Ajker Patrika

দৌলতদিয়ায় ব্যবসায়ী খুন জুয়ার টাকা ভাগাভাগির দ্বন্দ্বে

রাজবাড়ী প্রতিনিধি
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব। ছবি: আজকের পত্রিকা
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব। ছবি: আজকের পত্রিকা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় জুয়ার টাকা ভাগাভাগির দ্বন্দ্বে ব্যবসায়ী নজরুল ব্যাপারীকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত দা ও একটি স্টিলের চাকু জব্দ করা হয়েছে।

আজ শনিবার সকালে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের সোহরাব মণ্ডল পাড়া গ্রামের মো. ইসমাইল মোল্লা ওরফে ঝড়ু ও রনি মিয়া। তাঁদের দুজনের নামে গোয়ালন্দ ঘাট থানায় ছিনতাই, অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে।

নিহত নজরুল ব্যাপারী উপজেলার ঈমান খান পাড়ার মৃত শাহাজউদ্দিন ব্যাপারীর ছেলে। দৌলতদিয়া যৌনপল্লি এলাকায় পান-সিগারেটের দোকান চালাতেন তিনি।

অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব জানান, গত রোববার রাতে জুয়া খেলার টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে দৌলতদিয়া যৌনপল্লি-সংলগ্ন মুক্তি মহিলা সমিতির অফিস এলাকায় নজরুলের সঙ্গে হাতাহাতি হয় ঝড়ু ও রনি মিয়ার। একপর্যায়ে নজরুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন তাঁরা। পরে পাশের একটি পুকুরে ফেলে রেখে পালিয়ে যান। পরদিন নিহত ব্যক্তির ভাই গোয়ালন্দ ঘাট থানায় মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে গাজীপুর ও ঢাকা থেকে ওই দুজনকে গ্রেপ্তার করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালদূষণকারী কারখানা পেল পরিবেশবান্ধব পুরস্কার

ঢাকার সঙ্গে সম্পর্ক মেরামতে বিশেষজ্ঞদের সঙ্গে ভারতের সংসদীয় কমিটির দীর্ঘ বৈঠক

ইস্পাহানে বাংকার বাস্টার মারেনি যুক্তরাষ্ট্র, অক্ষত ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম

গোষ্ঠীস্বার্থে বহু মানুষের স্বপ্ন নষ্ট করেছে এই প্ল্যাটফর্ম: দায়িত্ব ছেড়ে উমামা ফাতেমার পোস্ট

অপারেশন রেড ওয়েডিং ও নার্নিয়া: ইরানের সেনা কর্মকর্তা ও পরমাণুবিজ্ঞানীদের হত্যায় ইসরায়েলি অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত