Ajker Patrika

রাজধানীতে চাঁদার অঙ্ক ১০ লাখ থেকে ৫ কোটি টাকা

  • ৬ মাসে ডিএমপির ৫০ থানায় চাঁদাবাজির অভিযোগে ৪১৯ মামলা।
  • সব চেয়ে বেশি চাঁদাবাজির মামলা মতিঝিল বিভাগে, কম লালবাগে।
  • জুলাই হত্যাকাণ্ডের মামলায় ফাঁসানোর ভয় দেখিয়েও চলছে চাঁদা দাবি।
আমানুর রহমান রনি, ঢাকা 
আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ১১: ৩২
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর মিরপুর ১০ নম্বরের বেনারসিপল্লির ব্যবসায়ী সোহেল রানাকে হত্যার হুমকি দিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন একটি রাজনৈতিক দলের শ্রমিক সংগঠনের এক নেতা ও কয়েকজন সন্ত্রাসী। দোকান ও বাসায় গিয়ে তাঁকে কয়েকবার মারধরও করা হয়। মামলা করার পর পুলিশ আসামিদের গ্রেপ্তার না করায় ভয়ে তিনি কয়েক দিন দোকানই বন্ধ রাখেন।

চাঁদাবাজদের ভয়ে বেনারসিপল্লির অন্য কয়েক ব্যবসায়ী দোকানে বসছেন না। শুধু মিরপুর নয়, রাজধানীর অন্যান্য এলাকায়ও চাঁদাবাজির ঘটনা কমবেশি আছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৫০টি থানায় গত জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৪১৯টি চাঁদাবাজির মামলা করা হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, ভয়ে অনেক ভুক্তভোগী অভিযোগ না করার পরও মামলার এমন সংখ্যাই বলে দেয় রাজধানীতে চাঁদাবাজি বেড়েছে। বেড়েছে চাঁদার অঙ্কও। চাঁদাবাজেরা সর্বনিম্ন ১০ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত চাঁদা দাবি করছে। এই চাঁদাবাজির সঙ্গে সন্ত্রাসীদের পাশাপাশি রাজনৈতিক দলের নেতা-কর্মীরাও জড়িত।

চাঁদাবাজদের ভয়ে কয়েক দিন দোকান বন্ধ রাখা বেনারসিপল্লির ব্যবসায়ী সোহেল রানা আজকের পত্রিকা'কে বলেন, ১০ লাখ টাকা চাঁদার জন্য গত ১০ মে থেকে ২৫ জুলাই পর্যন্ত অন্তত ১২ বার তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়। ১১ জুলাই রাতে তাঁকে দোকানে গিয়ে মারধর করেন পল্লবী থানা শ্রমিক দলের আহ্বায়ক বশিরুল আলম বশির ও তাঁর সহযোগী সেকান্দারসহ কয়েকজন। তিনি চাঁদা দাবির অভিযোগে ২৮ জুলাই পল্লবী থানায় বশির, সেকান্দারসহ ৬-৭ জনের বিরুদ্ধে মামলা করেন। কিন্তু এরপর আসামিরা আরও ক্ষিপ্ত হয়ে তাঁকে ও তাঁর পরিবারকে হুমকি দেয়। থানা-পুলিশ তাঁর পাশে দাঁড়ায়নি। বরং পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) অহিদুজ্জামান ভূঁইয়া তাঁকে বশির ও সেকান্দারের সঙ্গে ‘মানিয়ে চলতে’ বলেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে এসআই অহিদুজ্জামান বলেন, তিনি বশিরের সঙ্গে কথা বলেছিলেন, যাতে সোহেলকে বিরক্ত না করেন।

বর্তমানে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আরিফ রব্বানী বলেন, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে, তবে সবাই পলাতক।

জানা গেছে, সোহেলের অভিযোগের ভিত্তিতে সেকান্দারকে সেনাবাহিনী গ্রেপ্তার করলেও পরে তিনি জামিনে মুক্তি পান। অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে বশিরুল আলমকে মোবাইল নম্বরে কয়েকবার ফোন দিলে একবার একজন ধরে নিজেকে বশিরের বন্ধু পরিচয় দেন। তবে অভিযোগের বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি। ১৫ আগস্ট পল্লবীতে বশিরের বাসায় গিয়েও তাঁকে পাওয়া যায়নি।

সরেজমিনে ১৫ ও ১৬ আগস্ট বেনারসিপল্লিতে দেখা গেছে, চাঁদাবাজির ভয়ে মালিকেরা শাড়ির দোকানে বসছেন না। কর্মচারীরাও মালিকের বিষয়ে কিছু বলতে চান না। বেনারসি কুটিরে ১৩ আগস্ট রাতে সন্ত্রাসীদের হামলার পর আতঙ্ক বেড়েছে। দোকানমালিকেরা বলেন, বিভিন্ন অজুহাতে চাঁদা চাইছে। কখনো জুলাই হত্যাকাণ্ডের মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে টাকা চায়।

বেনারসিপল্লির দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ কাসেম বলেন, ব্যবসায়ীরা জিম্মি হয়ে আছেন। যাদের কখনো এ মার্কেটে দেখেননি, তারা এসেও ভয় দেখাচ্ছে। হত্যা মামলায় ফাঁসানোর ভয় দেখিয়েও মোটা টাকা দাবি করছে। বশিরুল আলমের বিষয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপির শীর্ষ নেতাদেরও জানানো হয়েছে।

ডিএমপির আটটি অপরাধ বিভাগ হলো মিরপুর, মতিঝিল, তেজগাঁও, গুলশান, ওয়ারী, উত্তরা, রমনা ও লালবাগ। সব বিভাগেই চাঁদাবাজির অসংখ্য অভিযোগ উঠেছে। জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৫০টি থানায় চাঁদাবাজির অভিযোগে করা ৪১৯টি মামলা পর্যালোচনায় দেখা গেছে, এর মধ্যে সবচেয়ে বেশি ৮৩টি মামলা হয়েছে মতিঝিলে। এরপর তেজগাঁওয়ে ৭২টি। সবচেয়ে কম ৩৩টি লালবাগের থানাগুলোতে। মামলাগুলোতে ১০ লাখ থেকে ৫ কোটি টাকার চাঁদা দাবির অভিযোগ করা হয়েছে। অনেককে জুলাই হত্যাকাণ্ডের মামলায় আসামি করার হুমকি দেওয়া হয়েছে। প্রধানত মোটা অঙ্কের চাঁদা ও হত্যার হুমকির ঘটনায় মামলা করা হয়েছে; ছোট অঙ্কের চাঁদাবাজিতে মামলা হয়নি।

ডিএমপির তেজগাঁও বিভাগের ছয়টি থানায় হওয়া ৭২টি চাঁদাবাজি মামলার মধ্যে সবচেয়ে আলোচিত মামলাটি হলো রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের কাছ থেকে চাঁদাবাজির অভিযোগে। অভিযোগে বলা হয়েছে, জুনে গ্রিন রোডে তাঁর অফিসে ঢুকে চাঁদাবাজেরা ভয়ভীতি দেখিয়ে তাঁর কাছ থেকে ১১টি চেকে ৫ কোটি টাকা লিখিয়ে নেয়। অবশ্য এ ঘটনায় তাঁর ম্যানেজার সাইফুল ইসলাম তেজগাঁও থানায় মামলা করেন দুই মাস পর।

গুলশানে সংরক্ষিত আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেত্রী শাম্মী আহমেদের বাসায় ৫০ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় গ্রেপ্তার রিয়াদের কাছ থেকে কয়েকটি চেকবই উদ্ধারের পর বিষয়টি প্রকাশ পায়। গুলশান থানা-পুলিশের জিজ্ঞাসাবাদে চক্রটি আবুল কালাম আজাদের কাছ থেকে চেক নেওয়ার বিষয়টি জানায়।

তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল জান্নাত শাহ জানান, গুলশানের ঘটনায় গ্রেপ্তার রিয়াদসহ চারজনকে গ্রিন রোডের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

জানতে চাইলে আবুল কালাম আজাদ বলেন, ‘ভয়ে আমি মামলা করিনি। তারা ক্রমাগত হুমকি দিয়েছে, পুলিশে ধরিয়ে দেওয়ার ভয় দেখিয়েছে। হত্যা মামলার আসামি করার হুমকিও দিয়েছে। আমাকে যে অপমান করা হয়েছে, তা সারাজীবন বয়ে বেড়াতে হবে।’

জাকির হোসেন নামের এক ব্যক্তির অভিযোগ, কলাবাগান থানার পান্থপথের আসবাবের মার্কেটে তাঁর দোকান ‘পিদিম ট্রেড ফার্নিচার’ ১০ ফেব্রুয়ারি ভাঙচুর করে দখল করা হয়েছে। দোকানের নাম বদলে হয়েছে ‘কামাল ফরেন ফার্নিচার’। তাঁর অভিযোগ, গত বছরের ৫ আগস্টের পর চাঁদাবাজেরা মাসিক ভাড়া ও ১০ লাখ টাকা চাঁদা দাবি করেছিল। তবে তিনি থানায় অভিযোগ না দিয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

দোকানটি বর্তমানে চালাচ্ছেন খালেদ আব্দুল্লাহ নামের একজন। ১৭ আগস্ট গিয়ে তাঁকে দোকানে পাওয়া যায়নি। দোকানে থাকা কর্মচারী সবুজ বলেন, জায়গাটি ১৭ বছর ধরে অন্যদের দখলে ছিল। আসল মালিক এখন দোকানটির দখলে নিয়েছেন।

চাঁদাবাজির শিকার হচ্ছেন সাধারণ মানুষও। ডিএমপির ওয়ারী বিভাগের মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের মোড়ে আইনজীবী দীলিপ কুমার মল্লিককে ৭ মে অস্ত্রের মুখে অপহরণ করে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। তাঁর স্ত্রীর কাছ থেকে ১ লাখ টাকা চাঁদা আদায় করে সন্ত্রাসীরা পরদিন তাঁকে একটি ট্যাক্সিক্যাব থেকে ফেলে দেয়। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে পরিবারটির আতঙ্ক কাটেনি।

আবাসন খাতেও চাঁদাবাজি হচ্ছে। রমনা বিভাগের হাজারীবাগে সেবা হোল্ডিংস লিমিটেডের নির্মাণাধীন ভবনে গত জানুয়ারিতে সন্ত্রাসীরা ৫০ লাখ টাকা চাঁদার দাবিতে হামলা চালায়। পল্লবীর আলব্দিরটেকে এ কে বিল্ডার্সের অফিসে ৫ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে পল্লবী থানায় মামলা করা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার করা হয়েছে আটজনকে। এ কে বিল্ডার্সের চেয়ারম্যান কাইউম আলী খান বলেন, ‘জামিল’ পরিচয় দিয়ে এক ব্যক্তি হোয়াটসঅ্যাপে ফোন করে ৫ কোটি টাকা দাবি করেন।

বুড়িরটেকের রোজ গার্ডেন টাওয়ার প্রকল্পেও চাঁদা দাবির অভিযোগ উঠেছে।

একটি গোয়েন্দা সংস্থার তালিকায় সদরঘাট, ওয়াইজঘাট, শ্যামবাজারে চাঁদাবাজিতে জড়িত হিসেবে এক শ্রমিক নেতার, যাত্রাবাড়ী ও সায়েদাবাদে একজনের, ওয়ারী ও দয়াগঞ্জে একজনের এবং পুরান ঢাকা ও লালবাগে একজন শীর্ষ সন্ত্রাসী চাঁদাবাজিতে যুক্ত বলে নাম রয়েছে। গোয়েন্দা প্রতিবেদনে কয়েকটি রাজনৈতিক দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীর নামও রয়েছে।

জানতে চাইলে ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখার উপকমিশনার তালেবুর রহমান জানান, প্রতিটি ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ-হংকং: সমতায় ফিরল বাংলাদেশ

এরদোয়ানের বাধায় নেতানিয়াহুকে মিসরের সম্মেলনে নিতে পারলেন না ট্রাম্প

ইসরায়েল থেকে মুক্তি পেলেও ফিলিস্তিনে ফিরছেন না ১৫৪ জন, যেতে হবে ‘অমানবিক’ নির্বাসনে

ভারতে দলিত পুলিশ কর্মকর্তার আত্মহত্যায় তোলপাড়, সুইসাইড নোটে বর্ণবৈষম্যের অভিযোগ

