Ajker Patrika

ভাঙন আতঙ্কে কৃষকের স্বপ্ন

মো. শামীম হোসেন, পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি
ভাঙন আতঙ্কে কৃষকের স্বপ্ন

রাজবাড়ীর পাংশায় পদ্মা নদীর তীরবর্তী এলাকায় বাম্পার ফলন হয়েছে আখের। বাম্পার ফলন হওয়ায় স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখেছিল কৃষকেরা। সেই স্বপ্নই এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে ভাঙন আতঙ্কে। 

উপজেলার বাহাদুরপুর ও হাবাসপুর ইউনিয়নের পদ্মা নদীর তীরবর্তী এলাকার পাঁচটি গ্রামের আখ খেত নদী ভাঙনের কবলে পড়েছে। শুধু আখ খেতই নয় বসত ভিটাও এখন নদী ভাঙনের আশঙ্কা। সম্প্রতি নদীর পানি কমতে শুরু করেছে। পানি কমার ভাঙন আতঙ্কে ফসলি জমি। ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন পদ্মাপারের কৃষকেরা। 

গতকাল শুক্রবার সরেজমিনে গেলে কৃষক আলামিন হোসেন বলেন, এবার আখের বাম্পার ফলন হয়েছিল। ফসলের বাম্পার ফলন হওয়ায় স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখেছিলাম আমরা। সেই স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। নদীর পানি কমায় ভাঙন আতঙ্কে রয়েছি আমরা। 

উপজেলা কৃষি অফিসার রতন কুমার ঘোষ জানান, নদীর তীরবর্তী দুটি ইউনিয়ন। দুটি ইউনিয়নে ৫৫ হেক্টর আখ ও সাড়ে ১০ হেক্টর বামন ধানের চাষ হয়েছে। ইতিমধ্যে নদীর তীব্র স্রোতে বাহাদুরপুর ইউনিয়নের বালুঘাট এলাকায় প্রায় চার হেক্টর জমির আখের ফসল নদীতে বিলীন হয়ে গেছে। এতে করে কৃষকের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখনো হুমকির মুখে রয়েছে বাকি ফসলি জমি গুলো।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত