নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানো পর্যন্ত নগর ভবন অবরোধ করে আন্দোলনের ঘোষণা দিয়েছেন ইশরাক হোসেন। তিনি বলেন, নগর ভবন বন্ধ থাকবে, অবস্থান কর্মসূচি চলবে যতদিন পর্যন্ত শপথ না দেয় সরকার। আর দৈনন্দিন কাজ, যেমন- জন্ম নিবন্ধন ইত্যাদি আমাদের তত্ত্বাবধানে চলবে।
ঈদের ছুটির পর আজ রোববার প্রথম কর্ম দিবসে ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তরের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিতে যোগ দিয়ে তিনি এই ঘোষণা দেন। আজ বেলা ১১টা থেকে পুনরায় বিক্ষোভ শুরু করেন ইশরাক সমর্থক এবং ডিএসসিসির কর্মচারীরা।
জন্ম-মৃত্যু নিবন্ধনসহ জরুরি সেবা চালুর বিষয়ে ইশরাক সাংবাদিকদের বলেন, ‘আমরা জোন অফিসগুলোতে জরুরি সেবা চালুর জন্য জরুরি বুথ স্থাপন করব শিগগিরই। সে বিষয়ে আলোচনা চলছে। আশা করি খুব শিগগিরই চালু করতে পারব। চালু হলে জানিয়ে দেওয়া হবে।’
সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা অতি দ্রুত উচ্চ আদালত এবং জনগণের রায় বাস্তবায়ন করার ব্যবস্থা নিন, অথবা আমাদের দলের নেতাদের সঙ্গে বসে এ বিষয়ের সমাধান করুন।’
ইশরাক আরও বলেন, ‘এটা আমার অধিকার, এই অধিকার নিশ্চিত না হলে ভবিষ্যতে আপনাদের বৈধতা নিয়ে প্রশ্ন করার সুযোগ আমার থাকবে। অতএব আমি বিষয়টিকে ভিন্নভাবে না নেওয়ার জন্য অনুরোধ করছি এই সরকারকে, অনুরোধ জানাচ্ছি আপনারা দ্রুততম সময়ে এটি নিষ্পত্তি করুন। যে সব পর্যায়ে আপনাদের কথা বলা দরকার আপনারা কথা বলে সিদ্ধান্ত নিন। তাহলে এই অচলাবস্থা কেটে যাবে এবং একটা সৌহার্দ্যর্পূর্ণ পরিবেশ তৈরি হবে।’
বিএনপির এই নেতা বলেন, ‘এই সমস্যার সমাধান না করা পর্যন্ত আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে এবং আমিও এখানে যখন প্রয়োজন হবে, যখন আমার দরকার হবে জনগণের পাশে এসে দাঁড়াব। জনগণের প্রয়োজনে আমাকে সবসময় আপনারা পাশে পাবেন ইনশাআল্লাহ। বিজয় আমাদের সুনিশ্চিত এখান থেকে আমরা ফিরে যাব না এটা আমাদের ওয়াদা।’
ইশরাকের শপথের দাবিতে ডিএসসিসির কর্মচারীরাও কর্মবিরতি পালন করছেন। তাঁরা বলেন, মেয়র না আসা পর্যন্ত আমাদের এই কর্মবিরতি চলমান থাকবে। এ সময় তাঁরা ‘মেয়র ছাড়া অফিস নাই’ স্লোগান দেন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানো পর্যন্ত নগর ভবন অবরোধ করে আন্দোলনের ঘোষণা দিয়েছেন ইশরাক হোসেন। তিনি বলেন, নগর ভবন বন্ধ থাকবে, অবস্থান কর্মসূচি চলবে যতদিন পর্যন্ত শপথ না দেয় সরকার। আর দৈনন্দিন কাজ, যেমন- জন্ম নিবন্ধন ইত্যাদি আমাদের তত্ত্বাবধানে চলবে।
ঈদের ছুটির পর আজ রোববার প্রথম কর্ম দিবসে ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তরের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিতে যোগ দিয়ে তিনি এই ঘোষণা দেন। আজ বেলা ১১টা থেকে পুনরায় বিক্ষোভ শুরু করেন ইশরাক সমর্থক এবং ডিএসসিসির কর্মচারীরা।
জন্ম-মৃত্যু নিবন্ধনসহ জরুরি সেবা চালুর বিষয়ে ইশরাক সাংবাদিকদের বলেন, ‘আমরা জোন অফিসগুলোতে জরুরি সেবা চালুর জন্য জরুরি বুথ স্থাপন করব শিগগিরই। সে বিষয়ে আলোচনা চলছে। আশা করি খুব শিগগিরই চালু করতে পারব। চালু হলে জানিয়ে দেওয়া হবে।’
সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা অতি দ্রুত উচ্চ আদালত এবং জনগণের রায় বাস্তবায়ন করার ব্যবস্থা নিন, অথবা আমাদের দলের নেতাদের সঙ্গে বসে এ বিষয়ের সমাধান করুন।’
ইশরাক আরও বলেন, ‘এটা আমার অধিকার, এই অধিকার নিশ্চিত না হলে ভবিষ্যতে আপনাদের বৈধতা নিয়ে প্রশ্ন করার সুযোগ আমার থাকবে। অতএব আমি বিষয়টিকে ভিন্নভাবে না নেওয়ার জন্য অনুরোধ করছি এই সরকারকে, অনুরোধ জানাচ্ছি আপনারা দ্রুততম সময়ে এটি নিষ্পত্তি করুন। যে সব পর্যায়ে আপনাদের কথা বলা দরকার আপনারা কথা বলে সিদ্ধান্ত নিন। তাহলে এই অচলাবস্থা কেটে যাবে এবং একটা সৌহার্দ্যর্পূর্ণ পরিবেশ তৈরি হবে।’
বিএনপির এই নেতা বলেন, ‘এই সমস্যার সমাধান না করা পর্যন্ত আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে এবং আমিও এখানে যখন প্রয়োজন হবে, যখন আমার দরকার হবে জনগণের পাশে এসে দাঁড়াব। জনগণের প্রয়োজনে আমাকে সবসময় আপনারা পাশে পাবেন ইনশাআল্লাহ। বিজয় আমাদের সুনিশ্চিত এখান থেকে আমরা ফিরে যাব না এটা আমাদের ওয়াদা।’
ইশরাকের শপথের দাবিতে ডিএসসিসির কর্মচারীরাও কর্মবিরতি পালন করছেন। তাঁরা বলেন, মেয়র না আসা পর্যন্ত আমাদের এই কর্মবিরতি চলমান থাকবে। এ সময় তাঁরা ‘মেয়র ছাড়া অফিস নাই’ স্লোগান দেন।
গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে সংঘবদ্ধ পিটুনিতে রিপন মিয়া (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ সোমবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর স্টেশন রোড এলাকায় এ ঘটনা ঘটে। রিপন মিয়া ময়মনসিংহের ত্রিশাল উপজেলার আহম্মদাবাদ গ্রামের আব্দুল খালেকের ছেলে। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ...
১ সেকেন্ড আগে‘অধ্যাপক ড. রুবেল আনসার বলেন, ‘‘আমি কখনো এত দিন কারও পেছনে ঘুরিনি, কারও জন্য অপেক্ষা করিনি, তোমার জন্যই এত দিন অপেক্ষা করতে হয়েছে। আমি তোমার রেজাল্টও বাড়িয়ে দেব, তোমার রেজাল্ট ৩ দশমিক ৫০ হয়ে যাবে।’’ এসব শোনার পরে আমি দ্রুত তাঁর গাড়ি থেকে নেমে কোনো রকমে আত্মরক্ষা করি।’
৩ মিনিট আগেবর্জ্য থেকে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন কার্যক্রম দ্রুত শুরু করতে আগ্রহের কথা ব্যক্ত করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন। তিনি বলেছেন, বর্জ্য যথাযথ ব্যবস্থাপনা না হওয়ায় নগরে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে এবং পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আজ সোমবার (১১ আগস্ট) টাইগারপাসের নগর ভবন কার্যালয়ে জাপানের
২৪ মিনিট আগেরাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান দুর্ঘটনায় আহতদের মধ্যে এখন ২৪ জন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন। তাদের মধ্যে ২২ জনই শিশু। এখন পর্যন্ত ১৪ জনকে চিকিৎসা শেষে ছাড়পত্র দেওয়া হয়েছে।
২৭ মিনিট আগে