অনলাইন ডেস্ক
রাজধানীর ঢাকা কলেজ ও সিটি কলেজের উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার বিকেলের দিকে সংঘর্ষে সিটি কলেজের সাতজন শিক্ষার্থী আহত হওয়ার দাবি করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।
নাম প্রকাশে অনিচ্ছুক আহত এক শিক্ষার্থী জানান, তিনি তাঁর বন্ধুসহ টেস্ট পরীক্ষা দিতে কলেজের দিকে আসছিলেন। স্টার কাবাব হোটেলের সামনে ঢাকা কলেজের ৩০-৪০ জন শিক্ষার্থী রড, কাচের বোতল, স্টিলের স্কেল দিয়ে অতর্কিতে তাঁদের ওপর হামলা চালান। এতে তাঁর মাথা ফেটে যায় এবং তাঁর বন্ধুও আহত হন। খবর পেয়ে সহপাঠীরা এগিয়ে এলে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষ প্রায় ৪০-৪৫ মিনিট চলার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
রমনা বিভাগের সহকারী পুলিশ কমিশনার (ধানমন্ডি জোন) শাহ মোস্তফা তারিকুজ্জামান জানান, সিটি কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের দুই শিক্ষার্থীকে মারধর করেন, যার জেরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়।
সিটি কলেজ কর্তৃপক্ষের সূত্র অনুযায়ী, সংঘর্ষে সিটি কলেজের সাতজন শিক্ষার্থী আহত হয়েছেন, যাঁদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। তাঁরা বর্তমানে ধানমন্ডি পপুলার হাসপাতালে চিকিৎসাধীন। আহতদের মাথা ও ঘাড়ে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে মামলা করার ঘোষণা দিয়েছে সিটি কলেজ কর্তৃপক্ষ। এ ছাড়া, সংঘর্ষ নিয়ে আলোচনা করতে আগামী রোববার দুই কলেজের কর্তৃপক্ষ বৈঠক ও সংবাদ সম্মেলন করবে।
অন্যদিকে, ঢাকা কলেজের একাধিক শিক্ষক সূত্রে জানা যায়, আজকের সংঘর্ষে ঢাকা কলেজের দ্বাদশ শ্রেণির একদল শিক্ষার্থী পূর্বপরিকল্পিতভাবে সিটি কলেজের শিক্ষার্থীদের ওপর প্রথমে হামলা চালায়। ঘটনায় জড়িত সন্দেহে তিন শিক্ষার্থীকে আটক করেছে ঢাকা কলেজ কর্তৃপক্ষ। সংঘর্ষে সংশ্লিষ্টতার প্রমাণ মিললে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা কলেজ প্রশাসন। এ বিষয়ে জানতে চাইলে ঢাকা সিটি কলেজের অধ্যক্ষ নিয়ামুল হক কোনো মন্তব্য করতে রাজি হননি।
এর আগে, ৫ ফেব্রুয়ারি, তুচ্ছ ঘটনা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঢাকা সিটি কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে বিরোধ দেখা দেয়। পরে পুলিশ ও কলেজ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলেও ৯ ফেব্রুয়ারি পুনরায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। সেদিন বিকেলে ধানমন্ডি আইডিয়াল কলেজের শতাধিক শিক্ষার্থী লাঠিসোঁটা নিয়ে এসে ঢাকা সিটি কলেজের নামফলক থেকে ‘সিটি’ অংশটি খুলে নেয়। পরে সিটি কলেজের শিক্ষার্থীরা পাল্টা ধাওয়া দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে, যা প্রায় দুই ঘণ্টা ধরে চলতে থাকে।
রাজধানীর ঢাকা কলেজ ও সিটি কলেজের উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার বিকেলের দিকে সংঘর্ষে সিটি কলেজের সাতজন শিক্ষার্থী আহত হওয়ার দাবি করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।
নাম প্রকাশে অনিচ্ছুক আহত এক শিক্ষার্থী জানান, তিনি তাঁর বন্ধুসহ টেস্ট পরীক্ষা দিতে কলেজের দিকে আসছিলেন। স্টার কাবাব হোটেলের সামনে ঢাকা কলেজের ৩০-৪০ জন শিক্ষার্থী রড, কাচের বোতল, স্টিলের স্কেল দিয়ে অতর্কিতে তাঁদের ওপর হামলা চালান। এতে তাঁর মাথা ফেটে যায় এবং তাঁর বন্ধুও আহত হন। খবর পেয়ে সহপাঠীরা এগিয়ে এলে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষ প্রায় ৪০-৪৫ মিনিট চলার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
রমনা বিভাগের সহকারী পুলিশ কমিশনার (ধানমন্ডি জোন) শাহ মোস্তফা তারিকুজ্জামান জানান, সিটি কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের দুই শিক্ষার্থীকে মারধর করেন, যার জেরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়।
সিটি কলেজ কর্তৃপক্ষের সূত্র অনুযায়ী, সংঘর্ষে সিটি কলেজের সাতজন শিক্ষার্থী আহত হয়েছেন, যাঁদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। তাঁরা বর্তমানে ধানমন্ডি পপুলার হাসপাতালে চিকিৎসাধীন। আহতদের মাথা ও ঘাড়ে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে মামলা করার ঘোষণা দিয়েছে সিটি কলেজ কর্তৃপক্ষ। এ ছাড়া, সংঘর্ষ নিয়ে আলোচনা করতে আগামী রোববার দুই কলেজের কর্তৃপক্ষ বৈঠক ও সংবাদ সম্মেলন করবে।
অন্যদিকে, ঢাকা কলেজের একাধিক শিক্ষক সূত্রে জানা যায়, আজকের সংঘর্ষে ঢাকা কলেজের দ্বাদশ শ্রেণির একদল শিক্ষার্থী পূর্বপরিকল্পিতভাবে সিটি কলেজের শিক্ষার্থীদের ওপর প্রথমে হামলা চালায়। ঘটনায় জড়িত সন্দেহে তিন শিক্ষার্থীকে আটক করেছে ঢাকা কলেজ কর্তৃপক্ষ। সংঘর্ষে সংশ্লিষ্টতার প্রমাণ মিললে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা কলেজ প্রশাসন। এ বিষয়ে জানতে চাইলে ঢাকা সিটি কলেজের অধ্যক্ষ নিয়ামুল হক কোনো মন্তব্য করতে রাজি হননি।
এর আগে, ৫ ফেব্রুয়ারি, তুচ্ছ ঘটনা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঢাকা সিটি কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে বিরোধ দেখা দেয়। পরে পুলিশ ও কলেজ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলেও ৯ ফেব্রুয়ারি পুনরায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। সেদিন বিকেলে ধানমন্ডি আইডিয়াল কলেজের শতাধিক শিক্ষার্থী লাঠিসোঁটা নিয়ে এসে ঢাকা সিটি কলেজের নামফলক থেকে ‘সিটি’ অংশটি খুলে নেয়। পরে সিটি কলেজের শিক্ষার্থীরা পাল্টা ধাওয়া দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে, যা প্রায় দুই ঘণ্টা ধরে চলতে থাকে।
নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
৬ ঘণ্টা আগেতিন পার্বত্য জেলার মধ্যে আগে থেকেই চিকিৎসাসেবায় পিছিয়ে খাগড়াছড়ি। তার ওপর বছরের পর বছর চিকিৎসক, নার্স, কর্মচারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট থাকায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা।
৬ ঘণ্টা আগেনেত্রকোনার দুর্গাপুরে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় (২৪) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। আটক ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান...
৬ ঘণ্টা আগেরাজধানীর খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে গেছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
৭ ঘণ্টা আগে