Ajker Patrika

পাভেল হায়দার চৌধুরীর বিরুদ্ধে মামলায় বিপিজেএর উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২২, ১১: ২৮
পাভেল হায়দার চৌধুরীর বিরুদ্ধে মামলায় বিপিজেএর উদ্বেগ

দৈনিক দেশ রূপান্তরের জ্যেষ্ঠ প্রতিবেদক ও বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) সদস্য পাভেল হায়দার চৌধুরীর বিরুদ্ধে মামলা করায় উদ্বেগ প্রকাশ করেছে বিপিজেএ। গতকাল মঙ্গলবার বিপিজেএর পক্ষ থেকে এক বিবৃতিতে সংগঠনের সভাপতি হারুন আল রশীদ ও সাধারণ সম্পাদক নাফিসা দৌলা এ হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, গত ৬ জুলাই দৈনিক দেশ রূপান্তর পত্রিকার অনলাইন ও মুদ্রিত মাধ্যমে ‘ছাত্রলীগের পদ কোটি টাকা’ শিরোনামে সংবাদ প্রকাশের সূত্র ধরে মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলামের আদালতে কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক ইন্দ্রনীল দেব শর্মা মামলাটির আবেদন করেন। এ সময় বাদীর জবানবন্দি গ্রহণ শেষে পাভেল হায়দার চৌধুরী ও দেশ রূপান্তর পত্রিকার প্রকাশক মাহির আলী খান রাতুলকে হাজির হতে সমন জারি করেন আদালত। 

বিপিজেএর নেতারা বলেন, ‘আড়াই মাস আগে প্রকাশিত সংবাদকে কেন্দ্র করে একটি জাতীয় দৈনিকের সাংবাদিক ও প্রকাশকের বিরুদ্ধে মামলা দুরভিসন্ধিমূলক। কোনো সংবাদ প্রকাশ হলেই সংশ্লিষ্ট সংবাদমাধ্যম ও প্রতিবেদকের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দায়ের করা অপসংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে। বিপিজেএ মনে করে, এটি একটি হয়রানিমূলক মামলা, যা স্বাধীন সাংবাদিকতা ও মুক্ত গণমাধ্যমের পরিপন্থী।’

অবিলম্বে এই মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে নেতৃবৃন্দ বলেন, ‘অন্যথায় সাংবাদিক সমাজ এ ধরনের হয়রানিমূলক মামলা ও নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে বাধ্য হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত