Ajker Patrika

গাজীপুরে স্বেচ্ছাসেবক লীগ ও মৎস্যজীবী লীগের ২ নেতার ওপর হামলা

গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে স্বেচ্ছাসেবক লীগ ও মৎস্যজীবী লীগের ২ নেতার ওপর হামলা

গাজীপুরের রথখোলা এলাকায় আওয়ামী লীগের অঙ্গ সংগঠন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী মৎস্যজীবী লীগের ২ নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। বর্তমানে তাঁরা ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আজ মঙ্গলবার এ ঘটনায় জিএমপির সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। 

আহত দুজন হলেন—গাজীপুর মহানগর আওয়ামী লীগের ২৪ নম্বর ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রার্থী মো. হাফিজুল হক (৩৩) ও সদর থানা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি মো. রাজা সরকার (২৮)। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৩ অক্টোবর রাতে ওই দুই নেতা মহানগরীর রথখোলা এলাকায় দলীয় কার্যক্রমে ব্যস্ত ছিলেন। এ সময় কতিপয় সন্ত্রাসী চাপাতি, চাইনিজ কুড়াল, রামদা, সুইজ গিয়ার, ছুড়ি ইত্যাদি অস্ত্রে সজ্জিত হয়ে তাদের ওপর হামলা চালায়। সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে তাঁদের হাত, মাথা, কাঁধসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তাঁরা সেখানে চিকিৎসাধীন রয়েছেন। 

এ ঘটনায় মো. হাফিজুল হক বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন। এ ব্যাপারে জিএমপি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলাম জানান, রথখোলা এলাকায় হামলার ঘটনায় থানায় মামলা রেকর্ড করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত