Ajker Patrika

টিকা সনদ ছাড়া শপিংমল, ট্রেন-লঞ্চে যাতায়াতেও মানা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৬ জানুয়ারি ২০২২, ১৫: ৩৪
টিকা সনদ ছাড়া শপিংমল, ট্রেন-লঞ্চে যাতায়াতেও মানা

কোভিড-১৯-এর দুই ডোজ টিকা না নেওয়া থাকলে রেস্টুরেন্টের পাশাপাশি শপিংমলেও যাওয়া যাবে না। ভ্রমণ করা যাবে না ট্রেন, লঞ্চ ও উড়োজাহাজে। মন্ত্রিসভার সিদ্ধান্ত জানানোর সময় আজ বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

সচিব বলেন, ‘ওমিক্রন নিয়ে মন্ত্রিসভায় বিশেষ আলোচনা হয়েছে। গত ৩ জানুয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে সভা হয়েছে। সেখানে পয়েন্টআউট করা হয়েছে ভ্যাকসিনটা আরও জোরদার করতে হবে। বুস্টারটাকে আরও কীভাবে কমফোর্ট্যাবল ও বিস্তৃত করা যায় সেটা দেখতে হবে।’

‘ওমিক্রমের বিষয়ে বলা হয়েছে, আমরা এখন থেকে রেস্টুরেন্ট, শপিংমল, প্লেন, ট্রেন ও লঞ্চে যারা উঠবে তাদের একটা টাইম দিয়ে, ডাবল ভ্যাকসিনেশন সার্টিফিকেট ছাড়া কেউ যাতে না উঠে। সে রকম একটা চিন্তা-ভাবনার দিকে যেতে হবে। রেস্টুরেন্ট ও শপিংমলে প্রবেশ এবং প্লেন, ট্রেন ও লঞ্চে ওঠার ক্ষেত্রে ডাবল ভ্যাকসিনেশনের বিষয়টি বাধ্যবাধকতা হিসেবে আরোপ করা হবে।’ 

রেস্টুরেন্টে কীভাবে সনদ যাচাই প্রক্রিয়া তদারকি করা হবে, সাংবাদিকদের এ প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘মোবাইলে (টিকা সনদের) সফট কপি থাকবে কিংবা হার্ড কপি থাকবে। কোনো দেশেই পুরো জনসংখ্যা কোনোভাবেই চেক করা সম্ভব নয়, স্যাম্পল হিসেবে করা হয়। ভিজিল্যান্স টিম থাকবে প্রত্যেক শহরে। সিটি করপোরেশন, পৌরসভার স্বাস্থ্য পরিদর্শকেরা চেক করবেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা চেক করবে।’

কবে থেকে এই নিয়ম কার্যকর করা হবে, এ প্রশ্নে আনোয়ারুল ইসলাম বলেন, ‘একটা সময় দিয়ে দিতে বলেছে। টেকনিক্যাল লোকজনের সঙ্গে আলাপ-আলোচনা করে একটা টাইম দিয়ে এটা করা হবে। ওমিক্রম ঠেকাতে গেলে স্ট্রিক্ট ভিউতে আপনাকে যেতে হবে। এটা (সেবা নিতে টিকার সনদ বাধ্যতামূলক করা) অলরেডি সিদ্ধান্ত হয়ে গেছে। টেকনিক্যাল লোকজনের সঙ্গে দু-এক দিনের মধ্যে পরামর্শ করে সময় দিয়ে ইনশাআল্লাহ আমরা অর্ডার করে দিচ্ছি।’

বাড়ির বাইরে কোনোভাবেই মাস্ক ছাড়া যাওয়া যাবে না জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘অলরেডি আমরা বলে দিয়েছি, এখন থেকেই মোটিভেশন ও প্রোমোশনাল কাজ করবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী বা মোবাইল কোর্টের মাধ্যমে বিষয়টি বাস্তবায়ন করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত