Ajker Patrika

মেট্রো রেলে ফুল নিয়ে ভ্রমণ নিষেধ!

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০১: ০০
মেট্রো রেলে ফুল নিয়ে ভ্রমণ নিষেধ!

শাকসবজি, মাছ–মাংসের পর এবার কি ফুল নিয়ে মেট্রো রেলে ভ্রমণের নিষেধাজ্ঞা দিল কর্তৃপক্ষ? মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনে সাদা কাগজে লেখা এমন একটি বার্তাই ঝুলতে দেখা গেছে। 

স্টেশনের সিঁড়ির মুখেই ঝোলানো কাগজে লেখা ‘ফুল নিয়ে ট্রেনে ভ্রমণ নিষেধ’। ছবিটি এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। 

এ বিষয়ে অবশ্য মেট্রোরেল কর্তৃপক্ষের কারও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। গত বছর ১৩ ডিসেম্বর মেট্রো রেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন খুলে দেওয়া হয়। 

ফেসবুকের ট্রাফিক অ্যালার্ট গ্রুপে রাইয়ান আহমেদ রাজু নামে এক ব্যবহারকারী ছবিটি পোস্ট করেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘সন্ধ্যায় স্টেশনে যাওয়ার সময় ছবিটি নিছক মজা করে তুলি। পরে সেটি ফেসবুকে পোস্ট করি। কিন্তু এত হাইপ হবে সেটা ভাবিনি।’ 

বুধবার (১৪ ফেব্রুয়ারি) বাংলা বর্ষপঞ্জি অনুযায়ী একসঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ দিন রয়েছে: পয়লা ফাল্গুন, হিন্দু ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা অন্যতম। এ ছাড়া ‘বিশ্ব ভালোবাসা দিবস’ উপলক্ষে কয়েক দিন আগে থেকেই ফুলের বাজার রমরমা। 

এর আগে কারওয়ান বাজার স্টেশন খুলে দেওয়ার পর শাক–সবজি ও মাছ–মাংস নিয়ে মেট্রো ট্রেনে ভ্রমণ করা যাবে না বার্তা সংবলিত লেখা স্টেশনে ঝুলিয়ে দিয়েছিল কর্তৃপক্ষ।

উল্লেখ্য, ২০২২ সালের ২৮ ডিসেম্বর মেট্রোরেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেসময় মেট্রোরেল উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলাচল করত। এরপর গত বছর ৪ নভেম্বর মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরের দিন ৫ নভেম্বর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের চলাচল শুরু হয়। উদ্বোধনের পরই মেট্রো রেলের পরিচ্ছন্নতা ও নিরাপত্তার জন্য অনেকগুলো বিধিনিষেধ মেনে চলাচল করছেন যাত্রীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত