Ajker Patrika

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে ইউল্যাবে আলোচনা অনুষ্ঠান

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে ইউল্যাবে আলোচনা অনুষ্ঠান

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে এক ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)। এতে প্রধান অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত সামাজিক সংগঠক নিরাপদ সড়ক চাই (নিসচা) র চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।
 
স্বাগত বক্তব্যে ইউল্যাবের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. সামসাদ মর্তূজা সড়ক দুর্ঘটনা বিষয়ে একটি পরিসংখ্যান তুলে ধরেন। তিনি বলেন, দেশে প্রতিদিন প্রায় ২০ জন করে মানুষ সড়ক দুর্ঘটনায় হতাহত হয়। টেকসই উন্নয়নের ৩.৬ লক্ষ্যে নিরাপদ সড়কের কথা বলা আছে। ইউল্যাব যেহেতু বিশ্ববিদ্যালয় হিসেবে টেকসই উন্নয়নের মিলেনিয়াম গোলের সঙ্গে ঐক্যমতে থেকে টেকসই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে সচেষ্ট, সে ক্ষেত্রে নিরাপদ সড়ক বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করতে এ বিশ্ববিদ্যালয়ের দায়বদ্ধতা রয়েছে বলে জানান তিনি। 
 
প্রধান অতিথির বক্তব্যে ইলিয়াস কাঞ্চন বলেন, দেশের পরিবহন ব্যবস্থাপনায় বিশৃঙ্খল অবস্থা বিরাজ করছে। সরকার আন্তরিকতার সঙ্গে নীতিমালা উন্নয়ন করলেই কেবল এই পরিস্থিতির উন্নতি সম্ভব। তিনি বলেন, শুধুমাত্র সরকারের ঘাড়ে দায় চাপিয়ে দিলেই হলো না, আমাদের নিজেদেরও সচেতন হওয়া জরুরি। কিন্তু বাস্তব অর্থে, সড়কে নব্বই শতাংশ মানুষই সড়ক আইন মানতে চায় না। 

গত ২৪ অক্টোবর রোববারের এই অনুষ্ঠানে, সড়ক দুর্ঘটনার শিকার ইউল্যাবের ইলেকট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) র ১৪২ তম ব্যাচের শিক্ষার্থী রিয়াজ বিন রাজিব অনুষ্ঠানে নিজের দুর্বিষহ অভিজ্ঞতার কথা তুলে ধরেন। 

এ ছাড়া জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে ইউল্যাবের সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাব সামাজিক যোগাযোগ মাধ্যমে সপ্তাহব্যাপী পোস্টার ক্যাম্পেইন এবং সচেতনতা মূলক ভিডিও প্রচার করে।   

অন্যান্যদের মধ্যে ট্রেজারার অধ্যাপক মিলন কুমার ভট্টাচার্য, রেজিস্ট্রার লে কর্নেল ফয়জুল ইসলাম (অব.) অনুষদের ডিনবৃন্দ, বিভাগীয় প্রধানগণ, শিক্ষক-কর্মকর্তা, বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে সংযুক্ত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত