Ajker Patrika

নারায়ণগঞ্জে অটোরিকশাচালক হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জ প্রতিনিধি
দণ্ডপ্রাপ্ত তিন আসামি। ছবি: আজকের পত্রিকা
দণ্ডপ্রাপ্ত তিন আসামি। ছবি: আজকের পত্রিকা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে জামান হোসেন নামের এক অটোরিকশাচালককে হত্যায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার (১৪ মে) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, আড়াইহাজারের বাগদী এলাকার মোসলেম উদ্দিনের ছেলে আক্তার হোসেন (৩০), একই এলাকার মৃত আহমদ আলীর ছেলে বাদশা (৩৫) ও নাগেরচরের আহাদ আলীর ছেলে সাইফুল ইসলাম (৩৭)।

অন্য দিকে নিহত জামান উপজেলার ফতেহপুর ইউনিয়নের বগাদি গ্রামের শফিউদ্দিনের ছেলে।

আদালত পুলিশের পরিদর্শক কাইউম খান এর সত্যতা নিশ্চিত করে বলেন, নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার একটি হত্যা মামলায় আদালত আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেছেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জাকির বলেন, ২০২০ সালের ৩০ মার্চ আড়াইহাজারের ব্রাহ্মন্দী ইউনিয়নের মারুয়াদী এলাকায় লাল রঙের টেপ দিয়ে মুখ পেঁচানো, রশি দিয়ে হাত-পা বাঁধা ও দুই চোখ উপড়ানো অবস্থায় এক ব্যাটারিচালিত অটোরিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পরে সেটি অটোরিকশাচালক জামানের লাশ হিসেবে শনাক্ত করেছে তাঁর পরিবার। সেই সঙ্গে এই ঘটনায় তাঁর ভাই জাকির হোসেন বাদী হয়ে মামলা করেন। সেই মামলায় আদালত রায় ঘোষণা করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত