Ajker Patrika

বিকল ইঞ্জিন সারানোর পর লাইনচ্যুত

বিকল ইঞ্জিন সারানোর পর লাইনচ্যুত

গাজীপুরের শ্রীপুরে ঢাকাগামী বলাকা নামের একটি যাত্রীবাহী ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। বুধবার রাত আটটার দিকে শ্রীপুর রেলস্টেশনের দক্ষিণ দিকে বন বিভাগের কার্যালয়-সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। এতে করে ঢাকা-ময়মনসিংহ রেলসড়কে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ফলে ট্রেনের যাত্রীরা পড়েছেন চরম ভোগান্তিতে। 

স্থানীয় বাসিন্দা আব্দুল লতিফ বলেন, ঢাকাগামী বলাকা ট্রেন শ্রীপুর স্টেশনে পৌঁছানোর পর ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে রেলওয়ের নিজস্ব টেকনিশিয়ানরা ইঞ্জিন সারিয়ে পরীক্ষার জন্য সামনে গেলে, স্টেশনের দক্ষিণ পাশে গিয়ে লাইনচ্যুত হয়। 

বলাকা ট্রেনের যাত্রী, ময়মনসিংহের গফরগাঁওয়ের বাসিন্দা মো. বুলবুল ইসলাম বলেন, ‘গফরগাঁও থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছিলাম। এখন ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হওয়ায় সড়কপথে যেতে হবে। এতে স্ত্রী-সন্তান নিয়ে খুবই কষ্টে ঢাকায় ফিরতে হবে।’ 

রাকিবুল হাসান নামের ওপর এক যাত্রী বলেন, যতক্ষণ পর্যন্ত ইঞ্জিন না উদ্ধার হবে ততক্ষণ পর্যন্ত এখানেই সময় কাটাতে হবে। কখন যে ইঞ্জিন উদ্ধার হবে এ বিষয়ে রেলস্টেশনের দায়িত্বরতরা বলতে পারছেন না। 

শ্রীপুর রেলওয়ে সহকারী স্টেশনমাস্টার শামিমা জাহান আজকের পত্রিকাকে বলেন, রেলস্টেশনে প্রবেশের একটু দক্ষিণ পাশে ঢাকাগামী বলাকা ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। আপাতত ঢাকা ময়মনসিংহ রেল সড়কে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ট্রেন লাইনচ্যুত হওয়ার কারণে ময়মনসিংহগামী যমুনা, ঢাকাগামী মহুয়া ও ব্রহ্মপুত্র নামের তিনটি ট্রেন দুপাশে আটকে রয়েছে।

শামিমা জাহান আরও বলেন, উদ্ধারকারী ইঞ্জিনকে খবর দেওয়া হয়েছে। আশা করা যায়, দ্রুত সময়ের মধ্যে ইঞ্জিন উদ্ধার করে ট্রেন চলাচল স্বাভাবিক করা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

যুক্তরাষ্ট্র-চীন সমঝোতায় এক দিনে ১০০ ডলার কমল সোনার দাম

যুদ্ধ বলিউডের সিনেমা নয়: ভারতের সাবেক সেনাপ্রধান

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত