নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
ঢাকার নবাবগঞ্জে পাঁচ টাকায় ঈদবাজারের ব্যবস্থা করেছে সততা ফাউন্ডেশন নামের একটি সামাজিক সংগঠন।
উপজেলার শোল্লা ইউনিয়নের শোল্লা উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে নিম্ন আয়ের মানুষের জন্য ঈদকে সমনে রেখে পাঁচ টাকার এই বাজার স্থাপন করে সংগঠনটি।
‘থাকবে না হারানোর ভয়, সততাই করবে জয়’—এই স্লোগানকে সামনে রেখে আজ রোববার সকাল ১০টা থেকে শুরু করে বেলা ২টা পর্যন্ত ২৫০টি অসচ্ছল পরিবার ৫ টাকার বিনিময়ে ৪ কেজি চাল, ১ কেজি চিনিগুঁড়া চাল, চিনি, লবণ, ডিটারজেন্ট, ২ কেজি পেঁয়াজ, ২ প্যাকেট সেমাই, ১ প্যাকেট নুডলস, সাবান ও ৬টি ডিম পাচ্ছেন সততা ফাউন্ডেশনের ৫ টাকার ঈদবাজারে।
এই ঈদবাজারে প্রবাসীরা, ছাত্র-ছাত্রী, তরুণ-তরুণী, সরকারি-বেসরকারি চাকরিজীবীরা সহযোগিতা করেন বলে জানান আয়োজকেরা।
সততা ফাউন্ডেশনের সদস্য ও সাংবাদিক আলীনূর ইসলাম মিশু বলেন, দুস্থ গরিবদের পাশে থাকা, অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনা, বয়স্কদের মুখে হাসি ফোটানো, বেকারদের কর্মসংস্থান তৈরি করে দেওয়া, এতিমদের মুখে হাসি ফোটানোর জন্যই এই সততা ফাউন্ডেশন প্রতিষ্ঠিত করা হয়।
সততা ফাউন্ডেশনের সদস্য রিদয় বলেন, ‘আমাদের মূল উদ্দেশ্য খাবারের পাশাপাশি বছরে প্রতিটি গ্রাম থেকে কয়েকটি পরিবারকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়ে দারিদ্র্য দূর করা।’
পাঁচ টাকায় বাজার করে পারুল বেগম বলেন, ‘আমার মতো অনেক পরিবারের মাঝে শিশু থেকে শুরু করে বয়স্কদের মাঝে সেমাই চিনিসহ প্রতিটি পরিবারকে ঈদের নতুন জামা দিয়েছিল তারা।’
এলাকাবাসী নাসির হোসেন বলেন, প্রাকৃতিক দুর্যোগ, করোনাভাইরাসের সময় ৩০০টি পরিবারকে চিনিগুঁড়া চাল, ভাতের চাল, মসুর ডাল, সয়াবিন তেল, চিনি, সেমাই ও ১৫০ জন পথিকদের মধ্যে ইফতার বিতরণ করেছিলেন তাঁরা।
স্থানীয়রা তাঁদের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে এর ধারাবাহিকতা অব্যাহত থাকুক এই প্রত্যাশা করেন।
ঢাকার নবাবগঞ্জে পাঁচ টাকায় ঈদবাজারের ব্যবস্থা করেছে সততা ফাউন্ডেশন নামের একটি সামাজিক সংগঠন।
উপজেলার শোল্লা ইউনিয়নের শোল্লা উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে নিম্ন আয়ের মানুষের জন্য ঈদকে সমনে রেখে পাঁচ টাকার এই বাজার স্থাপন করে সংগঠনটি।
‘থাকবে না হারানোর ভয়, সততাই করবে জয়’—এই স্লোগানকে সামনে রেখে আজ রোববার সকাল ১০টা থেকে শুরু করে বেলা ২টা পর্যন্ত ২৫০টি অসচ্ছল পরিবার ৫ টাকার বিনিময়ে ৪ কেজি চাল, ১ কেজি চিনিগুঁড়া চাল, চিনি, লবণ, ডিটারজেন্ট, ২ কেজি পেঁয়াজ, ২ প্যাকেট সেমাই, ১ প্যাকেট নুডলস, সাবান ও ৬টি ডিম পাচ্ছেন সততা ফাউন্ডেশনের ৫ টাকার ঈদবাজারে।
এই ঈদবাজারে প্রবাসীরা, ছাত্র-ছাত্রী, তরুণ-তরুণী, সরকারি-বেসরকারি চাকরিজীবীরা সহযোগিতা করেন বলে জানান আয়োজকেরা।
সততা ফাউন্ডেশনের সদস্য ও সাংবাদিক আলীনূর ইসলাম মিশু বলেন, দুস্থ গরিবদের পাশে থাকা, অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনা, বয়স্কদের মুখে হাসি ফোটানো, বেকারদের কর্মসংস্থান তৈরি করে দেওয়া, এতিমদের মুখে হাসি ফোটানোর জন্যই এই সততা ফাউন্ডেশন প্রতিষ্ঠিত করা হয়।
সততা ফাউন্ডেশনের সদস্য রিদয় বলেন, ‘আমাদের মূল উদ্দেশ্য খাবারের পাশাপাশি বছরে প্রতিটি গ্রাম থেকে কয়েকটি পরিবারকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়ে দারিদ্র্য দূর করা।’
পাঁচ টাকায় বাজার করে পারুল বেগম বলেন, ‘আমার মতো অনেক পরিবারের মাঝে শিশু থেকে শুরু করে বয়স্কদের মাঝে সেমাই চিনিসহ প্রতিটি পরিবারকে ঈদের নতুন জামা দিয়েছিল তারা।’
এলাকাবাসী নাসির হোসেন বলেন, প্রাকৃতিক দুর্যোগ, করোনাভাইরাসের সময় ৩০০টি পরিবারকে চিনিগুঁড়া চাল, ভাতের চাল, মসুর ডাল, সয়াবিন তেল, চিনি, সেমাই ও ১৫০ জন পথিকদের মধ্যে ইফতার বিতরণ করেছিলেন তাঁরা।
স্থানীয়রা তাঁদের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে এর ধারাবাহিকতা অব্যাহত থাকুক এই প্রত্যাশা করেন।
নাটকের শুটিংয়ের কথা বলে এক মডেলকে গাজীপুরের শ্রীপুরে রিসোর্টে আটকে রেখে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে শ্রীপুর থানায় নিজে বাদী হয়ে মামলাটি করেন ভুক্তভোগী। মামলায় নাটকের পরিচালকসহ তিনজনকে আসামি করা হয়েছে। তবে পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
১৩ মিনিট আগেবক্তারা অধ্যক্ষের ওপর হামলাকে ন্যক্কারজনক ও শিক্ষকসমাজের মর্যাদাহানিকর হিসেবে আখ্যায়িত করেন। তাঁরা ঘটনায় জড়িত ধেরুয়া কড়েহা সরকারি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেনসহ অন্যদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আলটিমেটাম দেন।
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রে যাওয়ার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে তাজউদ্দীন আহমদের ছেলে ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজকে। গত বুধবার ইমিগ্রেশন থেকে তাঁকে ফিরিয়ে দেওয়া হয়। আজ শুক্রবার রাতে পুলিশের বিশেষ শাখার (এসবি) এক পদস্থ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।
১ ঘণ্টা আগেঅনুষ্ঠানের শুরুতে মাজার ভাঙা, সংস্কৃতিতে আঘাত ও মানুষের ওপর অত্যাচারকারীদের প্রতি ঘৃণা জানানো হয়। আর সম্প্রতি তারাকান্দার হালিম উদ্দিন আকন্দকে যেভাবে ধরে জোর করে চুল কেটে দেয়, তার প্রতীকী প্রতিবাদ হিসেবে আয়োজক কবি শামীম আশরাফের চুলও কেটে দেওয়া হয়।
১ ঘণ্টা আগে