Ajker Patrika

আশুলিয়ায় যুবককে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, সাভার
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

আশুলিয়ায় রুবেল মণ্ডল (৩৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে পুলিশ।

রুবেল মণ্ডল আশুলিয়া ইউনিয়নের পাড়াগ্রাম দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা। তিনি ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রুহুল আমিন মণ্ডলের ভাই।

পুলিশ জানায়, আজ দুপুরের দিকে পাড়াগ্রামের পাশের এলাকা দেউনের একটি নির্জন এলাকা থেকে রুবেল মণ্ডলের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এরপর ময়নাতদন্তের জন্য পুলিশ লাশ মর্গে পাঠিয়ে দেয়। ধারণা করা হচ্ছে, আজ দিনের কোনো এক সময় রুবেল মণ্ডলকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

স্থানীয়রা জানান, সকালে রুবেল মণ্ডলকে এলাকায় দেখা গেছে। এরপর আর তাঁকে দেখেননি তাঁরা।

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সোহরাব আল হোসাইন বলেন, রবিউল মণ্ডলের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এ থেকে বোঝা যাচ্ছে, তাঁকে হত্যা করা হয়েছে। তবে কারা কী কারণে তাঁকে হত্যা করেছে, তা নিশ্চিত হওয়া যায়নি। তিনি আরও বলেন, হত্যার উদ্দেশ্য এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে। পাশাপাশি মামলার প্রস্তুতিও চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

ভাগনের বিয়েতে ১ কেজি সোনা, ৪ বস্তা টাকা, ২১০ বিঘা জমি, পেট্রলপাম্প উপহার দিল মাড়োয়ারি পরিবার

আকাশ প্রতিরক্ষায় কে এগিয়ে, পাকিস্তান কি ভারতের আক্রমণ ঠেকাতে সক্ষম

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের এমডির অপসারণের দাবিতে আন্দোলনে কর্মীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত