কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জে মাদ্রাসাছাত্রকে বস্তায় ভরে রেলিংবিহীন ছাদে ফেলে রেখে শাস্তি দেওয়ার অভিযোগ উঠেছে এক মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে।
আজ শনিবার (২৮ জুন) সকালে উপজেলার বক্তারপুর ইউনিয়নের ফুলদী দাওদাপাড়া গ্রামের একটি মাদ্রাসায় এ ঘটনা ঘটে। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা মাদ্রাসায় গিয়ে ছাত্রটিকে বস্তা থেকে মুক্ত করেন। আজ দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন।
ভুক্তভোগী ছাত্র আবু বকর সিদ্দিকী (১০) উপজেলার বক্তারপুর ইউনিয়নের ফুলদী দাওদাপাড়া গ্রামের মোশারফ হোসেনের ছেলে। সে স্থানীয় ফুলদী নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার ছাত্র। অভিযোগ ওঠা শিক্ষক হাফেজ মাওলানা মুফতি জাকারিয়া (২৯) একই উপজেলার মোক্তারপুর ইউনিয়নের সাওরাইদ এলাকার বাসিন্দা। তিনি মাদ্রাসার প্রধান শিক্ষক।
স্থানীয়রা জানান, সকালে কোনো এক কারণে আবু বকরকে পিটান শিক্ষক জাকারিয়া। সে কান্নাকাটি শুরু করলে এবং পরিবারের কাছে বলে দেওয়ার হুমকি দিলে শিক্ষক খেপে যান। পরে একটি চটের বস্তায় শিশুটির শরীর আটকে মাথা বের করে রেখে দোতলা মাদ্রাসা ভবনের রেলিংবিহীন ছাদে ফেলে রাখা হয়। এ সময় তাকে যাতে কেউ খুঁজে না পায়, এ জন্য মাদ্রাসা গেট বাইরে থেকে তালাবদ্ধ করে দেওয়া হয়। তারা আরও জানায়, বন্দী অবস্থায় বস্তায় প্রস্রাব ও পায়খানা করে শিশুটি। একপর্যায়ে মাদ্রাসার এক সহপাঠী গোপনে জানালা দিয়ে বের হয়ে শিশুটির পরিবারকে খবর দেয়। পরে পরিবারের লোকজন ও আশপাশের মানুষ মাদ্রাসায় গিয়ে শিশুটিকে মুক্ত করে এবং পুলিশে খবর দেয়। স্থানীয়রা জানায়, ওই শিক্ষকের আগেও ছাত্রদের গায়ে হাত তোলার জন্য বদনাম ছিল। তবে ছাদে বস্তার মধ্যে শিশুকে ফেলে রাখার মতো এতটা নিষ্ঠুরতা এবার প্রথম তাদের চোখে পড়ে। শিশুটির বাবা মোশারফ হোসেন বলেন, ‘এটা কোনো শিক্ষকের কাজ হতে পারে? আমার ছেলে ছোট। কোনো ভুল করলেও এভাবে তাকে নির্যাতনের অধিকার কারও নেই। আমি থানায় অভিযোগ করেছি, মামলা করব। আমি আমার সন্তানের ওপর নির্যাতনের বিচার চাই।’ এদিকে গন্ডগোল বুঝতে পেরে প্রথমে পালিয়ে গিয়েছিলেন মাদ্রাসার শিক্ষক জাকারিয়া। পরে আশপাশে খুঁজে পুলিশ তাঁকে আটক করে।
কালীগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন বলেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেছি। অভিযুক্ত শিক্ষক ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তবে তাঁর দাবি, শিশুটিকে পুরোপুরি বস্তার মধ্যে না রেখে মাথা বাইরে রাখা হয়েছিল, যেন সে পালাতে না পারে।’ তিনি আরও জানান, ওই শিক্ষককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
গাজীপুরের কালীগঞ্জে মাদ্রাসাছাত্রকে বস্তায় ভরে রেলিংবিহীন ছাদে ফেলে রেখে শাস্তি দেওয়ার অভিযোগ উঠেছে এক মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে।
আজ শনিবার (২৮ জুন) সকালে উপজেলার বক্তারপুর ইউনিয়নের ফুলদী দাওদাপাড়া গ্রামের একটি মাদ্রাসায় এ ঘটনা ঘটে। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা মাদ্রাসায় গিয়ে ছাত্রটিকে বস্তা থেকে মুক্ত করেন। আজ দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন।
ভুক্তভোগী ছাত্র আবু বকর সিদ্দিকী (১০) উপজেলার বক্তারপুর ইউনিয়নের ফুলদী দাওদাপাড়া গ্রামের মোশারফ হোসেনের ছেলে। সে স্থানীয় ফুলদী নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার ছাত্র। অভিযোগ ওঠা শিক্ষক হাফেজ মাওলানা মুফতি জাকারিয়া (২৯) একই উপজেলার মোক্তারপুর ইউনিয়নের সাওরাইদ এলাকার বাসিন্দা। তিনি মাদ্রাসার প্রধান শিক্ষক।
স্থানীয়রা জানান, সকালে কোনো এক কারণে আবু বকরকে পিটান শিক্ষক জাকারিয়া। সে কান্নাকাটি শুরু করলে এবং পরিবারের কাছে বলে দেওয়ার হুমকি দিলে শিক্ষক খেপে যান। পরে একটি চটের বস্তায় শিশুটির শরীর আটকে মাথা বের করে রেখে দোতলা মাদ্রাসা ভবনের রেলিংবিহীন ছাদে ফেলে রাখা হয়। এ সময় তাকে যাতে কেউ খুঁজে না পায়, এ জন্য মাদ্রাসা গেট বাইরে থেকে তালাবদ্ধ করে দেওয়া হয়। তারা আরও জানায়, বন্দী অবস্থায় বস্তায় প্রস্রাব ও পায়খানা করে শিশুটি। একপর্যায়ে মাদ্রাসার এক সহপাঠী গোপনে জানালা দিয়ে বের হয়ে শিশুটির পরিবারকে খবর দেয়। পরে পরিবারের লোকজন ও আশপাশের মানুষ মাদ্রাসায় গিয়ে শিশুটিকে মুক্ত করে এবং পুলিশে খবর দেয়। স্থানীয়রা জানায়, ওই শিক্ষকের আগেও ছাত্রদের গায়ে হাত তোলার জন্য বদনাম ছিল। তবে ছাদে বস্তার মধ্যে শিশুকে ফেলে রাখার মতো এতটা নিষ্ঠুরতা এবার প্রথম তাদের চোখে পড়ে। শিশুটির বাবা মোশারফ হোসেন বলেন, ‘এটা কোনো শিক্ষকের কাজ হতে পারে? আমার ছেলে ছোট। কোনো ভুল করলেও এভাবে তাকে নির্যাতনের অধিকার কারও নেই। আমি থানায় অভিযোগ করেছি, মামলা করব। আমি আমার সন্তানের ওপর নির্যাতনের বিচার চাই।’ এদিকে গন্ডগোল বুঝতে পেরে প্রথমে পালিয়ে গিয়েছিলেন মাদ্রাসার শিক্ষক জাকারিয়া। পরে আশপাশে খুঁজে পুলিশ তাঁকে আটক করে।
কালীগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন বলেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেছি। অভিযুক্ত শিক্ষক ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তবে তাঁর দাবি, শিশুটিকে পুরোপুরি বস্তার মধ্যে না রেখে মাথা বাইরে রাখা হয়েছিল, যেন সে পালাতে না পারে।’ তিনি আরও জানান, ওই শিক্ষককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) স্নাতক প্রথম বর্ষের (২০২৪-২৫ শিক্ষাবর্ষ) ক্লাস আগামী ২১ সেপ্টেম্বর থেকে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। গতকাল বুধবার (১৩ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টায় গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক
১১ মিনিট আগেপুলিশ সুপার বলেন, মাদক নিয়ন্ত্রণে সরকারের আরও একটি বিভাগ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কাজ করছে। তবে মাদক নির্মূলের জন্য সবার সহযোগিতা জরুরি। তিনি তথ্য দিয়ে কিংবা সামাজিক প্রতিরোধের মাধ্যমে মাদক নির্মূলের আহ্বান জানান। প্রয়োজনে মাদকের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সামাজিকভাবে বয়কট করার পরামর্শও দে
১৫ মিনিট আগেঠাকুরগাঁওয়ে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা জবায়দুর রহমান হত্যা মামলায় বিএনপির ১২৩ নেতা-কর্মীকে খালাস দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা ও দায়রা জজ সমরেশ শীল আসামিদের উপস্থিতিতে এ রায় দেন। ২০১৪ সালের ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিন এ হত্যাকাণ্ড ঘটে।
১৮ মিনিট আগেকর্মসূচিতে অফিসার্স সমিতির সভাপতি মোক্তার হোসেন বলেন, ‘আমরা আমাদের সব বৈষম্য দূরীকরণের জন্য আগেও আন্দোলন করেছিলাম। পরে প্রশাসনের আশ্বাসে স্থগিত করেছি। কিন্তু বর্তমানে এই প্রশাসন আমাদের সঙ্গে প্রতারণা করছে। দেশের বাকি বিশ্ববিদ্যালয়গুলোতে প্রাতিষ্ঠানিক সুবিধা বহাল থাকলেও আমাদের সঙ্গে বৈষম্য করার জবাব
৩২ মিনিট আগে