Ajker Patrika

কিশোর গ্যাংয়ের অভ্যন্তরীণ কোন্দলে স্কুলছাত্র খুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৮ মে ২০২২, ১৯: ৩৭
কিশোর গ্যাংয়ের অভ্যন্তরীণ কোন্দলে স্কুলছাত্র খুন

নারায়ণগঞ্জের ফতুল্লায় কিশোর গ্যাংয়ের হামলায় দশম শ্রেণির এক ছাত্র নিজ স্কুলের সামনে নিহত হয়েছে। এই ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে চারজনই অপ্রাপ্তবয়স্ক। গতকাল মঙ্গলবার রাতে ফতুল্লার ইসদাইরে রাবেয়া হোসেন স্কুলের সামনে এই ঘটনা ঘটে। 

নিহত স্কুলছাত্রের নাম ধ্রুব (১৬)। সে ইসদাইর এলাকার মাদব চন্দ্রের ছেলে। 

স্থানীয় এক দোকানি বলেন, ‘ধ্রুব, ইয়াসিন, পিয়াস, রিপন, অন্তরসহ কয়েকজন একই শ্রেণিতে পড়ার সুবাদে একসঙ্গেই চলাফেরা করত। তারা স্কুলের সামনে চায়ের দোকানে গভীর রাত পর্যন্ত আড্ডা দিত। মেয়েঘটিত বিষয় নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। আর সেই দ্বন্দ্বের সূত্র ধরেই এই খুনের ঘটনা ঘটে।’ 

ইসমাঈল নামে একজন স্থানীয় বাসিন্দা বলেন, ‘ভুক্তভোগী ও আটক ব্যক্তি একসঙ্গেই চলাফেরা করত। স্কুল শেষে তারা মেয়েদের পিছু নিত এবং মেয়েদের উত্ত্যক্ত করত। এসব নিয়ে নিজেরা বিরোধে জড়িয়ে মারামারি করেছে। তারা স্থানীয়ভাবে কিশোর গ্যাংয়ের সদস্য বলেই চিনত সবাই।’

ইয়াসিন নামে ধ্রুবর একজন সহপাঠী বলছে, রাতে তাদের বন্ধু পিয়াস তাকেসহ কয়েকজন বন্ধুকে ডেকে নিয়ে যায়। পরে ধ্রুবকে ডেকে নিয়ে স্কুলের কাছে অন্ধকারে নিয়ে যায়। সেখানেই পিয়াস ধ্রুবকে ছুরিকাঘাত এবং অন্যরা মারধর করে।’

এদিকে প্রকাশিত একটি সিসিটিভি ফুটেজে দেখা যায় রাত ৮টা ২১ মিনিটে ধ্রুবকে পাঁচ ব্যক্তি ডেকে নিয়ে স্কুলের সামনে অন্ধকার স্থানে নিয়ে যাচ্ছে। এর কিছু সময় পরেই দোকান থেকে একটি ধারালো অস্ত্র নিয়ে আরেকজন পেছন পেছন ছুটে আসে। অস্ত্রটি পিঠের পেছনে লুকিয়ে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যায়। আর সেখানেই ধ্রুবকে ছুরিকাঘাত ও মারধর করা হয়।

এই বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক দিপু বলেন, ‘ঘটনার পরপরেই স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় ধ্রুবকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এই ঘটনায় আমরা পিয়াসসহ পাঁচজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে বাকি আসামিদের ধরার চেষ্টা চলছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত