নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শাকসবজি, মাছ–মাংসের পর এবার কি ফুল নিয়ে মেট্রো রেলে ভ্রমণের নিষেধাজ্ঞা দিল কর্তৃপক্ষ? মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনে সাদা কাগজে লেখা এমন একটি বার্তাই ঝুলতে দেখা গেছে।
স্টেশনের সিঁড়ির মুখেই ঝোলানো কাগজে লেখা ‘ফুল নিয়ে ট্রেনে ভ্রমণ নিষেধ’। ছবিটি এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে।
এ বিষয়ে অবশ্য মেট্রোরেল কর্তৃপক্ষের কারও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। গত বছর ১৩ ডিসেম্বর মেট্রো রেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন খুলে দেওয়া হয়।
ফেসবুকের ট্রাফিক অ্যালার্ট গ্রুপে রাইয়ান আহমেদ রাজু নামে এক ব্যবহারকারী ছবিটি পোস্ট করেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘সন্ধ্যায় স্টেশনে যাওয়ার সময় ছবিটি নিছক মজা করে তুলি। পরে সেটি ফেসবুকে পোস্ট করি। কিন্তু এত হাইপ হবে সেটা ভাবিনি।’
বুধবার (১৪ ফেব্রুয়ারি) বাংলা বর্ষপঞ্জি অনুযায়ী একসঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ দিন রয়েছে: পয়লা ফাল্গুন, হিন্দু ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা অন্যতম। এ ছাড়া ‘বিশ্ব ভালোবাসা দিবস’ উপলক্ষে কয়েক দিন আগে থেকেই ফুলের বাজার রমরমা।
এর আগে কারওয়ান বাজার স্টেশন খুলে দেওয়ার পর শাক–সবজি ও মাছ–মাংস নিয়ে মেট্রো ট্রেনে ভ্রমণ করা যাবে না বার্তা সংবলিত লেখা স্টেশনে ঝুলিয়ে দিয়েছিল কর্তৃপক্ষ।
উল্লেখ্য, ২০২২ সালের ২৮ ডিসেম্বর মেট্রোরেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেসময় মেট্রোরেল উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলাচল করত। এরপর গত বছর ৪ নভেম্বর মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরের দিন ৫ নভেম্বর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের চলাচল শুরু হয়। উদ্বোধনের পরই মেট্রো রেলের পরিচ্ছন্নতা ও নিরাপত্তার জন্য অনেকগুলো বিধিনিষেধ মেনে চলাচল করছেন যাত্রীরা।
শাকসবজি, মাছ–মাংসের পর এবার কি ফুল নিয়ে মেট্রো রেলে ভ্রমণের নিষেধাজ্ঞা দিল কর্তৃপক্ষ? মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনে সাদা কাগজে লেখা এমন একটি বার্তাই ঝুলতে দেখা গেছে।
স্টেশনের সিঁড়ির মুখেই ঝোলানো কাগজে লেখা ‘ফুল নিয়ে ট্রেনে ভ্রমণ নিষেধ’। ছবিটি এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে।
এ বিষয়ে অবশ্য মেট্রোরেল কর্তৃপক্ষের কারও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। গত বছর ১৩ ডিসেম্বর মেট্রো রেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন খুলে দেওয়া হয়।
ফেসবুকের ট্রাফিক অ্যালার্ট গ্রুপে রাইয়ান আহমেদ রাজু নামে এক ব্যবহারকারী ছবিটি পোস্ট করেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘সন্ধ্যায় স্টেশনে যাওয়ার সময় ছবিটি নিছক মজা করে তুলি। পরে সেটি ফেসবুকে পোস্ট করি। কিন্তু এত হাইপ হবে সেটা ভাবিনি।’
বুধবার (১৪ ফেব্রুয়ারি) বাংলা বর্ষপঞ্জি অনুযায়ী একসঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ দিন রয়েছে: পয়লা ফাল্গুন, হিন্দু ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা অন্যতম। এ ছাড়া ‘বিশ্ব ভালোবাসা দিবস’ উপলক্ষে কয়েক দিন আগে থেকেই ফুলের বাজার রমরমা।
এর আগে কারওয়ান বাজার স্টেশন খুলে দেওয়ার পর শাক–সবজি ও মাছ–মাংস নিয়ে মেট্রো ট্রেনে ভ্রমণ করা যাবে না বার্তা সংবলিত লেখা স্টেশনে ঝুলিয়ে দিয়েছিল কর্তৃপক্ষ।
উল্লেখ্য, ২০২২ সালের ২৮ ডিসেম্বর মেট্রোরেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেসময় মেট্রোরেল উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলাচল করত। এরপর গত বছর ৪ নভেম্বর মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরের দিন ৫ নভেম্বর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের চলাচল শুরু হয়। উদ্বোধনের পরই মেট্রো রেলের পরিচ্ছন্নতা ও নিরাপত্তার জন্য অনেকগুলো বিধিনিষেধ মেনে চলাচল করছেন যাত্রীরা।
গাইবান্ধার সুন্দরগঞ্জে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে মো. মারুফ হাসান মিরাজ (১৯) নামের এক কলেজশিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। মো. মারুফ হাসান মিরাজ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের রামভদ্র গ্রামের মো. ফুল মিয়ার ছেলে।
২ ঘণ্টা আগেচট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় কনসার্ট চলাকালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে স্লোগান দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়েছেন অন্তত তিনজন। তবে পুলিশ বলছে, স্লোগান দেওয়ার কোনো ঘটনা ঘটেনি। কনসার্টে যাওয়া উচ্ছৃঙ্খল কয়েকজন যুবক ভাঙচুর করায় পুলিশ অ্যাকশনে গেছে।
২ ঘণ্টা আগেসাভারে থানার ১০০ গজের মধ্যে পৌর কমিউনিটি সেন্টারের পরিত্যক্ত ভবন থেকে আবারও একটি লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার রাত সাড়ে ৯টার দিকে সেন্টারের দ্বিতীয় তলা থেকে এক নারীর লাশ উদ্ধার করে পুলিশ। তাঁকে জবাই করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
২ ঘণ্টা আগেকক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়ি দখল করে বসানো দোকানপাট ও স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। আজ শনিবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অংশীজনদের সঙ্গে এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
২ ঘণ্টা আগে