বাংলাদেশ-হংকং ফুটবল ম্যাচ টিভিতে দেখাবে না, তাহলে দেখার উপায়

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

টঙ্গিবাড়ীতে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

টঙ্গিবাড়ী (মুন্সিগঞ্জ) প্রতিনিধি 
মো. ফয়সাল। ছবি: সংগৃহীত
মো. ফয়সাল। ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় ব্যানার টানাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মো. ফয়সাল (২১) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে উপজেলার আড়িয়ল ইউনিয়নের ফজুশাহ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত ফয়সাল ওই ইউনিয়নের বসাউল্লা গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে ফয়সাল বিএনপির একটি ব্যানার টানানোর সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন। এতে তিনি গুরুতরভাবে দগ্ধ হন। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে টঙ্গিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃতের মামা দ্বীন ইসলাম বলেন, ‘কারেন্টে শক খাওয়ার খবর পেয়ে হাসপাতালে ছুটে এসে দেখি, ভাগনে আর বেঁচে নেই।’

এ বিষয়ে আড়িয়ল ইউনিয়ন বিএনপির সভাপতি আ. আলী নান্টু মাদবর বলেন, ‘আজ ফজুশাহ বাজারে আমাদের একটি শাখা অফিস উদ্বোধনের কথা ছিল। শুনেছি সেখানে বিদ্যুতায়িত হয়ে এক যুবক মারা গেছে। তবে নিরাপত্তাব্যবস্থা ছিল কি না বা কে ব্যানার টানাচ্ছিল, তা নিশ্চিত নই।’

এ ঘটনায় টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম বলেন, বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ-হংকং: সমতায় ফিরল বাংলাদেশ

এরদোয়ানের বাধায় নেতানিয়াহুকে মিসরের সম্মেলনে নিতে পারলেন না ট্রাম্প

ইসরায়েল থেকে মুক্তি পেলেও ফিলিস্তিনে ফিরছেন না ১৫৪ জন, যেতে হবে ‘অমানবিক’ নির্বাসনে

ভারতে দলিত পুলিশ কর্মকর্তার আত্মহত্যায় তোলপাড়, সুইসাইড নোটে বর্ণবৈষম্যের অভিযোগ

বাংলাদেশ-হংকং ফুটবল ম্যাচ টিভিতে দেখাবে না, তাহলে দেখার উপায়

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস আগামীকাল

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আগামীকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালন করা হবে। ১৯৮৫ সালের এ দিনের রাতে জগন্নাথ হলে ঘটে যাওয়া এক মর্মান্তিক দুর্ঘটনায় ৪০ জন নিহত হন। নিহত ব্যক্তিদের মধ্যে ২৬ জন শিক্ষার্থী এবং ১৪ জন অতিথি ও কর্মচারী ছিলেন। এ ঘটনায় অনেকে আহত হয়েছিলেন। নিহত ছাত্র, কর্মচারী ও অতিথিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য প্রতি বছর দিবসটি পালন করা হয়। সবার স্মরণে আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।

শোক দিবসের বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে—সকাল ৬টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান ভবন, সব হল ও হোস্টেলে কালো পতাকা উত্তোলন; বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত রাখা ও কালো ব্যাজ ধারণ; সকাল সাড়ে ৭টায় উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের নেতৃত্বে অপরাজেয় বাংলার পাদদেশ থেকে শোক র‍্যালিসহকারে জগন্নাথ হল স্মৃতিসৌধে গমন, পুষ্পস্তবক অর্পণ ও নীরবতা পালন; সকাল ৮টায় অক্টোবর স্মৃতি ভবনস্থ টিভি কক্ষে আলোচনা সভা; সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত জগন্নাথ হল প্রাঙ্গণে হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রার্থনা সভা এবং বাদ মাগরিব বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআসহ সব হল মসজিদে নিহত ব্যক্তিদের আত্মার শান্তি কামনা করে মোনাজাত।

এ ছাড়া হল প্রশাসনের ব্যবস্থাপনায় সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নিহত ব্যক্তিদের প্রতিকৃতি চিত্র ও তথ্যপ্রমাণাদি প্রদর্শন করা হবে।

এসব বিষয় নিশ্চিত করেন জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ-হংকং: সমতায় ফিরল বাংলাদেশ

এরদোয়ানের বাধায় নেতানিয়াহুকে মিসরের সম্মেলনে নিতে পারলেন না ট্রাম্প

ইসরায়েল থেকে মুক্তি পেলেও ফিলিস্তিনে ফিরছেন না ১৫৪ জন, যেতে হবে ‘অমানবিক’ নির্বাসনে

ভারতে দলিত পুলিশ কর্মকর্তার আত্মহত্যায় তোলপাড়, সুইসাইড নোটে বর্ণবৈষম্যের অভিযোগ

