Ajker Patrika

অসুস্থ কিশোরীকে পরীক্ষা করে জানা গেল ৫ মাসের অন্তঃসত্ত্বা, যুবক গ্রেপ্তার

সাভার (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ১৭ মার্চ ২০২৪, ১৬: ০০
অসুস্থ কিশোরীকে পরীক্ষা করে জানা গেল ৫ মাসের অন্তঃসত্ত্বা, যুবক গ্রেপ্তার

কিশোরী (১৫) মেয়েটি বেশ কদিন ধরে অসুস্থ। একপর্যায়ে তা নিয়ে বাবা-মায়ের সন্দেহ হয়। হাসপাতালে নিয়ে পরীক্ষা করাতেই জানা গেল মেয়ে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। পরে মেয়েকে জিজ্ঞাসা করে তাঁরা জানতে পারেন এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কের কথা। যিনি কিনা বিয়ের আশ্বাস দিয়ে দীর্ঘদিন ধরে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করে আসছিলেন। ঢাকার সাভারের এ ঘটনায় ওই যুবকের বিরুদ্ধে ধর্ষণের মামলা করলে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। 

গতকাল শনিবার ওই যুবককে গ্রেপ্তারের পর আজ রোববার দুপুরে তাঁকে আদালতে সোপর্দ করে পুলিশ। গ্রেপ্তার এবাদত আলী (২১) হলেন কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার তমজেদ আলীর ছেলে।

মামলার এজাহার থেকে জানা গেছে, প্রেমের সম্পর্ক গড়ে তুলে কিশোরীকে নিজের বাসায় ডেকে নিয়ে বেশ কয়েকবার ধর্ষণ করেছেন ওই যুবক। গত ৫ ডিসেম্বর ধর্ষণের পর ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।

এ বিষয়ে জানতে চাইলে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মাসুদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ধর্ষণের অভিযোগে যুবককে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। ভুক্তভোগী কিশোরীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত