নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিভিন্ন সময়ে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবে ভিডিও শেয়ার করে আলোচনায় এসেছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। এ নিয়ে আলোচনা যেমন আছে, তেমনি আছে সমালোচনা। কখনো ব্যক্তি, কখনো জোট, কখনো সংগঠন তাঁর সমালোচনা করছে। এবার তাঁর কর্মকাণ্ড থেকে দেশের ‘সংস্কৃতিকে’ বাঁচানোর দাবি তুলেছে বাংলাদেশ অপসংস্কৃতি প্রতিরোধ সংস্থা নামের একটি সংগঠন।
হিরো আলমের হাত থেকে দেশের ‘সংস্কৃতি’ বাঁচানোর দাবি নিয়ে সংগঠনটি আজ মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনও করেছে। এতে সংগঠনটির সভাপতি বিপ্লব শরীফ, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম কাজলসহ কয়েকজন সংস্কৃতি কর্মী উপস্থিত ছিলেন।
মানববন্ধন থেকে বিপ্লব শরীফ বলেন, ‘গান ও অভিনয়কে বিকৃতির ক্ষেত্রে আমাদের কাছে মনে হয়েছে হিরো আলম সব থেকে এগিয়ে আছেন। এই হিরো আলমকে দেশের মানুষ প্রশ্রয় দিয়ে মাথায় তুলেছে। আর সেই কারণে সে মানুষের আবেগ ও দেশের ভাবমূর্তি নষ্ট করছে। তাঁর বিরুদ্ধে আরও নানা রকমের অভিযোগ রয়েছে। রবীন্দ্রসংগীত বিকৃতি করায় আমরা তাঁকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’
আরিফুল ইসলাম কাজল বলেন, ‘হিরো আলম দেশের মানুষকে বিভিন্নভাবে অতিষ্ঠ করে তুলেছে। তার এসব কর্মকাণ্ডে দেশের মানুষ চুপ থাকলেও, আমরা পারছি না বলেই আজকের এই আন্দোলনের ডাক দেওয়া। আমরা বাংলাদেশ অপসংস্কৃতি প্রতিরোধ সংস্থার মাধ্যমে সকল অপসংস্কৃতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব।’
মানববন্ধনে অন্য বক্তারা বলেন, হিরো আলমের জন্য ভারতীয়রা এ দেশের সংস্কৃতিকে হেয় করে। তারা নানা ধরনের কথা বলে সংস্কৃতি নিয়ে। হিরো আলম কয়েক দিন আগে ‘আমারও পরানো যাহা চায়’ গানটি গেয়েছেন। শুধু তা-ই নয়, ওপার বাংলার কিংবদন্তি শিল্পী মৌসুমী ভৌমিকের ‘আমি শুনেছি সেদিন তুমি’ গানটিও কণ্ঠে তুলে বিতর্কের জন্ম দিয়েছেন হিরো আলম। এরপর বলিউড গায়ক কৃষ্ণ কুমার কুন্নাথের (কেকে) মৃত্যুর পর তাঁর জনপ্রিয় গান ‘জিন্দেগি দো পাল কি’ গেয়েও সমালোচিত হন তিনি। তাঁদের মতে, এসব কর্মকাণ্ডের মাধ্যমে হিরো আলম গোটা দেশের সংস্কৃতিকে অসম্মান করছেন।
বিভিন্ন সময়ে ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবে ভিডিও শেয়ার করে আলোচনায় এসেছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। এ নিয়ে আলোচনা যেমন আছে, তেমনি আছে সমালোচনা। কখনো ব্যক্তি, কখনো জোট, কখনো সংগঠন তাঁর সমালোচনা করছে। এবার তাঁর কর্মকাণ্ড থেকে দেশের ‘সংস্কৃতিকে’ বাঁচানোর দাবি তুলেছে বাংলাদেশ অপসংস্কৃতি প্রতিরোধ সংস্থা নামের একটি সংগঠন।
হিরো আলমের হাত থেকে দেশের ‘সংস্কৃতি’ বাঁচানোর দাবি নিয়ে সংগঠনটি আজ মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনও করেছে। এতে সংগঠনটির সভাপতি বিপ্লব শরীফ, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম কাজলসহ কয়েকজন সংস্কৃতি কর্মী উপস্থিত ছিলেন।
মানববন্ধন থেকে বিপ্লব শরীফ বলেন, ‘গান ও অভিনয়কে বিকৃতির ক্ষেত্রে আমাদের কাছে মনে হয়েছে হিরো আলম সব থেকে এগিয়ে আছেন। এই হিরো আলমকে দেশের মানুষ প্রশ্রয় দিয়ে মাথায় তুলেছে। আর সেই কারণে সে মানুষের আবেগ ও দেশের ভাবমূর্তি নষ্ট করছে। তাঁর বিরুদ্ধে আরও নানা রকমের অভিযোগ রয়েছে। রবীন্দ্রসংগীত বিকৃতি করায় আমরা তাঁকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।’
আরিফুল ইসলাম কাজল বলেন, ‘হিরো আলম দেশের মানুষকে বিভিন্নভাবে অতিষ্ঠ করে তুলেছে। তার এসব কর্মকাণ্ডে দেশের মানুষ চুপ থাকলেও, আমরা পারছি না বলেই আজকের এই আন্দোলনের ডাক দেওয়া। আমরা বাংলাদেশ অপসংস্কৃতি প্রতিরোধ সংস্থার মাধ্যমে সকল অপসংস্কৃতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব।’
মানববন্ধনে অন্য বক্তারা বলেন, হিরো আলমের জন্য ভারতীয়রা এ দেশের সংস্কৃতিকে হেয় করে। তারা নানা ধরনের কথা বলে সংস্কৃতি নিয়ে। হিরো আলম কয়েক দিন আগে ‘আমারও পরানো যাহা চায়’ গানটি গেয়েছেন। শুধু তা-ই নয়, ওপার বাংলার কিংবদন্তি শিল্পী মৌসুমী ভৌমিকের ‘আমি শুনেছি সেদিন তুমি’ গানটিও কণ্ঠে তুলে বিতর্কের জন্ম দিয়েছেন হিরো আলম। এরপর বলিউড গায়ক কৃষ্ণ কুমার কুন্নাথের (কেকে) মৃত্যুর পর তাঁর জনপ্রিয় গান ‘জিন্দেগি দো পাল কি’ গেয়েও সমালোচিত হন তিনি। তাঁদের মতে, এসব কর্মকাণ্ডের মাধ্যমে হিরো আলম গোটা দেশের সংস্কৃতিকে অসম্মান করছেন।
সাদাপাথর, জাফলং, বিছনাকান্দির পর এবার লুটপাটে অস্তিত্ব হারানোর পথে সিলেটের জৈন্তাপুর উপজেলার রাংপানি। সেখান থেকেও শুরু হয়েছে পাথর চুরি। দিনদুপুরে ঘটছে এসব ঘটনা। রাংপানি পর্যটনকেন্দ্র একসময় শ্রীপুর নামে পরিচিত ছিল। সালমান শাহসহ বেশ কয়েকজন জনপ্রিয় নায়কের সিনেমার শুটিং হয়েছিল সেই সময়।
১৩ মিনিট আগেনদ-নদীতে পানি বাড়ায় রাজশাহী বিভাগের পাঁচ জেলায় কমপক্ষে সাড়ে ছয় হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ভাঙনের কবলে পড়েছে অনেক বাড়িঘর। গতকাল রোববার সকাল থেকে পদ্মার পানি কমছে। এর ফলে ভাঙন আরও বেড়ে যাওয়ার আশঙ্কা করছে নদীপারের মানুষ। এদিকে রংপুরের পীরগাছায় অর্ধশত পরিবার এখন নদীভাঙনের কারণে অসহায় দিন পার করছে
৩১ মিনিট আগেচাঁপাইনবাবগঞ্জ জেলা সদর হাসপাতালেই ডেঙ্গুর হটস্পট রয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ছাড়া হাসপাতালের চিকিৎসাসেবা নিয়ে প্রশ্ন তুলেছেন রোগী ও তাঁদের স্বজনেরা।
৩৪ মিনিট আগেকক্সবাজারের রামু উপজেলা সদর থেকে বাঁকখালী নদীর তীরের তিন কিলোমিটার আঁকাবাঁকা পথ বেয়ে গেলেই রামু-নাইক্ষ্যংছড়ি সড়কের জাদিপাড়া। সড়কের পাশ ঘেঁষে ৩০০ ফুট উঁচু পাহাড়চূড়ায় অবস্থিত প্রায় ২৫০ বছরের প্রাচীন লাওয়ে জাদি (প্যাগোডা)।
৪০ মিনিট আগে