বাংলাদেশ-হংকং ফুটবল ম্যাচ টিভিতে দেখাবে না, তাহলে দেখার উপায়

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

কমিটির অনুমোদন ছাড়া মাদ্রাসার গাছ বিক্রির অভিযোগ সুপারের বিরুদ্ধে

আমতলী (বরগুনা) প্রতিনিধি
মাদ্রাসার গাছগুলো কেটে রাখা হয়েছে। ছবি: আজকের পত্রিকা
মাদ্রাসার গাছগুলো কেটে রাখা হয়েছে। ছবি: আজকের পত্রিকা

বরগুনার আমতলী উপজেলার উত্তর কালামপুর (কালিবাড়ী) নূরানী বালিকা দাখিল মাদ্রাসার জমিতে রোপণ করা বিভিন্ন প্রজাতির গাছ ব্যবস্থাপনা কমিটির অনুমোদন ছাড়া মাদ্রাসার সুপার মাওলানা মো. আলাউদ্দিন সিকদার বিক্রি করে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার মাদ্রাসার প্রতিষ্ঠাতা এ বি এম রফিকুল্লাহ এই অভিযোগ করেন এবং এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

জানা গেছে, আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের কালিবাড়ী গ্রামে ১৯৮৫ সালে উত্তর কালামপুর (কালিবাড়ী) নূরানী বালিকা দাখিল মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে ওই মাদ্রাসার জমিতে বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হয়। রোপণ করা গাছ ইতিমধ্যে অনেক বড় গাছে পরিণত হয়েছে। ওই গাছ থেকে গত ১০ দিন আগে মাদ্রাসা সুপার আমতলী উপজেলা ওলামা লীগ সভাপতি মাওলানা আলাউদ্দিন সিকদার ব্যবস্থাপনা কমিটির অনুমোদন না নিয়ে ১২টি গাছ বিক্রি করে দিয়েছেন। গত তিন দিন আগে গাছগুলো ব্যবসায়ী রুবেল মিয়া কাটা শুরু করেন। ওই সময় স্থানীয় লোকজন বাধা দিলে তাঁদের বাধা উপেক্ষা করে গাছ কেটে নেন।

স্থানীয় বাসিন্দা সুকুমার চন্দ্র শীল ও আব্দুল হাই সরদার জানান, সুপার কাউকে না জানিয়ে মাদ্রাসার গাছ বিক্রি করে দিয়েছেন। তাঁরা গাছ ব্যবসায়ী রুবেল মিয়াকে গাছ কাটতে বাধা দিলেও তিনি তা শোনেননি।

গাছ ব্যবসায়ী রুবেল মিয়া বিষয়টি স্বীকার করে বলেন, ‘সুপার মাওলানা আলাউদ্দিন সিকদার গাছ বিক্রি করেছেন। তাই ওই গাছ আমি কেটেছি।’

মাদ্রাসার প্রতিষ্ঠাতা এ বি এম রফিকুল্লাহ অভিযোগ করেন, সুপার আলাউদ্দিন সিকদার মাদ্রাসাটিকে দুর্নীতির আখড়ায় পরিণত করেছেন। কমিটির কাউকে অবহিত না করেই টাকা আত্মসাৎ করতে সুপার গাছ বিক্রি করে দিয়েছেন। তিনি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

মাদ্রাসার সুপার মাওলানা আলাউদ্দিন সিকদার গাছ বিক্রির কথা স্বীকার করে বলেন, ‘মাদ্রাসার প্রয়োজনে গাছ বিক্রি করেছি।’ তবে সভাপতির অনুমোদন ছাড়া গাছ বিক্রির বিষয়ে জানতে চাইলে তিনি ফোনের সংযোগ কেটে দেন।

এ প্রসঙ্গে আমতলী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জিহাদ হাসান বলেন, কমিটির অনুমোদন ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো কিছুই শিক্ষক-কর্মচারী বিক্রি করতে পারেন না। যদি এমন ঘটনা ঘটে থাকে, তবে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. রোকনুজ্জামান খাঁন বলেন, মাদ্রাসার গাছ বিক্রির কোনো অনুমোদন দেওয়া হয়নি। সুপার কীভাবে গাছ বিক্রি করেছেন, তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ-হংকং: সমতায় ফিরল বাংলাদেশ

এরদোয়ানের বাধায় নেতানিয়াহুকে মিসরের সম্মেলনে নিতে পারলেন না ট্রাম্প

ইসরায়েল থেকে মুক্তি পেলেও ফিলিস্তিনে ফিরছেন না ১৫৪ জন, যেতে হবে ‘অমানবিক’ নির্বাসনে

ভারতে দলিত পুলিশ কর্মকর্তার আত্মহত্যায় তোলপাড়, সুইসাইড নোটে বর্ণবৈষম্যের অভিযোগ

বাংলাদেশ-হংকং ফুটবল ম্যাচ টিভিতে দেখাবে না, তাহলে দেখার উপায়

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

নাচোলে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া, আহত ১৪

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
আহত একজনকে ভ্যানে করে নিয়ে যাচ্ছেন স্বজনেরা। ছবি: আজকের পত্রিকা
আহত একজনকে ভ্যানে করে নিয়ে যাচ্ছেন স্বজনেরা। ছবি: আজকের পত্রিকা

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে।

আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার ফতেপুর ইউনিয়নের ফুলবাড়ী এলাকায় এ সংঘর্ষ হয়। এতে নারীসহ ১৪ জন আহত হয়েছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নাচোল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকনের অনুসারী ও ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমানের ভাইকে প্রতিপক্ষের লোকজন মারধর করেন। এ ঘটনাকে কেন্দ্র করে বিএনপির সাবেক সংসদ সদস্য আমিনুল ইসলাম গ্রুপের অনুসারী ও ফতেপুর ইউনিয়ন যুবদলের সাবেক সহসভাপতি এমদাদুল হকের লোকজনের সঙ্গে তাঁদের সংঘর্ষ বাধে। আজ সকাল থেকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই পক্ষের কর্মী-সমর্থকেরা লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান। থেমে থেমে চলে পাল্টাপাল্টি ধাওয়া। সংঘর্ষে খোকন গ্রুপের অনুসারী ফতেপুর ইউনিয়নের সাবেক সদস্য মনিরুল ইসলামসহ অন্তত ১৪ জন আহত হন। সংঘর্ষ চলাকালে ৮-১০টি বাড়িঘর ভাঙচুরের ঘটনাও ঘটে।

বিএনপি নেতা আবু তাহের খোকন বলেন, ‘সাবেক এমপি আমিনুল ইসলামের লোকজন আমার কর্মীদের প্রথমে মারধর করে। তারা আজ আবারও আমার সমর্থকদের ওপর হামলা চালিয়েছে। পুলিশ ভূমিকা নিলে এমন ঘটনা ঘটত না। পরে পুলিশের উপস্থিতিতে এ ঘটনা ঘটে।’

তবে অভিযোগের বিষয়ে জানতে সাবেক এমপি আমিনুল ইসলাম বলেন, এখানে বিএনপির দুটি গ্রুপ নয়। এ ঘটনায় আওয়ামী লীগের লোকজন জড়িত আছে। বিষয়টি সমাধান করার জন্য পুলিশকে বারবার বলা হয়েছে। কিন্তু তারা কোনো গুরুত্ব দেয়নি।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, আহত ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশের উপস্থিতিতে এমন সংঘর্ষের ঘটনার অভিযোগের বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার গোমস্তাপুর সার্কেল হাসান তারেক আজকের পত্রিকাকে বলেন, ‘পুলিশ কারও পক্ষ নিতে পারে না। সেটার সুযোগও নেই। কারও অভিযোগ থাকলে আমাদের জানালে সেটার ব্যবস্থা নেব।’

স্থানীয় সূত্রে জানা গেছে, ফুলবাড়ী এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে। তবে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকায় পরিস্থিতি শান্ত রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ-হংকং: সমতায় ফিরল বাংলাদেশ

এরদোয়ানের বাধায় নেতানিয়াহুকে মিসরের সম্মেলনে নিতে পারলেন না ট্রাম্প

ইসরায়েল থেকে মুক্তি পেলেও ফিলিস্তিনে ফিরছেন না ১৫৪ জন, যেতে হবে ‘অমানবিক’ নির্বাসনে

ভারতে দলিত পুলিশ কর্মকর্তার আত্মহত্যায় তোলপাড়, সুইসাইড নোটে বর্ণবৈষম্যের অভিযোগ

বাংলাদেশ-হংকং ফুটবল ম্যাচ টিভিতে দেখাবে না, তাহলে দেখার উপায়

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত