Ajker Patrika

জেলের জালে পদ্মার দুই ইলিশ, ১০ হাজার টাকায় বিক্রি 

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
আপডেট : ২৮ মে ২০২২, ১৭: ৩১
জেলের জালে পদ্মার দুই ইলিশ, ১০ হাজার টাকায় বিক্রি 

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মার দুইটি ইলিশ ১০ হাজার ২০০ টাকায় বিক্রি হয়েছে। আজ শনিবার সকালে স্থানীয় জেলে আনিস হালদারের জালে মাছ দুটি ধরা পড়ে। পরে তিনি দৌলতদিয়া ৬ নম্বর ফেরিঘাটে অবস্থিত দুলাল মণ্ডলের আড়তে মাছ দুটি নিয়ে উন্মুক্ত নিলামে বিক্রি করেন।

মাছ ব্যবসায়ী আলমগীর মোল্লা বলেন, পদ্মা ও যমুনা নদীর মোহনায় আজ সকালে জেলে আনিস হালদারের জালে বড় আকারের দুটি ইলিশ মাছ ধরা পড়ে। দুইটি মাছের ওজন প্রায় সাড়ে ৩ কেজি। আজ বেলা ১০টার দিকে আমি গোয়ালন্দের দৌলতদিয়া ৬ নম্বর ফেরিঘাটে অবস্থিত দুলাল মণ্ডলের আড়ত থেকে মাছ দুটি ৯ হাজার ১৮০ টাকায় কিনে আনি। পরে ঢাকার এক ব্যবসায়ীর কাছে কেজিপ্রতি ৩ হাজার টাকা করে ১০ হাজার ২০০ টাকায় মাছ দুটি বিক্রি করেছি।

জেলে আনিস হালদার বলেন, আজ ভোরে কয়েকজন মিলে নৌকা ও জাল নিয়ে নদীতে মাছ ধরতে যাই। দীর্ঘক্ষণ অপেক্ষার পর সকাল ৮টার দিকে জাল টান দিতেই বড় ইলিশ মাছ দুটি আটকা পড়ে। বেলা ১০টার দিকে মাছ দুটি বিক্রির জন্য দুলাল মণ্ডলের আড়তে নিয়ে গেলে উন্মুক্ত নিলামে মাছ ব্যবসায়ী আলমগীর মোল্লা কিনে নেন। এখন মাছ খুব একটা ধরা পড়ছে না। অনেক দিন পর মাছ পেয়েছি এবং ভালো দাম পেয়ে খুবই খুশি।

পদ্মার প্রায় সাড়ে ৩ কেজির দুইটি ইলিশ ১০ হাজার ২০০ টাকায় বিক্রি হয়েছে। গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা রেজাউল শরীফ বলেন, পদ্মা নদীর পানিতে থাকা বড় মাছ খুবই সুস্বাদু ও লোভনীয় হয়। তবে এত বড় ইলিশ মাছ এ সময়ে খুব একটা দেখা না গেলেও মাঝেমধ্যে জেলেদের জালে ধরা পড়ছে। সাধারণ মানুষজন কিনতে না পারলেও টাকাওয়ালারা খবর পেলেই এ মাছ কিনে আনে। বড় মাছ পেলে জেলে ও ব্যবসায়ীরা খুবই খুশি হন। 

পদ্মার মাছ সম্পর্কিত পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত