Ajker Patrika

সোনারগাঁয়ে সিডস ক্রাশিং মিলস পরিদর্শনে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত

আজকের পত্রিকা ডেস্ক­
সোনারগাঁওয়ে সিডস ক্রাশিং মিলস পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত। ছবি: বিজ্ঞপ্তি
সোনারগাঁওয়ে সিডস ক্রাশিং মিলস পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত। ছবি: বিজ্ঞপ্তি

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) অঙ্গপ্রতিষ্ঠান নারায়ণগঞ্জের সোনারগাঁও সিডস ক্রাশিং মিলস লিমিটেড পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন। আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) পরিদর্শনে পৌঁছালে এমজিআই ডিরেক্টর তানজিমা মোস্তফা, ব্যারিস্টার তাসনিম মোস্তফা এবং এক্সিকিউটিভ ডিরেক্টর অ্যান্ড হেড অব এক্সপোর্ট সামিরা রহমান তাঁকে স্বাগত জানান। এ সময় মার্কিন রাষ্ট্রদূতের প্রতিনিধিদল ও এমজিআইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে রাষ্ট্রদূত সয়াবিন ক্রাশিং ফ্যাসিলিটির বিভিন্ন অংশ ঘুরে দেখেন, বিশেষ করে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা সয়াবিনের হ্যান্ডলিং ও প্রসেসিং নিজ চোখে পর্যবেক্ষণ করেন। দুই দেশের কৃষিপণ্যের দ্বিপক্ষীয় বাণিজ্য আরও শক্তিশালী করার ক্ষেত্রেও এই কার্যক্রমকে তিনি গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

চলতি বছরের নভেম্বরের শুরুতে স্বাক্ষরিত এক বিলিয়ন মার্কিন ডলারের সমমূল্যের ক্রয়াদেশের প্রতিশ্রুতির ধারাবাহিকতায় এই পরিদর্শন আয়োজন করা হয়। সে সময় এমজিআইসহ বাংলাদেশের শীর্ষ তিন সয়া ক্রাশিং প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত কনসোর্টিয়াম ও ইউএস সয়াবিন এক্সপোর্ট কাউন্সিলের (ইউএসএসইসি) মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়।

মার্কিন রাষ্ট্রদূতের এ সফর বাংলাদেশ-মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় বাণিজ্য আরও জোরদার করার ক্ষেত্রে এমজিআইয়ের ভূমিকা সুস্পষ্টভাবে তুলে ধরে। দেশের সর্ববৃহৎ সয়াবিন আমদানিকারক হিসেবে এমজিআই প্রতিবছর প্রায় এক মিলিয়ন টন সয়াবিন আমদানি করে কৃষি খাতকে সহযোগিতা দিয়ে যাচ্ছে।

২০১০ সালে ‘মেঘনা সিডস ক্রাশিং মিলস লি.’ প্রতিষ্ঠার মধ্য দিয়ে এমজিআই এই শিল্পে প্রবেশ করে। পরে ‘সোনারগাঁও সিডস ক্রাশিং মিলস লি.’ নামে দ্বিতীয় প্ল্যান্ট চালু করা হয়। দুই প্রতিষ্ঠানের সম্মিলিত উৎপাদনক্ষমতা দিনে প্রায় ৭ হাজার ৫০০ টন—যা দেশে সর্বোচ্চ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