Ajker Patrika

লাইসেন্স ছাড়া গিজার তৈরি, কারখানা সিলগালা ও জরিমানা

  নিজস্ব প্রতিবেদক, ঢাকা 
লাইসেন্স ছাড়া গিজার তৈরি, কারখানা সিলগালা ও জরিমানা

লাইসেন্স ছাড়া ওয়াটার হিটার (গিজার) উৎপাদন ও বাজারজাত করায় রাজধানীর সাভারের একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত। কারখানাটিকে সিলগালা করা হয়েছে। একই সঙ্গে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

আজ রোববার বিএসটিআইয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিএসটিআই জানায়, পণ্যের মান সনদ না করে সাভারের ইম্পেরিয়াল ইলেকট্রিক্যাল অ্যান্ড গ্যাস অ্যাপ্লায়েন্স কোম্পানি (ইগা ব্যান্ড) গিজার বিক্রি ও বাজারজাত করে আসছিল। বিএসটিআইয়ের বাধ্যতামূলক সনদের আওতাভুক্ত হলেও লাইসেন্স না নিয়ে গিজার উৎপাদন ও বাজারজাত করার অপরাধে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটিতে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

বিএসটিআই আরও জানায়, বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী ইম্পেরিয়াল ইলেকট্রিক্যাল অ্যান্ড গ্যাস অ্যাপ্লায়েন্স কোম্পানি (ইগা ব্র্যান্ড), রাজফুলবাড়ীয়া, সাভারকে এক লাখ এবং পণ্য মোড়ক জাতকরণ সনদ না নিয়ে বিক্রির দায়ের ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুসারে টাকা আরও এক লাখ টাকাসহ সর্বমোট দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

প্রসঙ্গত, পণ্যের গুরুত্ব, ঝুঁকিসহ নানাবিধ বিষয় বিবেচনা করে সরকার বিভিন্ন সময়ে এসআরও জারির মাধ্যমে ২৭৩টি পণ্য বিএসটিআইয়ের বাধ্যতামূলক মান সনেদের আওতাভুক্ত করেছে। এসব পণ্য উৎপাদন, বাজারজাত এবং বাণিজ্যিক প্রচারের জন্য বিএসটিআইয়ের মান সনদ গ্রহণ বাধ্যতামূলক। 

অভিযান পরিচালনা করেন বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমরান হোসেন। এ সময়ে উপস্থিত ছিলেন বিএসটিআইয়ের ফিল্ড অফিসার মো. রাশেদ আল মামুন ও পরিদর্শক মো. মঈন উদ্দিন। ভ্রাম্যমাণ আদালতকে সার্বিক সহযোগিতা করেন ফিল্ড অফিসার মো. খালেদ হোসেন। এ সময় ঢাকা মহানগর পুলিশ ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত