মুন্সিগঞ্জ প্রতিনিধি
ধলেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে মুন্সিগঞ্জের সিরাজদিখানের ক্ষুব্ধ বাসিন্দারা ড্রেজারে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন। আজ মঙ্গলবার বেলা আড়াইটার দিকে রাজানগর ইউনিয়নের সৈয়দপুর কান্দা এলাকার পাশে নদীতে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, একটি প্রভাবশালী মহল বেশ কয়েক দিন ধরে ড্রেজার বসিয়ে ধলেশ্বরী নদী থেকে বালু উত্তোলন করে আসছে। এতে আশপাশের গ্রামগুলোতে নদীভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে। এমনকি সৈয়দপুর-সোনাকান্দা সেতুটিও ঝুঁকির মুখে পড়েছে।
এলাকাবাসীর অভিযোগ, এ বিষয়ে একাধিকবার উপজেলা প্রশাসনকে জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে বাধ্য হয়ে নদীর দুই পাড়ের বাসিন্দারা নিজেরাই ড্রেজারটি বন্ধ করে দেন। এ সময় ভাঙচুর করা হয়।
এ বিষয়ে শেখরনগর পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ তাইজুল ইসলাম বলেন, ‘ধলেশ্বরী নদীতে বালু উত্তোলনের ঘটনায় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ড্রেজারে আক্রমণ চালায়। আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই এবং স্থানীয় লোকদের বলি বিষয়টি উপজেলা প্রশাসনকে জানাতে। পরে সবাই এলাকা ছেড়ে চলে যায়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।’
যোগাযোগ করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা আক্তার বলেন, ‘ধলেশ্বরী নদীতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং এর আগেও পুলিশ পাঠানো হয়েছিল। তবে যেহেতু নদীর ওই অংশ কেরানীগঞ্জ উপজেলার সীমানায় পড়ে, তাই আমরা সরাসরি ব্যবস্থা নিতে পারিনি। শুনেছি, ড্রেজারের মালিকপক্ষ উচ্চ আদালত থেকে ছয় মাসের রিট (স্থগিতাদেশ) নিয়েছে। আজ স্থানীয় লোকেরা নদীভাঙনের আশঙ্কায় ক্ষিপ্ত হয়ে ড্রেজারের কিছু অংশ সরিয়ে নিয়েছে বা ভাঙচুর করেছে বলে জেনেছি। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি।’
ধলেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে মুন্সিগঞ্জের সিরাজদিখানের ক্ষুব্ধ বাসিন্দারা ড্রেজারে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন। আজ মঙ্গলবার বেলা আড়াইটার দিকে রাজানগর ইউনিয়নের সৈয়দপুর কান্দা এলাকার পাশে নদীতে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, একটি প্রভাবশালী মহল বেশ কয়েক দিন ধরে ড্রেজার বসিয়ে ধলেশ্বরী নদী থেকে বালু উত্তোলন করে আসছে। এতে আশপাশের গ্রামগুলোতে নদীভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে। এমনকি সৈয়দপুর-সোনাকান্দা সেতুটিও ঝুঁকির মুখে পড়েছে।
এলাকাবাসীর অভিযোগ, এ বিষয়ে একাধিকবার উপজেলা প্রশাসনকে জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে বাধ্য হয়ে নদীর দুই পাড়ের বাসিন্দারা নিজেরাই ড্রেজারটি বন্ধ করে দেন। এ সময় ভাঙচুর করা হয়।
এ বিষয়ে শেখরনগর পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ তাইজুল ইসলাম বলেন, ‘ধলেশ্বরী নদীতে বালু উত্তোলনের ঘটনায় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ড্রেজারে আক্রমণ চালায়। আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই এবং স্থানীয় লোকদের বলি বিষয়টি উপজেলা প্রশাসনকে জানাতে। পরে সবাই এলাকা ছেড়ে চলে যায়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।’
যোগাযোগ করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা আক্তার বলেন, ‘ধলেশ্বরী নদীতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং এর আগেও পুলিশ পাঠানো হয়েছিল। তবে যেহেতু নদীর ওই অংশ কেরানীগঞ্জ উপজেলার সীমানায় পড়ে, তাই আমরা সরাসরি ব্যবস্থা নিতে পারিনি। শুনেছি, ড্রেজারের মালিকপক্ষ উচ্চ আদালত থেকে ছয় মাসের রিট (স্থগিতাদেশ) নিয়েছে। আজ স্থানীয় লোকেরা নদীভাঙনের আশঙ্কায় ক্ষিপ্ত হয়ে ড্রেজারের কিছু অংশ সরিয়ে নিয়েছে বা ভাঙচুর করেছে বলে জেনেছি। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি।’
নাটোর চিনিকলে দুর্ধর্ষ ডাকাতি ঘটেছে। রাতভর কারখানার নিরাপত্তা প্রহরীদের হাত-পা বেঁধে অস্ত্রের মুখে বিপুল পরিমাণ সরঞ্জাম ও যন্ত্রাংশ লুট করেছে ৪০ থেকে ৫০ জনের একটি ডাকাতদল। গতকাল শনিবার দিবাগত রাত দেড়টা থেকে ভোর পর্যন্ত এ ডাকাতির ঘটনা ঘটে। চিনিকলের নিরাপত্তা প্রহরীদের বরাত দিয়ে নাটোর সদর থানার ভারপ্র
৪ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে স্ত্রীকে পুড়িয়ে মেরেছে এক স্বামী। স্ত্রীকে ঘরের ভেতর রেখে বাইরে তালাবদ্ধ করে পেট্রল ঢেলে আগুন দিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় ঘাতক স্বামী। স্থানীয়রা বসতবাড়িতে আগুন দেখতে পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করে। ততক্ষণে পুড়ে অঙ্গার গার্মেন্টস কর্মী গৃহবধূর শরীর। গতকাল শনিবার দিবাগ
৩৫ মিনিট আগেপিরোজপুরের নেছারাবাদ উপজেলায় মোসা. আইমিন (২৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে উপজেলার বলদিয়া ইউনিয়নের দক্ষিণ বিন্না গ্রামে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আইমিন একই গ্রামের ফাইজুল হক ও আখতারুননাহারের মেয়ে। তিনি মো. রাজু মাঝির স্ত্রী।
১ ঘণ্টা আগেপ্রতিষ্ঠার পরের বছর থেকে (২০২২ সাল) একাডেমিক কার্যক্রম শুরু করে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়। তবে তা নিজস্ব ক্যাম্পাসে নয়, কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজের ১০ তলা ভবনের তৃতীয় ও চতুর্থ তলায়। কথা ছিল নির্দিষ্ট সময় পর নিজস্ব ক্যাম্পাসে চলে যাবে, কিন্তু তা হয়নি।
৭ ঘণ্টা আগে