বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদে যেতে বলেন। সেখানে গেলে তাঁকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তাঁরা মারতে উদ্যত হলে তিনি পালানোর চেষ্টা করেন। তাঁরা তাঁকে ধাওয়া করে বঙ্গবন্ধু টাওয়ারের সামনে ধরে বেধড়ক মারধর করতে থাকেন। এ সময় দুজন ছেলে তাঁকে ঘিরে রাখেন। 

একপর্যায়ে তন্বী মাটিতে পড়ে গেলে শান্তা পায়ে জোরে চাপ দিয়ে ধরে রাখেন। নিশি এলোপাতাড়ি লাথি মারতে থাকেন। গলায় পা দিয়ে চাপ দেওয়ায় গলা দিয়ে রক্তও বেরিয়ে আসে। এ ছাড়া তাঁর পা ও মাথায় আঘাত করেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত