Ajker Patrika

শিক্ষার্থীদের মারধরের ভিডিও ধারণের সন্দেহে আজকের পত্রিকার প্রতিবেদককে হেনস্তা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৬ জুলাই ২০২৪, ২১: ২৯
শিক্ষার্থীদের মারধরের ভিডিও ধারণের সন্দেহে আজকের পত্রিকার প্রতিবেদককে হেনস্তা

রাজধানীর শাহবাগে হেনস্তার শিকার হয়েছেন আজকের পত্রিকার নিজস্ব প্রতিবেদক সাইফুল মাসুম। কোটা সংস্কার আন্দোলনকারীদের মারধরের ভিডিও ধারণ করছেন তিনি, এমন সন্দেহে তাঁর মোবাইল ফোন চেক করে হেনস্তা করা হয়।

আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। বিকেলে শাহবাগে আওয়ামী লীগের লোকজনের মারধরের শিকার হন কয়েকজন শিক্ষার্থী। মারধরের ভিডিও ধারণ করা হয়েছে সন্দেহে লাঠি হাতে হেলমেট পরিহিত কয়েকজন আজকের পত্রিকার এই প্রতিবেদককে ঘিরে ধরেন। মোবাইল চেক করা হয়। টিএসসি ও শহীদ মিনারে আন্দোলন হচ্ছে, শাহবাগে কেন জিজ্ঞাসা করে স্থান ত্যাগ করতে বলা হয়।

শাহবাগ জাদুঘরের সামনে দুপুর থেকে অবস্থান করছিলেন স্থানীয় কাউন্সিলর (ডিএসসিসি-২১) মোহাম্মদ আসাদুজ্জামানের নেতৃত্বে ২০-২৫ জন নেতা-কর্মী। ওই পথ ধরে যাওয়া শিক্ষার্থীদের সন্দেহ হলেই তাঁরা মোবাইল চেক করেন। আন্দোলনের সমর্থনে কিছু পেলেই শিক্ষার্থীদের মারধর করে কান ধরে ওঠবস করানো হয়। আওয়ামী লীগের লোকজনের হাতে মারধরের শিকার হওয়া একজন সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী তাজিম আহমেদ খান। তাঁকে মারধরের পর কান ধরে ওঠবস করানো হয় এবং স্লোগান দিতে বলা হয়।

তাজিম আজকের পত্রিকাকে বলেন, তিনি কোটা সংস্কার আন্দোলনের সমর্থক। আন্দোলনে অংশ নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে যাচ্ছিলেন। শাহবাগে আওয়ামী লীগের লোকজন তাঁর মোবাইল ছিনিয়ে নেন এবং মারধর করেন।

তাজিনের পর আরও কয়েকজন শিক্ষার্থীকে মারধর করতে দেখা যায়। আশপাশের উৎসাহী লোকজন যাঁরা মারধরের ভিডিও করছিলেন, তাঁদের মোবাইল ছিনিয়ে নিয়ে তা ডিলিট করে দেওয়া হয়।

মারধরের ঘটনার আগে কাউন্সিলর মোহাম্মদ আসাদুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা এখানে অবস্থান নিয়েছি যাতে কেউ কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি করতে না পারে। জনমানুষের চলাচলে ভোগান্তি হয় এমন কোনো কর্মকাণ্ড আন্দোলনকারীরা করলে আমরা কঠোর হস্তে দমন করব। তারা যদি শান্তিপূর্ণ আন্দোলন করে তাহলে ভালো, নয়তো আমরা বিষয়টি দেখব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত