মুন্সিগঞ্জ প্রতিনিধি
স্ত্রীকে ফোনে বলেছিলেন বাসায় আসবেন। বাড়িতে এসে পড়বেন শবে বরাতের নামাজ। সেই প্রতীক্ষায় বসেছিলেন স্ত্রী। কিন্তু আর ফিরে আসেননি মহিউদ্দিন আখন্দ (৫০)। রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারের বিস্ফোরণে নিহত তিনি।
মহিউদ্দিন আখন্দের বাড়ি মুন্সিগঞ্জ সদরের আধারা ইউনিয়নের সৈয়দপুর এলাকায়। তিনি ওই এলাকার মৃত সমির আখন্দের ছেলে।
আজ বুধবার সকালে মুন্সিগঞ্জে স্থানীয় কবরস্থানে মহিউদ্দিন আখন্দকে দাফন করা হয়েছে।
স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, ক্যাফে কুইন মার্কেটের একটি স্যানিটারি দোকানের ম্যানেজার ছিলেন মহিউদ্দিন আখন্দ। দুই বছর যাবৎ ওই মার্কেটের আজাদ স্যানিটারি দোকানে ম্যানেজার হিসেবে কাজ করতেন। এর আগে আলু বাজারে ব্যবসাপ্রতিষ্ঠান ছিল তাঁর। কিন্তু ব্যবসায় লোকসান হওয়া দোকান ছেড়ে দেন তিনি।
মহিউদ্দিনের ভাতিজি পারভিন বেগম জানান, বিস্ফোরণের দিন মহিউদ্দিন আখন্দ দোকানেই বসেছিলেন। হঠাৎ বিস্ফোরণে তাঁর মৃত্যু হয়।
এদিকে তাঁর মৃত্যুর খবরে বারবার অচেতন হয়ে যাচ্ছেন তাঁর স্ত্রী পারভিন বেগম। জ্ঞান ফিরে এলে কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘গতকালকে (মঙ্গলবার সকালে) আমাকে বলেছিল সে বাসায় আসবে, শবে বরাতের নামাজ পড়বে। আর বিকেল বেলায় জানতে পারলাম সেখানে বিস্ফোরণ হয়েছে। আমার স্বামী তো এল, কিন্তু লাশ হয়ে এল। এখন আমি আমার দুটা সন্তান নিয়ে কোথায় যাব? কী করব?’
আজ সকালে মুন্সিগঞ্জে আধারার সৈয়দপুর আল আমিন দাখিল মাদ্রাসা মাঠে জানাজা শেষে এলাকার একটি কবরস্থানে মহিউদ্দিন আখন্দকে দাফন করা হয়েছে বলে জানান তাঁর স্বজনেরা।
স্ত্রীকে ফোনে বলেছিলেন বাসায় আসবেন। বাড়িতে এসে পড়বেন শবে বরাতের নামাজ। সেই প্রতীক্ষায় বসেছিলেন স্ত্রী। কিন্তু আর ফিরে আসেননি মহিউদ্দিন আখন্দ (৫০)। রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারের বিস্ফোরণে নিহত তিনি।
মহিউদ্দিন আখন্দের বাড়ি মুন্সিগঞ্জ সদরের আধারা ইউনিয়নের সৈয়দপুর এলাকায়। তিনি ওই এলাকার মৃত সমির আখন্দের ছেলে।
আজ বুধবার সকালে মুন্সিগঞ্জে স্থানীয় কবরস্থানে মহিউদ্দিন আখন্দকে দাফন করা হয়েছে।
স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, ক্যাফে কুইন মার্কেটের একটি স্যানিটারি দোকানের ম্যানেজার ছিলেন মহিউদ্দিন আখন্দ। দুই বছর যাবৎ ওই মার্কেটের আজাদ স্যানিটারি দোকানে ম্যানেজার হিসেবে কাজ করতেন। এর আগে আলু বাজারে ব্যবসাপ্রতিষ্ঠান ছিল তাঁর। কিন্তু ব্যবসায় লোকসান হওয়া দোকান ছেড়ে দেন তিনি।
মহিউদ্দিনের ভাতিজি পারভিন বেগম জানান, বিস্ফোরণের দিন মহিউদ্দিন আখন্দ দোকানেই বসেছিলেন। হঠাৎ বিস্ফোরণে তাঁর মৃত্যু হয়।
এদিকে তাঁর মৃত্যুর খবরে বারবার অচেতন হয়ে যাচ্ছেন তাঁর স্ত্রী পারভিন বেগম। জ্ঞান ফিরে এলে কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘গতকালকে (মঙ্গলবার সকালে) আমাকে বলেছিল সে বাসায় আসবে, শবে বরাতের নামাজ পড়বে। আর বিকেল বেলায় জানতে পারলাম সেখানে বিস্ফোরণ হয়েছে। আমার স্বামী তো এল, কিন্তু লাশ হয়ে এল। এখন আমি আমার দুটা সন্তান নিয়ে কোথায় যাব? কী করব?’
আজ সকালে মুন্সিগঞ্জে আধারার সৈয়দপুর আল আমিন দাখিল মাদ্রাসা মাঠে জানাজা শেষে এলাকার একটি কবরস্থানে মহিউদ্দিন আখন্দকে দাফন করা হয়েছে বলে জানান তাঁর স্বজনেরা।
টাঙ্গাইলের মধুপুরে শিক্ষার্থীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে এক শিক্ষককে জুতাপেটা করেছেন নারী অভিভাবকেরা। আজ বুধবার দুপুরে মধুপুরের আকাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে এই ঘটনা ঘটে। তবে ওই শিক্ষক বলছেন, স্থানীয় এক যুবককে শাসন করায় সে ষড়যন্ত্র করে এ ঘটনা ঘটিয়েছে।
২১ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলার অভিযোগে সম্প্রতি ২৫৯ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছিল প্রশাসন। সেই তালিকায় মারধরে নিহত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা শামীম মোল্লার নামও রয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
৩৯ মিনিট আগেঅধ্যক্ষকে পদত্যাগে ‘বাধ্য করানোর চেষ্টা’ ও ‘হেনস্তা’ করার ঘটনার প্রতিবাদে বিক্ষোভে নেমেছেন ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা। আজ বুধবার সকাল থেকে রাজধানীর শ্যামলীতে অবস্থিত এই বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি ছাড়া অন্য সব চিকিৎসাসেবা বন্ধ রয়ে
৪০ মিনিট আগেখুলনায় প্রকাশ্যে এক যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। আজ বুধবার সন্ধ্যায় নগরীর বয়রা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
৪৩ মিনিট আগে